Sunday, August 24, 2025

কেউ কেউ উপহাস করলেও গরুকে ‘মা’ মনে করি: যোগীরাজ্যে ভোট প্রচারে ‘স্বমহিমায়’ মোদি

Date:

আগামী বছর নির্বাচন। তার আগে হিন্দুত্বের পোস্টার বয় হিসেবে পরিচিত মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের(Yogi Adityanath) রাজ্য উত্তরপ্রদেশে (Uttar Pradesh)পা রেখে স্বমহিমায় ধরা দিলেন নরেন্দ্র মোদি(Narendra Modi)। আমরা-ওরার তত্ত্বে শান দিয়ে গোসেবাকে হাতিয়ার করে পরোক্ষে হিন্দু-মুসলিমদের মধ্যে বিভাজন সৃষ্টির চেষ্টা করলেন তিনি। জানিয়ে দিলেন, কেউ কেউ বিষয়টি নিয়ে উপহাস করলেও আমাদের কাছে গোসেবা গর্বের বিষয়।

নির্বাচনের ঢাকে কাঠি পড়তেই উত্তরপ্রদেশে কার্যত ডেইলি প্যাসেঞ্জারি শুরু করে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বৃহস্পতিবার নিজের লোকসভা কেন্দ্র ও বারাণসীতে প্রায় ২ হাজার ৯৫ কোটি টাকা ব্যয়ে ২৭টি প্রকল্পের শিলান্যাস করেন প্রধানমন্ত্রী। যেখানে মূলত ডেয়ারি শিল্পের ওপর জোর দেওয়া হয়েছে। এই অনুষ্ঠান থেকেই গোসাবা নিয়ে বিরোধীদের তোপ দেগে প্রধানমন্ত্রী বলেন, “অনেকেই গরু, মোষ, এদের নিয়ে মজা করে। কিন্তু যারা এগুলো করে, তারা জানে না যে এই গো পালন, মোষ পালন করেই কোটি কোটি মানুষের রুজিরুটি চলছে।” পাশাপাশি তিনি আরও বলেন, “গত ৬-৭ বছরে দেশে দুধের উৎপাদন বেড়েছে প্রায় ৪৫ শতাংশ। আজ ভারত গোটা বিশ্বের মোট ২২ শতাংশ দুধ উৎপাদন করে। আর উত্তরপ্রদেশ শুধু যে দেশের সবচেয়ে বড় দুগ্ধ উৎপাদক রাজ্য, তাই নয়। উত্তরপ্রদেশ সরকার ডেয়ারি শিল্পের প্রসারেও অগ্রণী ভূমিকা নিয়েছে। ডেয়ারি শিল্পের প্রসার সরকারের প্রাথমিক অগ্ৰাধিকার।” এরপরই বিরোধীদের কটাক্ষ করে মোদি বলেন, “কারও কারও কাছে গো সেবা করা পাপ, অপরাধ, উপহাসের বিষয়। কিন্তু আমাদের কাছে এটাই গর্বের ব্যাপার।”

আরও পড়ুন:Explosive Recover: বড়দিনের উৎসবের মরসুমেই রাজারহাটে উদ্ধার বিস্ফোরক-অস্ত্র, গ্রেফতার ২

উল্লেখ্য, উত্তরপ্রদেশে নির্বাচনকে মাথায় রেখে ইতিমধ্যেই হিন্দুত্বের অস্ত্রে শান দিতে শুরু করে দিয়েছে গেরুয়া শিবির। খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেখানে গিয়ে সেরেছেন গঙ্গা পুজো। যোগী আদিত্যনাথ লাগাতার আক্রমণ শানাচ্ছেন জিন্নাকে। এমন পরিস্থিতিতে মূল্যবৃদ্ধি নারী সুরক্ষা উত্তরপ্রদেশের আইন-শৃঙ্খলা এই সমস্ত বিষয় দূরে সরিয়ে রেখে বিজেপির কাছে প্রধান অস্ত্র হয়ে উঠেছে হিন্দুত্ব। বৃহস্পতিবার সেটা আরও স্পষ্ট করে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

Related articles

আবেগঘন বার্তা দিয়ে ক্রিকেটকে বিদায় চেতেশ্বর পূজারার

ভারতীয় ক্রিকেট দলের বহু টেস্ট জয়ের স্বাক্ষী তিনি। বহু ম্যাচে একা হাতে ভারতকে বাঁচিয়েওছেন। এবার সেই চেতেশ্বর পূজারাই(Cheteshwar...

বিহারে এত পাক নাগরিক! জানেই না প্রশাসন

বাংলার অরক্ষিত সীমান্ত পেরিয়ে বাংলাদেশের নাগরিকদের অনুপ্রবেশ নিয়ে চিৎকার করছেন অমিত শাহ। এবার সীমান্তে অমিত শাহের (Amit Shah)...

চলন্ত ট্রেনের ওপর ছিঁড়ে পড়ল বিদ্যুতের তার, আতঙ্কিত যাত্রীরা

বড়সড় ট্রেন দূর্ঘটনার হাত থেকে রক্ষা। সঠিক সময়ে ট্রেন দাঁড় না করালে রবিবার সকালেই ঘটে যেত এক ভয়ঙ্কর...

দরিদ্রতম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, দেশে সবচেয়ে ধনী মুখ্যমন্ত্রী কে? রইল তালিকা

দেশে কোটিপতি মুখ্যমন্ত্রীদের ভিড়ে ব্যতিক্রম শুধু একজন। তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। বর্তমানে দেশে সবথেকে গরিব মুখ্যমন্ত্রী তিনি।...
Exit mobile version