Thursday, August 21, 2025

ওমিক্রন আতঙ্কে বড় ধাক্কা শেয়ারবাজারে, ১১৮৯ পয়েন্ট নামল সেনসেক্স

Date:

দেশজুড়ে করোনার নয়া ভ্যারিয়েন্ট আক্রান্তের সংখ্যা বেড়ে চলেছে ক্রমাগতভাবে। এবার তার প্রভাব পড়ল শেয়ারবাজারে। সোমবার বাজার খোলার পর এক ধাক্কায় প্রায় ১১৮৯ পয়েন্ট নামল শেয়ারবাজার। একইরকমভাবে বড়সড় ধাক্কা খেয়েছে নিফটিও।

এদিন সকালে শেয়ার বাজার খুলতেই দ্রুত নামতে থাকে সূচক। সকাল ১০টা নাগাদ সেনসেক্স নেমে যায় ১০৫০ পয়েন্ট। বেলা বাড়তে ১৫১৯ পয়েন্ট নেমে যায় বাজার। নিফটি নামে ৪৬৫ পয়েন্ট। যদিও দিনের শেষে কিছুটা সামলে নেয় বাজার। ১১৮৯ পয়েন্টে থামে বাজার। ওমিক্রনের ধাক্কায় বাজার আরও নেমে যেতে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। সোমবারের বাজার রিপোর্ট অনুযায়ী, এদিন বিএসই সেনসেক্স (BSE Sensex) -১৮৮৯.৭৩ পয়েন্ট বা -২.০৯ শতাংশ নেমে দাঁড়িয়েছে ৫৫,৮২২.০১। এনএসই নিফটি (NSE Nifty) -৩৭১.০০ পয়েন্ট বা -২.১৮ শতাংশ নেমে হয়েছে ১৬,৬১৪.২০।

আরও পড়ুন:আধার-ভোটার সংযুক্তিকরণ সংক্রান্ত বিল পাস লোকসভায়, তীব্র বিক্ষোভ বিরোধীদের

উল্লেখ্য, লকডাউন পর্বে ইতিহাসের সবচেয়ে রক্তাক্ত দিনের সাক্ষী হয় দালাল স্ট্রিট। সেনসেক্সের (Sensex) সূচক নেমে দাঁড়ায় ২৫ হাজরের কোঠায়। যদিও করোনা পরবর্তী কালে শেয়ার বাজারের সূচক ফের উপরের দিকে উঠতে থাকে। মাঝখানে সুদিনও দেখেছে বাজার। একটা সময় সেনসেক্সের সূচক ৬০ হাজারের উপরেও উঠেছিল। কিন্তু ওমিক্রনের চোখরাঙানিতে নতুন করে রক্তাক্ত দিনের আশঙ্কা দালাল স্ট্রিটে। বাজার বিশেষজ্ঞদের ধারণা, ওমিক্রনের ফলে দেশে ফের লকডাউনের মতো পরিস্থিতি তৈরি হতে পারে এই আশঙ্কায় বিনিয়োগকারীরা বিনিয়োগ করতে চাইছেন না। সেকারণেই বাজার ধাক্কা খাচ্ছে।

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...
Exit mobile version