Tuesday, August 26, 2025

Mamata Banerjee:মুখ্যমন্ত্রীর নিরাপত্তারক্ষীর চুরি যাওয়া আগ্নেয়াস্ত্র উদ্ধার, ধৃত ১

Date:

উদ্ধার হল মুখ্যমন্ত্রীর নিরাপত্তারক্ষীর খোয়া যাওয়া আগ্নেয়াস্ত্র-সহ ব্যাগ। STF এবং জেলা পুলিশের যৌথ অভিযানে নিউ কোচবিহার স্টেশন সংলগ্ন  বাইশগুড়ি এলাকা থেকে চুরি যাওয়া ব্যাগটি উদ্ধার করা হয়। যদিও আগ্নেয়াস্ত্র ও ব্যাগ দুটি পৃথক জায়গা থেকে উদ্ধার হয়। ঘটনায় অসম থেকে একজনকে আটক করেছে পুলিশ। ধৃত যুবকের নাম প্রকাশ বর্মন। অভিযুক্তকে পুন্ডিবাড়ি থানায় জিজ্ঞাসাবাদ করা হবে।

আরও পড়ুনঃMamata Banerjee : মুখ্যমন্ত্রীর নিরাপত্তারক্ষীর আগ্নেয়াস্ত্র চুরি

জানা গিয়েছে, অভিযুক্ত ব্যক্তি নিউ কোচবিহার স্টেশনের কাছে বাইশগুড়ি এলাকার জঙ্গলে নিরাপত্তারক্ষীর ব্যাগ লুকিয়ে রেখেছিল। তার কাছের জঙ্গলে লুকিয়ে রেখেছিল দুটি আগ্নেয়াস্ত্র। তদন্তে নেমে রেল পুলিশ সেগুলিকে উদ্ধার করে। জানা গেছে, অভিযুক্ত প্রকাশ বর্মন অন্য আরেকটি ট্রেনে চেপে অসমে চলে গিয়েছিল। তল্লাশি অভিযান চালিয়ে পুলিশ অভিযুক্ত ব্যক্তিকে আটক করে। তাকে কোচবিহার পুলিশের হাতে তুলে দেওয়া হবে বলে জানা গেছে।

প্রসঙ্গত, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তার দায়িত্বে থাকা নিরাপত্তারক্ষীর আগ্নেয়াস্ত্র চুরি হয়। সম্প্রতি কামাখ্যা মন্দিরে মুখ্যমন্ত্রী গিয়েছিলেন। সেইসময় মুখ্যমন্ত্রীর নিরাপত্তার কারণে একটি দল অসমে যায়। ওই দলটি ফেরার সময় গুয়াহাটি থেকে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে চেপে ছিলেন। বুধবার ভোরের দিকে নিউ কোচবিহারে  যখন ট্রেন থামে তখন আগ্নেয়াস্ত্র রাখা ব্যাগটি আর পাওয়া যায়নি। চুরি গিয়েছে বোঝার পরই নিরাপত্তা আধিকারিক-সহ থানায় অভিযোগ জানানো হয়। অভিযোগ পেয়ে জিআরপি-র উচ্চপদস্থ আধিকারিকরা ঘটনার তদন্ত শুরু করেন। তল্লাশি চলছে। জানা গিয়েছে, ব্যাগটিতে দু’টি পিস্তল এবং মোবাইল ফোন ছাড়াও ছিল কয়েক হাজার টাকা। পিস্তলের মধ্যে কার্তুজও ভর্তি ছিল ।নিরাপত্তারক্ষী হঠাৎ পেস্টারঝার এলাকার পর ব্যাগটিকে দেখতে না পেয়ে জিআরপি-এর কাছে অভিযোগ জানায়। এরপরই শুরু হয় তল্লাশি।

Related articles

জনপ্রিয় ওটিটিতেই আসছে ধূমকেতু: বলে ফেললেন প্রযোজক মহেন্দ্র

হৈ হৈ করে হলে গিয়ে ধূমকেতু যারা দেখে ফেলেছেন তাঁরা অনেকেই চাইছেন ফের দেশুর ঝলক দর্শনের। তাঁদের জন্য...

ব্রাজিল দলে ফের ব্রাত্য নেইমার, জায়গা হল না ভিনিসিয়াসের

২০২২ সালের ৯ ডিসেম্বর কাতার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ক্রোয়েশিয়ার বিরুদ্ধে শেষবার ব্রাজিলের(brazil) জার্সিতে ম্যাচ খেলেছিলেন নেইমার(neymar)।  আরও একটা...

যশের সঙ্গে আর নয়, ছেলেকে নিয়ে আলাদা নুসরত!

'অর্ডার ছাড়া বর্ডার ক্রস' না করার ওয়ারনিং দিয়ে আপাতত চর্চার শিরোনামে রক্তবীজ টু-এর (Raktabeej 2) আইটেম ডান্স গার্ল।...

পরকীয়ার পরিণতি,কর্নাটকে হোটেলে প্রেমিকার মুখে বোমা ভরে খুন!

কর্নাটকের মাইসুরুর কাছে একটি গ্রামে বিবাহিত মহিলার মুখে বিস্ফোরক পাউডার ভরে খুন করল প্রেমিক।অভিযুক্তকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে কর্নাটক...
Exit mobile version