Friday, November 7, 2025

স্বাধীনতা দিবস বিষয়ক মোদির বৈঠকে মমতাকে বলতে না দেওয়া বাংলাকে অপমান, ক্ষুব্ধ বিদ্বজ্জনেরা

Date:

আগামী বছর ৭৫ তম স্বাধীনতা দিবস(Indipendent day) পালন করবে গোটা দেশ। সেই উপলক্ষে গত মঙ্গলবার রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে বসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি(Narendra Modi)। সেখানে বাকি সকলকে বলতে দেওয়া হলেও বাংলার মুখ্যমন্ত্রীকে বলার সুযোগ দেওয়া হয়নি। এই ঘটনাতেই বৃহস্পতিবার নবান্নে বৈঠকে উপস্থিত হয়ে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করলেন বিদ্বজ্জনেরা। শুধু এই সংক্রান্ত বিষয়ে এরপর প্রধানমন্ত্রী কোন বৈঠক ডাকলে সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee) উপস্থিত থাকবেন না বলে মুখ্য সচিব হরিকৃষ্ণ দ্বিবেদীকে জানিয়ে দেন।

এবারের স্বাধীনতা দিবস বড় পরিসরে আয়োজনে পরিকল্পনা নিয়েছে রাজ্য সরকার। বৃহস্পতিবার নবান্নে সেই সংক্রান্ত বিষয়ে বিদ্বজনেদের উপস্থিতিতে বৈঠক করছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানেই শিল্পী যোগেন চৌধুরী বলেন, ‘গতকাল স্বাধীনতা দিবসের অনুষ্ঠান নিয়ে বৈঠক হয়েছে। প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রী, সেখানে যোগ দিয়েছিলেন আমাদের মুখ্যমন্ত্রীও। কিন্তু অন্যান্য রাজ্যের মুখ্যমন্ত্রীর বলতে দেওয়া হলেও বাংলার মুখ্যমন্ত্রীকে কিছু বলতে দেওয়ার সুযোগ দেওয়া হয়নি। চূড়ান্ত অগণতান্ত্রিক ব্যাপার। আমরা এর তীব্র প্রতিবাদ করি।’

আরও পড়ুন:TET: ৩ দিনের মধ্যে মামলাকারীদের ইন্টারভিউ নেওয়ার নির্দেশ হাইকোর্টের

একই সুর শোনা যায় জয় গোস্বামীর গলাতেও। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রীর ব্যবহার আমরা এর আগে দেখেছি। মুখ্যমন্ত্রীর সঙ্গে কী ব্যবহার করেছিলেন ভিক্টোরিয়া মেমোরিয়ালে দেখেছি। কতটা অবহেলা সহ্য করেও বাংলাকে ১০ বছরে কতটা এগিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী।’ পাশাপাশি এদিনের বৈঠক থেকে মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট জানিয়ে দেন, এই সংক্রান্ত বিষয়ে প্রধানমন্ত্রী আগামী কোনো বৈঠক ডাকলে তিনি সেই বৈঠকে উপস্থিত থাকবেন না। পাশাপাশি মুখ্যসচিবকে তিনি বলেন, বৈঠক ডাকা হলে যেন বলে দেওয়া হয় আমরা নিজেদের মতো করে কমিটি গড়ে এই সংক্রান্ত বিষয়ে অনুষ্ঠান সূচি তৈরি করে নিয়েছি।

Related articles

শিলিগুড়িতে উৎসবের মেজাজেই সোনার মেয়েকে বরণ, নিজের অনুভূতির কথা জানালেন আপ্লুত রিচা

বিগত কয়েক বছর ধরেই পুরুষ এবং মহিলা ক্রিকেটের মধ্যে ব্যবধান একটু একটু কমছে। আইসিসি বিশ্বকাপ জিতে ভারতীয় ক্রিকেটেই...

পথশ্রী প্রকল্প বেনিয়ম বরদাস্ত নয়: স্পষ্ট নির্দেশ মুখ্যসচিবের

পথশ্রী প্রকল্পের অধীনে গ্রামীণ রাস্তাগুলির মান বজায় রাখতে জেলা প্রশাসনকে কড়া নির্দেশ দিলেন মুখ্য সচিব মনোজ পন্থ। শুক্রবার...

ন্যাশনাল কোয়ালিটি অ্যাসুয়েরেন্স স্ট্যান্ডার্ড প্রতিযোগিতায় রাজ্যে সেরা বসিরহাট পুরসভা

ন্যাশনাল কোয়ালিটি অ্যাসুয়েরেন্স স্ট্যান্ডার্ড (National Quality Assurance Standard) প্রতিযোগিতায় ১২৯টি পুরসভার মধ্যে প্রথম স্থান ছিনিয়ে নিল বসিরহাট পুরসভা...

‘হিন্দি বলয়ের লোক’! বিজেপির বিরুদ্ধে সরব হয়ে অস্বস্তি বাড়ালেন অভিজিৎ

বাংলা বিরোধী বিজেপির বিরুদ্ধে প্রবল বাঙালি বিদ্বেষ ঠিক কীভাবে বাংলার মানুষের ক্ষতি করেছে তা বারবার তুলে ধরেছে বাংলার...
Exit mobile version