Sunday, May 4, 2025

Bangladesh: স্বাধীনতা প্রাপ্তির সুবর্ণ জয়ন্তীতে বুধবার বাংলাদেশে পৌঁছেছেন ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ

Date:

বিশেষ প্রতিনিধি, ঢাকা:

তিনদিনের রাষ্ট্রীয় সফরে বুধবার সকালে বাংলাদেশে পৌঁছেছেন ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ (President Kovind arrives in Bangladesh)। বাংলাদেশের স্বাধীনতা প্রাপ্তির সুবর্ণ জয়ন্তী (1971 India-Pakistan war) উপলক্ষে রাষ্ট্রপতিকে বিশেষ আমন্ত্রণ জানানো হয়েছে।

আরও পড়ুন- Atk Mohunbagan: বিএফসিকে সমীহ বাগান কোচ হাবাসের

সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠান ছাড়াও বাংলাদেশে রাষ্ট্রপতির একাধিক কর্মসূচি রয়েছে। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার (sheikh hasina) সঙ্গে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ বৈঠকও করবেন বলে জানা গিয়েছে।
গোটা বিশ্বে কোভিড হানার পর এই প্রথম ভারতের রাষ্ট্রপতির বিদেশ সফর। বাংলাদেশেও রামনাথ এই প্রথম গেলেন। বাংলাদেশের স্বাধীনতা দিবসের ৫০ বছর (Victory Day Bangladesh) পূর্তি উপলক্ষে সেখানে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। মূল অনুষ্ঠানে ভারতের রাষ্ট্রপতিকে বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছে।

 

১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে বিশেষ অবদান ছিল ভারতের। সেই কারণে বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর পূর্তিতে ভারতেও বিভিন্ন অনুষ্ঠান হচ্ছে।
মঙ্গলবার বাংলাদেশে এক ভার্চুয়াল সাংবাদিক বৈঠকে বিদেশমন্ত্রী এ কে আব্দুল মোমেন জানিয়েছিলেন, ভারতের রাষ্ট্রপতির বাংলাদেশ সফর একান্তই আনুষ্ঠানিক। এই সফরের মধ্যেই দু’দেশের পারস্পরিক বোঝাপড়ায় নতুন কিছু উঠে আসবে বলে বাংলাদেশের আশা। এমনিতেই ভারত ও বাংলাদেশের সম্পর্ক অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ।
বাংলাদেশের বিদেশমন্ত্রী আরও বলেন, ‘ভারত ও বাংলাদেশের মধ্যে যে সমস্ত দ্বিপাক্ষিক চুক্তি রয়েছে, রামনাথের এই সফরে সেগুলিরও পর্যালোচনা হবে বলে আমরা মনে করছি।’

 

Related articles

ইডেনে রাসেল ঝড়, ক্যারিবিয়ান তারকার মুকুটে নয়া পালক

ইডেন থেকেই সমস্ত সমালোচনার জবাব দিলেন আন্দ্রে রাসেল(Andre Russell)। নাইট রাইডার্সের(KKR) জার্সিতে দ্বিতীয় ক্রিকেটার হিসাবে আইপিএলে(ipl) ২৫০০ রান...

ছয় দিনের জন্য বন্ধ ১০ নম্বর জাতীয় সড়ক, চিন্তায় উত্তরবঙ্গের পর্যটন ব্যবসা

গ্রীষ্মের ছুটিতে যখন সিকিম ও গ্যাংটকের মতো শীতল পাহাড়ি জায়গাগুলো ভ্রমণপিপাসুদের কাছে স্বর্গসম, ঠিক তখনই বড়সড় ধাক্কা খেল...

বিবিএলের বিধ্বংসী ক্রিকেটার এবার পঞ্জাব কিংস শিবিরে

বিবিএলের বিধ্বংসী ক্রিকেটার এবার পঞ্জাব কিংসে(PBKS)। গ্লেন ম্যাক্সওয়েলের(Glenn Maxwell) পরিবর্তে পঞ্জাব কিংসে এলেন মিচেল ওয়েন(Mitchell Owen)। গত ম্যাচেই...

নাগরিকত্বের আবেদন করেও পাননি, ষাটোর্ধ্ব হুগলির ফতেমা পাকিস্তানি চিহ্নিত!

৪৫ বছরের সংসার চন্দননগরে। আচমকা বাড়িতে পুলিশি হানা। জানা গেল গৃহবধূ পাকিস্তানের নাগরিক। প্রতিবেশিরা জানিয়েছেন গৃহবধূ যে পাকিস্তানের...
Exit mobile version