Sourav-Virat: বিরাট প্রসঙ্গে মুখ খুললেন সৌরভ, বললেন, ‘যা ব‍‍্যবস্থা নেওয়ার বোর্ড নেবে’

'আমি এই নিয়ে কোনও মন্তব্য করব না, বিসিসিআই বিষয়টির দিকে নজর রাখবে, বোর্ডই ব্যবস্থা নেবে', বললেন মহারাজ

বিরাট কোহলি( Virat Kohli) প্রসঙ্গে মুখ খুললেন বিসিসিআই প্রেসিডেন্ট ( Bcci President) সৌরভ গঙ্গোপাধ্যায়( Sourav Ganguly)। কোহলির করা বিতর্কিত মন্তব্যের উত্তরে সৌরভ বলেন, বিষয়টি খুবই স্পর্শকাতর। যে বিতর্ক তৈরি হয়েছে তা নিয়ে বোর্ড প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

বুধবার দুপুরে এক সাংবাদিক বৈঠকের শোরগোল বাধিয়ে দেন ভারতের টেস্ট দলের অধিনায়ক বিরাট কোহলি। সেখানে তিনি জানিয়েছিলেন, টি-২০ ক্রিকেটে অধিনায়কত্ব না ছাড়ার জন‍্য বোর্ডের তরফে কেউ বারণ করেনি।

আর এই মন্তব্যের জেরে প্রশ্ন উঠেছে, যে তবে কি সৌরভ গঙ্গোপাধ্যায়  মিথ্যা বলেছিলেন, যেখানে তিনি জানিয়েছিলেন তিনি নিজে বিরাটকে টি-২০ অধিনায়ক হিসেবে থাকার আর্জি জানিয়েছিলেন। এই নিয়ে গোটা ভারতীয় ক্রিকেট মহল অপেক্ষায় ছিল বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ের তরফ থেকে কী উত্তর আসে। আর বৃহস্পতিবার দুপুরে বিরাট কোহলির এই মন্তব্য নিয়ে মুখ খুললেন বিসিসিআই প্রেসিডেন্ট। এদিন সাংবাদিকের সৌরভ বলেন,” এটি খুবই স্পর্শকাতর বিষয়। বিষয়টি নিয়ে আলোচনা চলছে। এটা নিয়ে বোর্ড যা ব্যবস্থা নেওয়ার সেটা সঠিক সময়েই নেবে।”

ফলে স্পষ্ট, বিসিসিআইয়ের তরফ থেকে এই বিষয়ে আগামী দিনে কোনও বিবৃতি বা বার্তা আসতে চলেছে।

আরও পড়ুন:Omicron: কোভিড রিপোর্ট নেগেটিভ রাজ্যে ওমিক্রন আক্রান্ত বালকের

Previous articleOmicron: কোভিড রিপোর্ট নেগেটিভ রাজ্যে ওমিক্রন আক্রান্ত বালকের
Next article“শিনা বোরা জীবিত”, সিবিআইকে চিঠি লিখে চাঞ্চল্যকর দাবি ইন্দ্রানীর