কলকাতা কর্পোরেশনের নব নির্বাচিত কাউন্সিলররা শুক্রবার শপথ নেবেন । দুপুর ২ টো থেকে শুরু হবে শপথ গ্রহণ অনুষ্ঠান।
কাউন্সিলররা শপথ নিলেও, মেয়র ও ডেপুটি মেয়র হিসেবে ফিরহাদ হাকিম ও অতীন ঘোষ এবং চেয়ারপার্সন হিসেবে মালা রায়ের শপথ গ্রহণ আগামী ২৮ তারিখ। কলকাতা কর্পোরেশনের তরফ থেকে বিজ্ঞপ্তি প্রকাশ করে একথা জানানো হয়েছে।
আরও পড়ুন- Mamata Banerjee:মুখ্যমন্ত্রীর নিরাপত্তারক্ষীর চুরি যাওয়া আগ্নেয়াস্ত্র উদ্ধার, ধৃত ১
জানা গিয়েছে, প্রিন্সিপাল সেক্রেটারি খলিল আহমেদ কাউন্সিলরদের শপথবাক্য পাঠ করাবেন। ২৮ ডিসেম্বর প্রোটেম স্পিকার হিসেবে রাম পেয়ারে রাম প্রথমে চেয়ারপার্সন মালা রায়কে শপথ বাক্য পাঠ করাবেন।