করোনার নয়া ভ্যারিয়েন্ট ওমিক্রন(Omicron) ইতিমধ্যেই আতঙ্কের কারণ হয়ে উঠেছে বিশ্বজুড়ে। এরই মাঝে করোনার জেরে শুক্রবার দেশে বাড়ল দৈনিক মৃতের সংখ্যা। শেষ ২৪ ঘন্টায় দেশে মৃতের সংখ্যা বেড়েছে অনেকটাই। এহেন ঘটনায় রীতিমতো উদ্বিগ্ন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক(health ministry)। অন্যদিকে করোনার(covid) নয়া ভেরিয়েন্ট ওমিক্রনকে হারিয়ে সুস্থ হয়ে উঠছেন অনেকেই। যা কিছুটা আশার।

বৃহস্পতিবার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের (Ministry of Health and Family Welfare) রিপোর্ট অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে ৭ হাজার ৪৪৭ জন করোনা (Coronavirus) আক্রান্ত হয়েছেন। যা গতকালের তুলনায় খানিকটা কম। এদিকে মারণ ভাইরাসে গত ২৪ ঘণ্টায় দেশে প্রাণ হারিয়েছেন ৩৯১ জন। এখনও পর্যন্ত করোনায় দেশে মোট মৃতের সংখ্যা ৪ লক্ষ ৭৬ হাজার ৮৬৯ জন। উদ্বেগ বাড়িয়ে এদিনও বেড়েছে করোনার অ্যাকটিভ কেসও। স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্ট বলছে, বর্তমানে দেশে করোনায় চিকিৎসাধীন রোগী ৮৬ হাজার ৪১৫ জন। তবে, ধীরে ধীরে বাড়ছে সুস্থতার হার। পরিসংখ্যান অনুযায়ী, এখনও পর্যন্ত দেশে ৩ কোটি ৪১ লক্ষ ৬২ হাজার ৭৬৫ জন করোনা থেকে মুক্ত হয়েছেন। যার মধ্যে গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন ৭ হাজার ৮৮৬ জন। এর পাশাপাশি দেশে এখনো পর্যন্ত ভ্যাকসিন হয়েছে, ১,৩৫,৯৯,৯৬,২৬৭ টি।
