Thursday, December 18, 2025

স্বাধীনতা দিবস বিষয়ক মোদির বৈঠকে মমতাকে বলতে না দেওয়া বাংলাকে অপমান, ক্ষুব্ধ বিদ্বজ্জনেরা

Date:

Share post:

আগামী বছর ৭৫ তম স্বাধীনতা দিবস(Indipendent day) পালন করবে গোটা দেশ। সেই উপলক্ষে গত মঙ্গলবার রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে বসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি(Narendra Modi)। সেখানে বাকি সকলকে বলতে দেওয়া হলেও বাংলার মুখ্যমন্ত্রীকে বলার সুযোগ দেওয়া হয়নি। এই ঘটনাতেই বৃহস্পতিবার নবান্নে বৈঠকে উপস্থিত হয়ে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করলেন বিদ্বজ্জনেরা। শুধু এই সংক্রান্ত বিষয়ে এরপর প্রধানমন্ত্রী কোন বৈঠক ডাকলে সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee) উপস্থিত থাকবেন না বলে মুখ্য সচিব হরিকৃষ্ণ দ্বিবেদীকে জানিয়ে দেন।

এবারের স্বাধীনতা দিবস বড় পরিসরে আয়োজনে পরিকল্পনা নিয়েছে রাজ্য সরকার। বৃহস্পতিবার নবান্নে সেই সংক্রান্ত বিষয়ে বিদ্বজনেদের উপস্থিতিতে বৈঠক করছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানেই শিল্পী যোগেন চৌধুরী বলেন, ‘গতকাল স্বাধীনতা দিবসের অনুষ্ঠান নিয়ে বৈঠক হয়েছে। প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রী, সেখানে যোগ দিয়েছিলেন আমাদের মুখ্যমন্ত্রীও। কিন্তু অন্যান্য রাজ্যের মুখ্যমন্ত্রীর বলতে দেওয়া হলেও বাংলার মুখ্যমন্ত্রীকে কিছু বলতে দেওয়ার সুযোগ দেওয়া হয়নি। চূড়ান্ত অগণতান্ত্রিক ব্যাপার। আমরা এর তীব্র প্রতিবাদ করি।’

আরও পড়ুন:TET: ৩ দিনের মধ্যে মামলাকারীদের ইন্টারভিউ নেওয়ার নির্দেশ হাইকোর্টের

একই সুর শোনা যায় জয় গোস্বামীর গলাতেও। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রীর ব্যবহার আমরা এর আগে দেখেছি। মুখ্যমন্ত্রীর সঙ্গে কী ব্যবহার করেছিলেন ভিক্টোরিয়া মেমোরিয়ালে দেখেছি। কতটা অবহেলা সহ্য করেও বাংলাকে ১০ বছরে কতটা এগিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী।’ পাশাপাশি এদিনের বৈঠক থেকে মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট জানিয়ে দেন, এই সংক্রান্ত বিষয়ে প্রধানমন্ত্রী আগামী কোনো বৈঠক ডাকলে তিনি সেই বৈঠকে উপস্থিত থাকবেন না। পাশাপাশি মুখ্যসচিবকে তিনি বলেন, বৈঠক ডাকা হলে যেন বলে দেওয়া হয় আমরা নিজেদের মতো করে কমিটি গড়ে এই সংক্রান্ত বিষয়ে অনুষ্ঠান সূচি তৈরি করে নিয়েছি।

spot_img

Related articles

উত্তরপাড়া থেকে বাগদা! ভোটার তালিকায় গরমিলের অভিযোগে বাড়ছে ক্ষোভ 

খসড়া ভোটার তালিকা প্রকাশের পর থেকেই একের পর এক অসঙ্গতির অভিযোগ সামনে আসছে। কোথাও জীবিত মানুষকে মৃত বলে...

নোটিশ পাঠানো শুরু! প্রবীণ-অসুস্থ ভোটারদের বাড়িতে শুনানির ভাবনা নির্বাচন দফতরের

ইতিমধ্যেই রাজ্যের খসড়া ভোটার তালিকা প্রকাশিত হয়েছে। বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে শুনানির নোটিশ পাঠানোর প্রক্রিয়া। রাজ্যের মুখ্য নির্বাচন...

মানহানির অভিযোগে প্রাক্তন স্ত্রীর বিরুদ্ধে আদালতের দ্বারস্থ কুমার শানু

সংগীতজগতে দীর্ঘ চার দশকের সাফল্যের কাহিনি থাকলেও ব্যক্তিগত জীবনের বিতর্কে ফের শিরোনামে কিংবদন্তি গায়ক কুমার শানু। প্রাক্তন স্ত্রী...

বড়দিন ও বর্ষবরণে আইনশৃঙ্খলা আঁটসাঁট, পুলিশের ছুটিতে নিষেধাজ্ঞা রাজ্য জুড়ে 

বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর থেকে রাজ্যের বিভিন্ন প্রান্তে শুরু হয়ে গেল বড়দিনের উৎসব। কলকাতার অ্যালেন পার্ক থেকে আনুষ্ঠানিকভাবে উৎসবের...