সংজ্ঞাহীন রাজ্য বিজেপি সভাপতির তিন বছরের মেয়ে, ভর্তি হাসপাতালের সিসিইউতে

বিকেল থেকে এখনো পর্যন্ত শিশুটির জ্ঞান ফেরেনি বলে জানা গিয়েছে

পুরসভা নির্বাচন উপলক্ষে চূড়ান্ত ব্যস্ত রাজ্য বিজেপি সভাপতি(BJP President) সুকান্ত মজুমদার(Sukanta Majumdar)। ঠিক এই সময়েই বাড়ি থেকে এল দুঃসংবাদ। গুরুতর অসুস্থ বিজেপি(BJP) রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের মেয়ে। তাকে হাসপাতালে ভর্তি করা হলেও এখনো পর্যন্ত তার জ্ঞান আসেনি বলে জানা গিয়েছে। এই ঘটনায় স্বাভাবিকভাবেই উদ্বিগ্ন রাজ্য বিজেপি সভাপতি ও তাঁর পরিবার।

জানা গিয়েছে, শনিবার দুপুরে বাড়িতে খেলা করছিল বছর তিনেকের মেয়েটি। তখনই হঠাৎ কাঁদতে কাঁদতে জ্ঞান হারায় সে। দ্রুত ওই শিশুকে নিয়ে যাওয়া হয় বালুরঘাট সুপারস্পেশালিটি হাসপাতাল। যদিও সন্ধ্যা পর্যন্ত তার জ্ঞান ফেরেনি বলে জানা গিয়েছে। বর্তমানে হাসপাতালের সিসিইউতে ভর্তি রয়েছে শিশুটি। দুপুর থেকে বালুরঘাট হাসপাতালেই রয়েছেন দুশ্চিন্তাগ্রস্ত সুকান্তবাবু-সহ পরিবারের সদস্যরা।