স্বাস্থ্য সংক্রান্ত একগুচ্ছ পরিকল্পনা দ্রুত বাস্তবায়িত করতে চান অতীন 

কলকাতা কর্পোরেশনের স্বাস্থ্য দফতর কলকাতাবাসীর জন্য একগুচ্ছ পরিকল্পনা নিয়েছে। শপথ অনুষ্ঠান হওয়ার পরই কাজে ঝাঁপিয়ে পড়বে সকলে— বলেছেন ডেপুটি মেয়র অতীন ঘোষ।

বাম আমল থেকে তিনি পুরপ্রতিনিধি। এখন বিধায়ক। তিনি অতীন ঘোষ। কলকাতা পুরবোর্ডের ডেপুটি মেয়রের দায়িত্ব দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর হাতে তুলে দিলেন। বৃহস্পতিবার মহারাষ্ট্র নিবাস হলে নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ডেপুটি মেয়র হিসেবে তাঁর নাম ঘোষণা করতেই স্বাভাকিভাবেই উচ্ছ্বসিত অতীন ঘোষ।

আরও পড়ুন- Firhad Hakim: ‘মৃত্যু পর্যন্ত এই বিশ্বাস রাখব’, ফের মেয়র হয়ে বললেন ফিরহাদ 

তিনি বললেন, মমতা বন্দ্যোপাধ্যায় দায়িত্ব দিয়েছেন। কলকাতাবাসীর দৈনন্দিন সমস্যা সমাধান করে প্রতিনিয়ত মানুষের পাশে থেকে মানুষকে সঙ্গে নিয়ে কাজ করতে হবে। আমরা সারা বছর তা করি। শপথ গ্রহণ পর্ব হয়ে গেলেই নতুন পুরবোর্ড পুরোদমে কাজ শুরু করে দেবে। বিশেষ করে স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে একগুচ্ছ পরিকল্পনা রয়েছে তা বাস্তবায়িত করা হবে।

নতুন ডেপুটি মেয়র বললেন, কলকাতার প্রতিটি ওয়ার্ডে একটি আরও একটি করে স্বাস্থ্যকেন্দ্র গড়ার পরিকল্পনা নেওয়া হয়েছে।

Previous articleMalaRoy: দলনেত্রী আস্থা রাখায় কৃতজ্ঞ মালা রায়
Next articleFestival: শীতের আমেজে সল্টলেক বিজে পার্কে শুরু ‘বাংলার সংস্কৃতি ও প্রকৃতি উৎসব’