Saturday, May 3, 2025

Mamata Banerjee:মুখ্যমন্ত্রীর নিরাপত্তারক্ষীর চুরি যাওয়া আগ্নেয়াস্ত্র উদ্ধার, ধৃত ১

Date:

উদ্ধার হল মুখ্যমন্ত্রীর নিরাপত্তারক্ষীর খোয়া যাওয়া আগ্নেয়াস্ত্র-সহ ব্যাগ। STF এবং জেলা পুলিশের যৌথ অভিযানে নিউ কোচবিহার স্টেশন সংলগ্ন  বাইশগুড়ি এলাকা থেকে চুরি যাওয়া ব্যাগটি উদ্ধার করা হয়। যদিও আগ্নেয়াস্ত্র ও ব্যাগ দুটি পৃথক জায়গা থেকে উদ্ধার হয়। ঘটনায় অসম থেকে একজনকে আটক করেছে পুলিশ। ধৃত যুবকের নাম প্রকাশ বর্মন। অভিযুক্তকে পুন্ডিবাড়ি থানায় জিজ্ঞাসাবাদ করা হবে।

আরও পড়ুনঃMamata Banerjee : মুখ্যমন্ত্রীর নিরাপত্তারক্ষীর আগ্নেয়াস্ত্র চুরি

জানা গিয়েছে, অভিযুক্ত ব্যক্তি নিউ কোচবিহার স্টেশনের কাছে বাইশগুড়ি এলাকার জঙ্গলে নিরাপত্তারক্ষীর ব্যাগ লুকিয়ে রেখেছিল। তার কাছের জঙ্গলে লুকিয়ে রেখেছিল দুটি আগ্নেয়াস্ত্র। তদন্তে নেমে রেল পুলিশ সেগুলিকে উদ্ধার করে। জানা গেছে, অভিযুক্ত প্রকাশ বর্মন অন্য আরেকটি ট্রেনে চেপে অসমে চলে গিয়েছিল। তল্লাশি অভিযান চালিয়ে পুলিশ অভিযুক্ত ব্যক্তিকে আটক করে। তাকে কোচবিহার পুলিশের হাতে তুলে দেওয়া হবে বলে জানা গেছে।

প্রসঙ্গত, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তার দায়িত্বে থাকা নিরাপত্তারক্ষীর আগ্নেয়াস্ত্র চুরি হয়। সম্প্রতি কামাখ্যা মন্দিরে মুখ্যমন্ত্রী গিয়েছিলেন। সেইসময় মুখ্যমন্ত্রীর নিরাপত্তার কারণে একটি দল অসমে যায়। ওই দলটি ফেরার সময় গুয়াহাটি থেকে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে চেপে ছিলেন। বুধবার ভোরের দিকে নিউ কোচবিহারে  যখন ট্রেন থামে তখন আগ্নেয়াস্ত্র রাখা ব্যাগটি আর পাওয়া যায়নি। চুরি গিয়েছে বোঝার পরই নিরাপত্তা আধিকারিক-সহ থানায় অভিযোগ জানানো হয়। অভিযোগ পেয়ে জিআরপি-র উচ্চপদস্থ আধিকারিকরা ঘটনার তদন্ত শুরু করেন। তল্লাশি চলছে। জানা গিয়েছে, ব্যাগটিতে দু’টি পিস্তল এবং মোবাইল ফোন ছাড়াও ছিল কয়েক হাজার টাকা। পিস্তলের মধ্যে কার্তুজও ভর্তি ছিল ।নিরাপত্তারক্ষী হঠাৎ পেস্টারঝার এলাকার পর ব্যাগটিকে দেখতে না পেয়ে জিআরপি-এর কাছে অভিযোগ জানায়। এরপরই শুরু হয় তল্লাশি।

Related articles

একনজরে আজ পেট্রোল-ডিজেলের দাম 

৩ মে (শনিবার), ২০২৫কলকাতায় লিটার প্রতি পেট্রোলের দাম ১০৫.০১ টাকা, ডিজেলের দাম লিটার প্রতি ৯১.৮২ টাকাদিল্লিতে লিটার প্রতি...

জেলে যৌন নির্যাতনের শিকার ইমরান! রিপোর্ট ঘিরে শোরগোল

রাওয়ালপিণ্ডির আদিয়ালা জেল বন্দি প্রাক্তন পাক প্রধানমন্ত্রী ইমরান খান (Imran Khan)। আর সেখানেই না কি তিনি যৌন নির্যাতনের...

রাজনৈতিক একনায়কতন্ত্র! গণমাধ্যমের স্বাধীনতায় ভারতকে টপকালো বাংলাদেশও

বাংলাদেশে সংখ্যালঘুদের উপর অত্যাচারে সরব হয়েছিল ভারত। অথচ দেখা যাচ্ছে ক্ষমতা হস্তান্তর হওয়া বাংলাদেশেও গণমাধ্যমের (mass media) স্বাধীনতা...

বিবাহ বিচ্ছেদের পথে যিশু! সারা-নীলাঞ্জনাকে সোশ্যাল মিডিয়ায় আনফলো অভিনেতার

দীর্ঘ একুশ বছরের দাম্পত্যে কি তাহলে পাকাপাকিভাবে বিচ্ছেদের সিলমোহর পড়তে চলেছে? যীশু সেনগুপ্ত (Jishu Sengupta)ও নীলাঞ্জনা সম্পর্ক নিয়ে...
Exit mobile version