কলকাতা পুরভোটেও (KMC Elections 2021) খেলা হবে স্লোগান। প্রচারের শেষ লগ্নে প্রকাশিত হল পুরভোটের থিম সং ‘খেলা হবে’। মদন মিত্র (Madan Mitra) -নচিকেতার ডুয়েট গানের প্রকাশে পালকিতে অভিনব প্রচার করলেন মদন মিত্র। কলকাতা পুরসভার সামনে পুরভোটের ‘খেলা হবে’ গান নিয়ে হাজির ছিলেন মদন মিত্র। গানে থাকলেও কলকাতা পুরসভার সামনে এই অভিনব প্রচার কৌশল মদন মিত্রের।হাতে ফুটবল নিয়ে শুক্রবার কলকাতা পুরসভার পার্কিং লটে পালকিতে চড়েন বিধায়ক মদন মিত্র।
জ্বালানির দাম বাড়ার প্রসঙ্গে বিজেপির নাম না করে তিনি বলেন, ”শেষবার হয়তো ১৮০০ বা ১৯০০ সালে এসেছিল পালকি। সেটা ছিল অবশ্য রাজাবাহাদুরদের সময়। আবার এক রাজাবাহাদুর নরেন্দ্র মোদি এখন দিল্লিতে ক্ষমতায় রয়েছেন। ওঁরা চড়বেন চপারে আর মানুষকে চড়তে হবে পালকিতে।”