Wednesday, November 12, 2025

‘ময়দানের বাজপাখি’কে হারিয়ে শোকস্তব্ধ ফুটবলমহল সনৎ শেঠ প্রয়াত

Date:

প্রয়াত ময়দানের বাজপাখি। শুক্রবার সকালে না ফেরার দেশে পাড়ি দিয়েছেন তিনি। পাঁচ ও ছয়ের দশকের দেশের তারকা গোলরক্ষক সনৎ শেঠ (৯৩) আজ আর নেই। ভারতের সর্বকালের অন্যতম সেরা দুর্গপ্রহরীদের মধ্যে তিনি একজন।

শুক্রবার পানিহাটির বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অজাতশত্রু এই গোলরক্ষক। চারের দশকের শেষ দিকে ইস্টার্ন রেলে খেলে তিনি পরিচিতি পান। এরপর সই করেছিলেন এরিয়ানে। ১৯৫৪ সালে ম্যানিলা এশিয়ান গেমসে তিনি ভারতের প্রতিনিধিত্ব করেছেন এই ক্লাব থেকেই। তাঁর দুরন্ত পারফরম্যান্সের জন্য ১৯৫৫ এবং ১৯৫৬ সালে আইএফএ শিল্ডে রার্নাস হয়েছিল এরিয়ান।

অ্যাক্রোব্যাটিক ফিটনেস এবং ক্ষিপ্রতার সঙ্গে দু’টি পোস্ট কভার করার জন্য তাঁকে ‘ময়দানের বাজপাখি’ বলে ডাকা হতো। ১৯৫৭ সালে ইস্ট বেঙ্গলে যোগ দেন সনৎ শেঠ। দু’বছর লাল-হলুদ জার্সি গায়ে খেলার পর ১৯৫৯ সালে তিনি মোহন বাগানে সই করেন। টানা আট বছর তিনি সবুজ-মেরুন জার্সি পরেছেন। ১৯৬৮ সালে ইস্ট বেঙ্গলে ফিরে তিনি অবসর নেন।

১৯৫৬ সালে মেলবোর্ন অলিম্পিকসের দল থেকে শেষ মুহূর্তে বাদ পড়েন সনৎ শেঠ। এই আক্ষেপ তাঁর ছিল। কিংবদন্তি গোলরক্ষকের প্রয়াণে শোকস্তব্ধ  ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। তিনি বলেছেন, ‘শুক্রবার ভারতীয় ফুটবল হারাল এক কৃতী সন্তানকে।’

উল্লেখ্য, ২০১২ সালে সনৎ শেঠকে ‘বাংলার গৌরব’ সম্মানে ভূষিত করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর প্রয়াণে শোকের ছায়া নেমে আসে বাংলার ফুটবলমহলে।

Related articles

আবারও আন্তর্জাতিক মঞ্চে সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি, চিনে ‘ব্রিকস স্কিলস কম্পিটিশন’-এ ভারতের প্রতিনিধিত্ব করবে ছাত্রছাত্রীরা

ফের ইতিহাস গড়ল সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি (এসএনইউ)। গত বছরের পর আবারও এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নির্বাচিত হয়েছে চিনে অনুষ্ঠিত...

বিজেপিকে সুবিধা করে দিতেই BLA নিয়োগে নয়া নির্দেশিকা ! কমিশনকে তোপ তৃণমূলের

জাতীয় নির্বাচন কমিশনের নতুন নির্দেশিকা ঘিরে উত্তাল রাজনৈতিক মহল। বুথ লেভেল এজেন্ট (BLA) নিয়োগের নিয়ম পরিবর্তন করে এক...

বোধি ভবনের বার্ষিক উৎসব, সংবর্ধিত অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়

দক্ষিণ কলকাতার অন্যতম সেরা CBSE বিদ্যালয় বোধি ভবন কলেজিয়েট স্কুলে মঙ্গলবার অনুষ্ঠিত হল বার্ষিক অনুষ্ঠান। এই উপলক্ষে উত্তম...

সঙ্গীত পরিচালকের ভূমিকায় সৃজিত?

১৫ বছর টলিউডে রাজত্ব করেছেন। ঝুলিতে রয়েছে দুর্দান্ত সব ছবি। কিন্তু এবার সঙ্গীত পরিচালকের ভূমিকায় কাজ করতে চলেছেন...
Exit mobile version