Wednesday, November 12, 2025

ক্রিসমাস পর ফের ২ দিনের গোয়া সফরে অভিষেক, যাবেন ত্রিপুরাতেও

Date:

ত্রিপুরার(Tripura) মাটিতে প্রধান বিরোধী দল হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করার পর তৃণমূলের(TMC) নজরে এখন গোয়া। আসন্ন গোয়া(Goa) বিধানসভা নির্বাচনে(Assembly election) সরকার গড়তে কোমর বেঁধে ময়দানে নেমে পড়েছে ঘাসফুল শিবির। চলতি মাসে দুবার সৈকত শহর ঘুরে এসেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। ডিসেম্বরের শেষ সপ্তাহে আবারো গোয়া সফরে যাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়(Abhishek Banerjee)। এমনটাই জানা যাচ্ছে তৃণমূল সূত্রে। এই সফরসূচিতে গোয়া থেকে ত্রিপুরাতেও যাওয়ার কথা রয়েছে অভিষেকের।

তৃণমূল সূত্রে জানা গিয়েছে, বড়দিনের উৎসবের মাঝেই ২৬ ডিসেম্বর গোয়া সফরে যাবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। থাকবেন ২৮ ডিসেম্বর পর্যন্ত। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই সফরে গোয়ার একাধিক নেতৃত্ব তৃণমূলে যোগ দিতে পারেন বলে জানা যাচ্ছে। পাশাপাশি গোয়ার দলীয় সংগঠনকে মজবুত করতে কর্মী-সমর্থকদের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে তাঁর। তবে আপাতত ভাবে ২৬ তারিখ দিনক্ষণ ঠিক হলেও পরবর্তী সময়ে এই তারিখ পরিবর্তন হতে পারে বলে জানা গিয়েছে। গোয়া সফর সেরে ত্রিপুরাতে যাবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানেও একাধিক কর্মসূচি করার কথা রয়েছে তাঁর। এরপর ৩০ ডিসেম্বর শহরে ফিরবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।

আরও পড়ুন:Pegasus: শীর্ষ আদালত তদন্ত কমিটি গঠন করেছে, রাজ্যকে আলাদা তদন্ত না করার নির্দেশ

উল্লেখ্য, ত্রিপুরাতে ভালো ফল করার পর তৃণমূল কোমর বেঁধে ঝাঁপিয়ে পড়েছে গোয়ায় ক্ষমতা দখলের লক্ষ্যে। মমতার গোয়া সফরে তাঁর হাত ধরে তৃণমূলে যোগ দিয়েছেন টেনিস তারকা লিয়েন্ডার পেজ, অভিনেত্রী নাফিসা আলি, গায়ক রেমো ফার্নান্ডেজ, আলেমাও চার্চিল-সহ বেশ কয়েকজন। গোয়ার মাটিতে সংগঠনকে মজবুত করার ভার দেওয়া হয়েছে সাংসদ মহুয়া মৈত্রকে।

Related articles

রাজ্যের সমবায় ব্যাঙ্কে স্বচ্ছতা আনতে চালু অনলাইন অডিট ব্যবস্থা

রাজ্যের সমবায় ব্যাঙ্কগুলির আর্থিক লেনদেনে স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। এ বার থেকে সমস্ত সমবায় সমিতি...

সরকারি প্রকল্পে স্বচ্ছতা বাড়াতে চালু হচ্ছে জিও ট্যাগিং ব্যবস্থা! নির্দেশিকা জারি নবান্নের 

সরকারি প্রকল্পের বাস্তবায়ন ও তদারকিতে আরও স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। নবান্নের নির্দেশে এবার থেকে রাজ্যের...

মুখ্যমন্ত্রীকে কটূক্তি! ‘নারীবিদ্বেষী’ শান্তনু ঠাকুরের ইস্তফার দাবি তৃণমূলের

বিজেপি বাংলাকে সম্মান করে না। এই বিজেপি মহিলাদেরও সম্মান করে না, করতে জানেও না। সেটা আরও একবার প্রমাণ...

মৃত ভোটারের নামে ফর্ম জমা পড়লে কঠোর পদক্ষেপের নির্দেশ কমিশনের

মৃত ভোটারের নামে এনুমারেশন ফর্ম জমা পড়লে এবার সরাসরি আইনি ব্যবস্থা নেবে নির্বাচন কমিশন। কমিশনের নতুন নির্দেশিকা অনুযায়ী,...
Exit mobile version