Omicron :বড়দিনের জমায়েতে ভয়াবহ হয়ে উঠতে পারে ওমিক্রন, আমেরিকায় সতর্কবার্তা জারি

বড়দিনের মরসুমে জমায়েত আর পর্যটকদের আনাগোণা বাড়িয়ে তুলতে পারে ওমিক্রনের সংক্রমণকে। এব্যাপারে আগেভাগেই সতর্কতা অবলম্বনের কথা বলল আমেরিকার স্বাস্থ্য বিশেষজ্ঞরা।


আরও পড়ুন:করোনা আক্রান্তদের জিনোম পর্যায়ক্রমিকভাবে পরীক্ষা করার সিদ্ধান্ত দিল্লি সরকারের

অতিমারি পরিস্থিতিতে বড়দিনের ছুটিতে যাদের দুটো টিকাকরণের ডোজ সম্পূর্ণ হয়েছে, তাদের ছাড়াও অন্যান্যদের ভ্রমনের পরিকল্পনা মুলতুবি রাখার পরামর্শ দিয়েছে আমেরিকা সরকারের অতিমারি সংক্রান্ত বিষয়ক পরামর্শদাতাও। যদিও এবিষয়ে এখনও সরকারের তরফে কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি।

ইতিমধ্যেই ইউরোপের দেশগুলির মধ্যে ফ্রান্স এবং জার্মানি ক্রিসমাসের জমায়েত এবং ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করে সরকারি বিজ্ঞপ্তি দিয়েছে। ওমিক্রম ঠেকাতে নেদারল্যান্ডস সরকারও নানা বিধিনিষেধ জারি করেছে। তবে বাইডেন কী পদক্ষেপ নেবেন তা এখনও জানা যায়নি।