Sunday, August 24, 2025

Uttar Pradesh: বিজেপিকে গদিচ্যুত করতে বিরোধ মিটিয়ে জোট চাচা-ভাতিজার

Date:

শিয়রে নির্বাচন। তাই বৃহত্তর ও লক্ষ্যের মতপার্থক্য দূরে সরিয়ে ভোটের আগে কাছাকাছি এলেন চাচা শিবপাল যাদব(Shivpal Yadav) এবং ভাতিজা অখিলেশ যাদব(AkhileshYadav)। শুধু তাই নয়, অতীতের যাবতীয় বিরোধকে দূরে সরিয়ে বিধানসভা নির্বাচনের লক্ষ্যে জোট ঘোষণা করে দিলেন সমাজবাদী পার্টির(Samajwadi Party) অধ্যক্ষ অখিলেশ।

উত্তরপ্রদেশ রাজনীতিতে বিগত কয়েক দিন ধরেই কানাঘুষো শোনা যাচ্ছিল অখিলেশের দল সমাজবাদী পার্টির সঙ্গে জোট গড়তে উদ্যোগী হয়েছেন শিবপাল। আর সেই জল্পনাকে বাড়িয়ে তুলে বৃহস্পতিবার লখনউতে বৈঠকে বসেন দুজন। বৈঠক শেষে বেরিয়ে আসার পর দু’জনের শরীরী ভাষায় বলে দিচ্ছিল অতীতের সমস্যা কাটিয়ে সম্পর্কে এসেছে শৈত্যতা। এরপরই টুইট করে অখিলেশ জানান, আগামী বছর উত্তরপ্রদেশ বিধানসভা ভোটে শিবপাল যাদবের প্রগতিশীল সমাজবার্দী পার্টি (লোহিয়া) এবং সমাজবাদী পার্টি একসঙ্গে জোট বেঁধে লড়বে।

আরও পড়ুন:কৃষি আইনে লেজেগোবরে হয়ে এবার প্রধানমন্ত্রী ডাক দিলেন গোবর-গোমূত্রে ভরসা রাখার

উল্লেখ্য, উত্তরপ্রদেশ রাজনীতিতে পায়ের তলায় জমি ক্রমশ শক্ত হচ্ছে সমাজবাদী পার্টির। সাম্প্রতীক জনসভাগুলোতে বিপুল পরিমাণ জনসমাগম আঞ্চলিক দলগুলির নজর এড়ায়নি। এই পরিস্থিতিতে ছোটখাট দলগুলি অখিলেশের সঙ্গে জোট করতে আগ্রহী হয়ে উঠেছে। ইতিমধ্যেই অখিলেশ জনওয়াড়ি পার্চি, ওম প্রকাশের এসবিএসপি, কেশব দেব মৌর্যের মহান দল, আপনা দলের বিরুদ্ধ গোষ্ঠী কৃষ্ণন পটেল এবং জয়ন্ত চৌধুরী রাষ্ট্রীয় লোকদলের সঙ্গে জোট গঠন করে ফেলেছেন৷ এবার সেই তালিকায় যোগ হলেন চাচা শিবপাল যাদব।

প্রসঙ্গত, গত বিধানসভা নির্বাচনের আগে ভাইপোর সঙ্গে তীব্র বিরোধিতার জেরে দল থেকে বেরিয়ে গিয়েছিলেন কাকা শিবপাল যাদব। শুধু তাই নয় তৈরি করেছিলেন নিজের দল। পাঁচ বছর পর নির্বাচনের ঢাক বাঁচতেই মাত্র ৪৫ মিনিটের বৈঠকের সব সমস্যা মিটিয়ে নিলেন চাচা ভাতিজা।

Related articles

‘নিখুঁত ভুলগুলি’, উৎপল সিনহার কলম

একটা দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান হয়ে ওঠে ...একটি দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান...

ষোলতেই ১৩০ কেজি! ছেলের খাবার জোগাতেই নাজেহাল বাবা-মা

মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার কাবিলপুর পঞ্চায়েতের মথুরাপুর গ্রাম। এখানেই থাকেন দিনমজুর মুনশাদ আলি। তাঁর ছোট ছেলে জিশান আলি...

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...

ফলতা প্রাথমিক বিদ্যালয়ে ইলিশ উৎসব, পড়ুয়াদের জন্য পাতে ভাপা–ভাজা ইলিশ

বাজারে ইলিশের যা আগুন ছোঁয়া দাম তাতে উচ্চবিত্তদেরই পাতে ইলিশ জোটাতে হিমশিম খাওয়ার জোগাড়। কিন্তু সেই  দুর্মূল্যের বাজারেই...
Exit mobile version