Wednesday, August 27, 2025

ইউএপিএ আইনে সবচেয়ে কম গ্রেফতার হয়েছে পশ্চিমবঙ্গে, জানাল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক

Date:

শেষ তিন বছরে গোটা দেশে ইউএপিএ আইনে ২৫ বছরের নিচে ছাত্র-সহ কত জন গ্রেফতার হয়েছে? কত জন জামিনে মুক্তি পেয়েছে এবং কতজন দোষী সাব্যস্ত হয়েছে? বাস্তব অভিজ্ঞতা বলছে, এই আইনে বহু নিরীহ মানুষকে অযথাই হেনস্তা করা হয়। অকারণে গ্রেফতার করার কারণে স্বাভাবিকভাবেই বেশিরভাগই মুক্তি পায়। তাই এই আইন যাতে সঠিকভাবে রূপায়িত করা যায় তার জন্য ইউএপিএ আইন সংশোধনের কি চিন্তাভাবনা চলছে? ইউএপিএ আইনে ধৃতদের মধ্যে বন্দি অবস্থায় কি কারও মৃত্যু ঘটেছে? মঙ্গলবার সংসদে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে ইউএপিএ আইন নিয়ে এই প্রশ্নগুলির উত্তর জানতে চান তৃণমূল কংগ্রেস সাংসদ মালা রায়।

তৃণমূল কংগ্রেস সাংসদের এই প্রশ্নের উত্তরে স্বরাষ্ট্র দফতরের প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই জানিয়েছেন, বিভিন্ন ধরনের পরিস্থিতির কথা মাথায় রেখে আগেই ইউএপিএ আইন সংশোধন করা হয়েছে। তাই এই মুহূর্তে নতুন করে আর কোনও সংশোধনী আনার কথা ভাবছে না সরকার। ইউএপিএ আইনে ধৃত কোনও বন্দির হেফাজতে থাকাকালীন মৃত্যু হয়েছে এমন ঘটনা এনসিআরবির নজরে নেই। ইউএপিএ আইনে কাউকে গ্রেফতার, তার বিচার ও জামিন সবকিছুই নির্ভর করে পরিস্থিতির নিরিখে। এই আইনের অপব্যবহার রক্ষার জন্য পর্যাপ্ত ব্যবস্থা আছে। সাংবিধানিক, প্রাতিষ্ঠানিক এবং আইনের নিজস্ব ক্ষেত্রেও যথেষ্ট নিরাপত্তা আছে এই আইনে। অর্থাৎ এই আইনের অপব্যবহার হওয়ার সুযোগ খুবই কম। একইসঙ্গে মন্ত্রী ইউএপিএ আইনে বিভিন্ন রাজ্যে কতজন গ্রেফতার হয়েছে, জামিন পেয়েছে এবং দোষী সাব্যস্ত হয়েছে তার পরিসংখ্যানও পেশ করেছেন। ওই পরিসংখ্যান থেকে দেখা যাচ্ছে ২০১৮ ও ২০১৯ সালে পশ্চিমবঙ্গে ইউএপিএ আইনে কাউকেই গ্রেফতার করা হয়নি। তবে ২০২০ সালে পশ্চিমবাংলায় এই আইনে পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। ইউএপিএ আইনে ৩০ বছরের কম বয়সিদের গ্রেফতারের তালিকাও এদিন জানিয়েছেন মন্ত্রী। ওই তালিকা থেকে দেখা যাচ্ছে, ২০২০ সালে পশ্চিমবঙ্গে ইউএপিএ আইনের ধৃত পাঁচজনের মধ্যে দু’জনের বয়স ছিল ৩০ এর মধ্যে।

আরও পড়ুন- Rajnath Sing: ভবিষ্যতের যুদ্ধের জন্য তৈরি হচ্ছে DRDO, দাবি রাজনাথের

Related articles

বিরক্ত মিঠুন? এড়াচ্ছেন বঙ্গ বিজেপির একাধিক কর্মসূচি

বারবার রং বদল করে আপাতত গেরুয়াতে ঠেকেছেন ডিস্কো ড্যান্সার মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। ভোটের আগে বা বিজেপির. (BJP)...

আরজি কর কাণ্ডে ভুয়ো প্রচারের অভিযোগ! নোটিশ চিকিৎসক সুবর্ণ গোস্বামীকে

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক পড়ুয়া অভয়ার মৃত্যুকে ঘিরে ভুয়ো প্রচার মামলায় নোটিশ ধরাল কলকাতা পুলিশ। পুলিশের...

দুর্গাপুজোর আগে রাজ্যে ডেঙ্গি-উদ্বেগ! টানা বৃষ্টিতে বাড়ছে আশঙ্কা 

দুর্গোৎসবের মুখে একদিকে নিম্নচাপের জেরে টানা বৃষ্টি, অন্যদিকে ডেঙ্গি সংক্রমণ রাজ্যবাসীর কপালে ভাঁজ বাড়াচ্ছে। জুলাইয়ের শেষ দিক থেকে...

মহিলা স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হঠাৎ মুখ্যমন্ত্রী! কিনলেন শাড়ি 

বর্ধমানে প্রশাসনিক সভায় এসে হঠাৎ স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হাজির মুখ্যমন্ত্রী। শুধু মহিলাদের হাতের কাজই ঘুরে দেখলেন না, কেনাকাটাও...
Exit mobile version