Wednesday, August 27, 2025

বাংলাদেশ সীমান্তে ফের বিএসএফের গুলিতে নিহত এক । মৃত ব্যক্তি গরু পাচারকারী বলে দাবি সীমান্তরক্ষী বাহিনীর। বৃহস্পতিবার ভোররাতে ঘটনাটি ঘটে দিনহাটা থানার গীতালদহের জারিধরলা এলাকায়। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এলাকার আরও একজন নিখোঁজ হয়ে গিয়েছিলেন। বিএসএফের গুলিতে তাঁরও মৃত্যু হয়েছে বলে দাবি। যদিও তাঁর কোনও হদিশ মেলেনি। পুলিশ একজনেরই মৃত্যুর খবর নিশ্চিত করেছে। জেলার অতিরিক্ত পুলিশ সুপার জানিয়েছেন, একজনের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে। তদন্ত চলছে।

আরও পড়ুন:West Bengal Municipal Election: হাওড়া, বালি ছাড়া বাকি পুরসভায় ভোট হতে পারে ফেব্রুয়ারির মধ্যে

বিএসএফ সূত্রে খবর, দিনহাটা মহকুমার অন্তর্গত গীতালদহ ২ নং পঞ্চায়েত এলাকায় সীমান্তের গ্রাম কাশিমঘাটে টহল দেওয়ার সময় জওয়ান কয়েকজন পাচারকারীকে দেখতে পান। তাঁরা গরু পাচার করছিলেন বলে অভিযোগ। সেসময় বাধা দিতে যায় বিএসএফ। কিন্তু পাচারকারীরা জওয়ানদের অস্ত্র কেড়ে নেওয়ার চেষ্টা করে বলে অভিযোগ। তাতে জওয়ানরা ৬ রাউন্ড গুলি চালান।এরপরই গুলিবিদ্ধ হন লুৎফর রহমান নামক এক ব্যক্তি। আহত পাচারকারীকে কোচবিহার মেডিক্যাল কলেজে নিয়ে আসা হলে সকাল সাড়ে ৬টা নাগাদ মৃত্যু হয় তার।পুলিশ জানিয়েছে, নিহত ব্যক্তি এলাকায় পাচারকারী হিসাবে পরিচিত। তার স্ত্রীও মাদকপাচার সংক্রান্ত মামলায় জেলে রয়েছেন বলে জানিয়েছেন পুলিশ সুপার।

যদিও মৃত পাচারকারী লুৎফরের জামাইবাবু পাচারের কথা স্বীকার করতে নারাজ। তিনি বলেছেন, ‘‘লুৎফর বেশ কিছু দিন ধরে মাটি কাটার কাজ করছিল। কেন এ রকম হল, তা বুঝতে পারলাম না। আজ সকালে শুনলাম বিএসএফের গুলিতে তার মৃত্যু হয়েছে।’’ পাচারের ঘটনার সঙ্গে যুক্ত এই এলাকার আরও একজন বাসিন্দা খগেন মিয়া বর্তমানে নিখোঁজ। ফলসরূপ এই ঘটনায় তীব্র উত্তেজনা ছড়িয়েছে এলাকায়।

Related articles

বিপর্যস্ত বৈষ্ণোদেবীর যাত্রাপথ, ধসে মৃতের সংখ্যা বেড়ে ৩০! 

ভারী বৃষ্টি আর ধসের জেরে বুধবার সকালেও বিপর্যস্ত জম্মু-কাশ্মীর (Jammu and Kashmir) । বন্ধ রাস্তাঘাট, বিচ্ছিন্ন যোগাযোগ ব্যবস্থা।...

মহারাজের বায়োপিকের তৎপরতা শুরু, আজ সৌরভের বাড়িতে রেইকি প্রোডাকশন টিমের

মহারাজের ফ্যানেদের অপেক্ষার অবসান, এবার মহানগরীর ময়দান থেকে অলিগলি, ইডেন থেকে বেহালা - পুরো কলকাতার শহর জুড়েই সৌরভ...

বিরক্ত মিঠুন? এড়াচ্ছেন বঙ্গ বিজেপির একাধিক কর্মসূচি

বারবার রং বদল করে আপাতত গেরুয়াতে ঠেকেছেন ডিস্কো ড্যান্সার মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। ভোটের আগে বা বিজেপির. (BJP)...

আরজি কর কাণ্ডে ভুয়ো প্রচারের অভিযোগ! নোটিশ চিকিৎসক সুবর্ণ গোস্বামীকে

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক পড়ুয়া অভয়ার মৃত্যুকে ঘিরে ভুয়ো প্রচার মামলায় নোটিশ ধরাল কলকাতা পুলিশ। পুলিশের...
Exit mobile version