India Team: প্রোটিয়াদের বিরুদ্ধে প্রস্তুতিতে ব‍‍্যস্ত টিম ইন্ডিয়া, ভিডিও প্রকাশ বিসিসিআইয়ের

নেটে ব্যাট করতে দেখা যাচ্ছে অধিনায়ক বিরাট কোহল, লোকেশ রাহুলদের।

২৬ তারিখ থেকে শুরু হচ্ছে ভারত-দক্ষিণ আফ্রিকা ( India-South Africa)টেস্ট সিরিজ। তারই প্রস্তুতি ব‍্যস্ত টিম ইন্ডিয়া( Team India)। সোমবারও সেই ছবি দেখা গেল দক্ষিণ আফ্রিকার মাটিতে। এদিন বিসিসিআইয়ের ( BCCI) তরফ থেকে প্রকাশ করা হয়েছে একটি ভিডিও । সেখানে দেখা যাচ্ছে, সেঞ্চুরিয়নের সুপার স্পোর্ট পার্কে কঠোর অনুশীলন করছে ভারতীয় দল।

ভিডিওটিতে দেখা যাচ্ছে, দলের হেডকোচ রাহুল দ্রাবিড় দল নিয়ে অনুশীলনে নেমে পড়ছেন। যেখানে বল করতে দেখা যাচ্ছে ইশান্ত শর্মা, যশপ্রীত বুমরাহদের বল করতে। নেটে ব্যাট করতে দেখা যাচ্ছে অধিনায়ক বিরাট কোহল, লোকেশ রাহুলদের। ভিডিওটিতে দেখা যাচ্ছে দ্রাবিড়ের সঙ্গে আলাদা ভাবে কথা বলছেন বিরাট কোহলি।

২৬ ডিসেম্বর প্রোটিয়াদের বিরুদ্ধে প্রথম টেস্ট ম‍্যাচ খেলতে নামবে বিরাট অ্যান্ড কোং। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে রয়েছে ভারতের পূর্ণাঙ্গ তিনটি টেস্ট এবং তিনটি একদিনের সিরিজ। আগামী ২৬ ডিসেম্বর সেঞ্চুরিয়নে ‘বক্সিং ডে’-তে শুরু সিরিজের প্রথম টেস্ট। দ্বিতীয় টেস্ট জোহানেসবার্গে এবং তৃতীয় টেস্ট কেপটাউনে আয়োজন করা হবে। টেস্ট সিরিজ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্গত।

আরও পড়ুন:Sachin Tendulkar: শ্রীকান্ত, লক্ষ‍্যকে টুইট করে শুভেচ্ছা সচিন তেন্ডুলকরের