Saturday, August 23, 2025

Corporation Election: হাওড়া জটিলতার মাঝেই আগামী সপ্তাহে ভোটের বিজ্ঞপ্তি জারি করতে চলেছে কমিশন

Date:

বিক্ষিপ্ত কিছু ঘটনা ছাড়াই কলকাতা পুরসভা ভোট (KMC Election) নির্বিঘ্নেই হয়েছে। এবার রাজ্যের বাকি পুরনিগমের ভোটের (Corporation Election) বিজ্ঞপ্তি জারি করতে চলেছে রাজ্য নির্বাচন কমিশন। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী বুধবারের মধ্যেই রাজ্যের চার পুরনিগমের বিজ্ঞপ্তি জারি করবে রাজ্য নির্বাচন কমিশন (State Election Commission)। আগামী সপ্তাহের শুরুতেই সর্বদলীয় বৈঠক (All Party Meeting) ডাকতে চলেছে কমিশন। তারপরই বিধাননগর, শিলিগুড়ি, আসানসোল ও চন্দননগর পুরনিগমের নির্বাচনের বিজ্ঞপ্তি জারি করবে কমিশন। এর মধ্যে যদি হাওড়া পুরসভা (Howrah Corporation) নিয়ে জটিলতা কেটে যায়, সেক্ষেত্রে হাওড়ার জন্য বিজ্ঞপ্তি একই সঙ্গে জারি হবে বলে কমিশন সূত্রে খবর।

২২ জানুয়ারি পুরনিগমগুলির ভোট সুষ্ঠভাবে সম্পন্ন করতে ইতিমধ্যেই সংশ্লিষ্ট জেলাশাসক, পুলিশ সুপার, পুলিশ কমিশনারদের সঙ্গেও বৈঠকের তোড়জোড় শুরু করেছেন রাজ্য নির্বাচন কমিশনার সৌরভ দাস। ভোটের বিজ্ঞপ্তি জারির সঙ্গেই চালু হয়ে যাবে আদর্শ আচরণবিধি এবং মনোনয়ন প্রক্রিয়ার কাজ।

রাজ্য নির্বাচন কমিশন থেকে বিধাননগর, আসানসোল, শিলিগুড়ি ও চন্দননগর পুরসভার বুথের তালিকা তৈরি করতে নির্দেশিকা দেওয়া হয়েছে। নির্দেশিকায় বলা হয়েছে, ২৭ ডিসেম্বরের মধ্যে বুথের খসড়া তালিকা প্রকাশ করতে হবে। সেই বুথের তালিকা নিয়ে কোনও রাজনৈতিক দল বা কোনও ব্যক্তির যদি আপত্তি থাকে, তাহলে ২ জানুয়ারির মধ্যে জমা দিতে হবে। সেই আপত্তি ও পরামর্শের নিষ্পত্তি করে ৫ জানুয়ারির মধ্যেই বুথের চূড়ান্ত তালিকা প্রকাশ করতে হবে। কোভিড বিধি মেনে ভোট করাবে কমিশন। সে কথা মাথায় রেখেই বুথের তালিকা তৈরি করার জন্য পুর নির্বাচনী আধিকারিকদের বলা হয়েছে।

এদিকে চারটি পুরসভার জন্য কমপক্ষে ৫ হাজার ইভিএম লাগবে। কমিশনের হাতে এখন ১৫ হাজার ইভিএম রয়েছে। সেক্ষেত্রে ইভিএম সমস্যা হবে না। অন্যদিকে, একান্তই হাওড়া পুরনিগমের জটিলতা না কাটলে দ্বিতীয় দফার ১০৯টি পুরসভার ভোটের সঙ্গেই হাওড়া পুরনিগমের ভোট করানোর জন্য চিন্তাভাবনা করছে কমিশন। দ্বিতীয় দফার ভোটের জন্য বিজ্ঞপ্তি জারি হতে পারে ৩ ফেব্রুয়ারি।

আরও পড়ুন- মুকুল বিজেপিতেই আছেন: শুনানিতে বিধানসভার অধ্যক্ষকে জানালেন তাঁর আইনজীবী

 

 

Related articles

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...
Exit mobile version