Monday, May 5, 2025

বাংলার শিল্পপতিদের মোদির রাজ্যে নিয়ে যেতে কলকাতায় পদযাত্রা গুজরাটের মন্ত্রীর

Date:

ভোটবাজারে গুজরাটের(Gujrat) মাটিতে শিল্প, বিনিয়োগকে তুলে ধরে গুজরাট মডেলের ঢাক পেটান খোদ নরেন্দ্র মোদি(Narendra Modi)। তবে মোদির রাজ্যের শিল্পপতিদের বিনিয়োগের হাল-হকিকত স্পষ্টভাবে জানা না গেলেও এবার জানা গেল বাঙালি শিল্পপতিদের গুজরাটে টানতে তৎপর হয়েছে সেখানকার সরকার। আর সেই লক্ষ্যে শহরে পদযাত্রা করে বাংলার শিল্পপতিদের গুজরাটে বিনিয়োগের আবেদন জানিয়ে গেলেন গুজরাটের বিজেপি(BJP) সরকারের শিল্প প্রতিমন্ত্রী জগদীশ পাঞ্চাল(Jagdish Panchal)।

বুধবার কলকাতার এক পাঁচতারা হোটেলে গুজরাটের শিল্প প্রতিমন্ত্রী ও গুজরাতের ভূতত্ত্ব ও খনি দপ্তরের কমিশনার রূপবন্ত সিংয়ের নেতৃত্বে এক উচ্চপর্যায়ের প্রতিনিধি দল দশম ভাইব্র্যান্ট গুজরাত শিল্প সম্মেলনের (vibrant gujarat industry summit) প্রচারে বাংলার শিল্পপতিদের সঙ্গে বৈঠক করেন। আগামী ১০ থেকে ১২ জানুয়ারি হবে ওই সামিট। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি উদ্বোধন করবেন। সেখানেই বাংলার শিল্পপতিদের উপস্থিত থাকার জন্য আবেদন জানানো হয়েছে।

আরও পড়ুন:নজরে ব্রাহ্মণ ভোট, কেন্দ্রীয় মন্ত্রী অজয় মিশ্রকে সরাতে নারাজ মোদি সরকার: সুত্র

গুজরাতের প্রতিনিধিদলটি তাদের বিবৃতিতে জানিয়েছে, তারা রাজ্যের অন্যতম শিল্প প্রতিষ্ঠান রূপা অ্যান্ড কোম্পানি লিমিটেড, টিটাগড় গ্রুপ, বিড়লা কর্পোরেশন লিমিটেড, বিক্রম সোলার লিমিটেড, জুপিটার ইন্টারন্যাশনাল লিমিটেড, গ্রীনপ্লাই ইন্ডাস্ট্রিয়াল লিমিটেড, টেগা ইন্ডাস্ট্রিজ, এক্সাইড ইন্ডাস্ট্রিজ, অ্যাটোমিক মিনারেলস ডাইরেক্টরেট ফর এক্সপ্লোরেশন অ্যান্ড রিসার্চ, আইটিসি লিমিটেড, গ্লস্টার লিমিটেড, লিঙ্ক পেন প্লাস্টিক্স লিমিটেড প্রমুখের প্রতিনিধিদের সঙ্গে কথা বলেছে। পাঞ্চালের দাবি, ‘আত্মনির্ভর গুজরাত থেকে আত্মনির্ভর ভারতে’র পথ দেখানোই এই সামিটের প্রাথমিক লক্ষ্য, ঘোষিত স্লোগানও।

তবে প্রশ্ন উঠছে যে নরেন্দ্র মোদি গুজরাটকে শিল্প ও বিনিয়োগের রাজ্য হিসেবে তুলে ধরে গুজরাট মডেলের ঢাক পেটান। এবং অন্যদিকে পশ্চিমবঙ্গে শিল্প নেই বলে রাজনৈতিক ফায়দা তুলতে সচেষ্ট হন। সেই গুজরাটের সরকারের মন্ত্রী বাংলায় এসে শিল্পপতিদের সঙ্গে সাক্ষাৎ করে তাদের গুজরাটে বিনিয়োগের আবেদন জানাচ্ছেন এই ঘটনা ঘুরিয়ে বিজেপি সরকারের তরফে রাজ্যের শিল্পকে স্বীকৃতি দেওয়া বলেই মনে করছে বিশেষজ্ঞ মহল।

Related articles

ভালোবাসার অসাধারণ দৃষ্টান্ত হাওড়ায়! মৃত প্রেমিকাকে বিয়ে করে নজির গড়লেন সাগর

ভালোবাসার এমন পরিণতি খুব কমই দেখা যায়। প্রেমিকা প্রাণ ত্যাগ করেছেন আগেই, কিন্তু প্রেমিক তাঁর শেষ ইচ্ছেকে পূরণ...

নিরাপত্তা পরিস্থিতি ঘিরে উদ্বেগ! নাইজারে অপহৃত ছয় ভারতীয় পরিযায়ী শ্রমিক

পশ্চিম আফ্রিকার নাইজারের তিল্লাবেরি অঞ্চলে ছয়জন ভারতীয় পরিযায়ী শ্রমিককে অপহরণ করেছে সশস্ত্র জঙ্গিরা। গত ২৫ এপ্রিল ঘটে যাওয়া...

কড়া নজরদারিতে রাজ্য নির্বিঘ্নে হল নিট পরীক্ষা

চলতি বছর রবিবার হয়ে গেল ডাক্তারি কোর্সে ভর্তির সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষা।  ন্যাশনাল টেস্টিং এজেন্সির তত্ত্বাবধানে গোটা দেশজুড়ে প্রায়...

পরপর ছয় বলে ছটা ছয়, ইতিহাস তৈরি রিয়ান পরাগের

ইডেন গার্ডেন্সে রাজস্থান রয়্যালস(RR) জিতে পারেনি ঠিকই। কিন্তু ঐতিহ্যের ইডেনেই ইতিহাস তৈরি করলেন রিয়ান পরাগ(Riyan Parag)। পরপর ছয়...
Exit mobile version