Sunday, January 11, 2026

ওমিক্রন আতঙ্কের মাঝে ১৩০ জন বিদেশ ফেরতের খোঁজ মিলছে না মোরাদাবাদে

Date:

Share post:

দেশজুড়ে ওমিক্রন(Omicron) আতঙ্ক বেড়ে চলেছে লাগাতারভাবে। আতঙ্কের আবহেই জানা গেল উত্তরপ্রদেশের(Uttar Pradesh) মোরাদাবাদের(Muradabad) ১৩০ জন বিদেশ ফেরতের কোনও হদিস মিলছে না। স্বাভাবিকভাবেই এই ঘটনা উদ্বেগ বাড়িয়েছে প্রশাসনের।

মোরাদাবাদ স্বাস্থ্য দফতর সূত্রের খবর, কিছুদিন আগে ৫১৯ জন যাত্রী বিদেশ থেকে ফিরেছিলেন। তাদের মধ্যে ১৩০ জনের খোঁজ মিলছে না। পাশাপাশি মোরাদাবাদ ফেরত জম্মুর এক বাসিন্দা করোনা আক্রান্ত হওয়ার বিষয়টি নজরে আসে। এরপরই আতঙ্ক ছড়ায়। বিদেশ ফেরত এই ১৩০ জন যাত্রী মোরাদাবাদ ছাড়াও অন্যান্য রাজ্যে গিয়েছিলেন বলে জানা যাচ্ছে। এদিকে দেশে ওমিক্রন ভেরিয়েন্ট আক্রান্তের সংখ্যা ক্রমশ বেড়ে চলেছে বলে জানা গিয়েছে। মহারাষ্ট্রে মঙ্গলবার আরও আট জনের দেহে মিলল করোনার এই নয়া ভ্যারিয়েন্ট সংক্রমণের হদিশ। যাদের মধ্যে সাতজনই মুম্বইয়ের বাসিন্দা। সবমিলিয়ে দেশে আক্রান্তর সংখ্যা বেড়ে হয়েছে ৬১। অন্যদিকে করোনার এই নয়া ভেরিয়েন্ট যেভাবে বিশ্বজুড়ে দাপট দেখাতে শুরু করেছে তাতে রীতিমত চাপে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তরফে ওমিক্রন থেকে বাঁচতে অবিলম্বে দেশগুলিকে পদক্ষেপ নেওয়ার কথা জানানো হয়েছে।

আরও পড়ুন:আগামী ৬ মাসের মধ্যেই মিলবে ছোটদের জন্য ভ্যাকসিন: আদর পুনাওয়ালা

এদিকে মারণ করোনা ভাইরাসে গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ৬,৯৮৪ জন। প্রাণ হারিয়েছেন ২৪৭ জন। এখনও পর্যন্ত করোনায় দেশে মোট মৃতের সংখ্যা ৪ লক্ষ ৭৬ হাজার ১৩৫ জন। প্রতিদিনই কমছে অ্যাকটিভ কেস। স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্ট বলছে, বর্তমানে দেশে করোনায় চিকিৎসাধীন রোগী ৮৭ হাজার ৫৬২ জন। ধীরে ধীরে বাড়ছে সুস্থতার হারও। পরিসংখ্যান অনুযায়ী, এখনও পর্যন্ত দেশে ৩ কোটি ৪১ লক্ষ ৪৬ হাজার ৯৩১ জন করোনা থেকে মুক্ত হয়েছেন। যার মধ্যে গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন ৮ হাজার ১৬৮ জন। সুস্থতার হার ৯৮.৩৮ শতাংশ। তবে নয়া ভ্যারিয়েন্ট ওমিক্রনের দাপটের মাঝেই আশার আলো দেখাচ্ছে ফাইজারের অ্যান্টিভাইরাস পিল। সংস্থার দাবি, করোনার বিরুদ্ধে ৯০ শতাংশ কার্যকারিতার পাশাপাশি ওমিক্রনের বিরুদ্ধেও কার্যকর এই ওষুধ।

spot_img

Related articles

‘ডুবন্ত টাইটানিক’, উৎপল সিনহার কলম

টাইটানিক যখন সমুদ্রের অতলে তলিয়ে যায়,ঠিক তার ১ ঘন্টা ৪০ মিনিট পর রাত ৪টে ১০ মিনিটে সেখানে আসে...

ফের শিরোনামে ডবল ইঞ্জিন ছত্রিশগড়! এবার পুলিশের জরুরি পরিষেবার গাড়িতে গণধর্ষণ যুবতীকে

ফের নারী নির্যাতনের ঘটনায় উত্তাল হয়ে উঠল ডবল ইঞ্জিন রাজ্য ছত্রিশগড়। এবার খোদ পুলিশের জরুরি পরিষেবা ‘ডায়াল ১১২’-র...

বিজেপির সেমসাইড গোল! শুভেন্দুর নিরাপত্তারক্ষীরা পেটাল বিজেপি নেতাকে

বাংলাকে না চেনেন বিজেপির নেতারা, না তাঁদের ঘিরে থাকা কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী। ফলে বারবার 'সেমসাইড' হয়ে যাচ্ছে। বিরোধী...

নাকতলার নক্ষত্রদের নিয়ে বিশেষ উদ্যোগ, অরূপকে কৃতজ্ঞতা কৃশানুর পরিবারের

নাকতলা সেখানে সাত কীর্তিমানের কীর্তিকলাপ।যদিও তাঁরা আজ প্রয়াত। ভারতীয় ফুটবলের মারাদোনা কৃশানু দে(krishanu dey), গীতিকার গৌরিপ্রসন্ন মজুমদার, গীতিকার...