Wednesday, August 27, 2025

Jagdeep Dhankhar: হাওড়া-বালি পুরসভা পৃথকীকরণ সংশোধনী বিলে সই অস্বীকার রাজ্যপালের

Date:

হাওড়া (Howrah) থেকে বালি পুরসভার (Bali Municipality) পৃথকীকরণ সংশোধনী বিল সিলমোহর দেননি তিনি, আজ শনিবার টুইট করে এমনই দাবি করলেন রাজ্যপাল (Governor) জগদীপ ধনকড় (Jagdeep Dhankhar)। রাজ্য সরকারের তরফে বিলটি রাজ্যপালের কাছে পাঠানোর মাস পেরিয়ে গেলেও সই করেননি ধনকড়। কিন্তু গতকাল বিভিন্ন মহল থেকে খবর পাওয়া যায় রাজ্যপাল নাকি অবশেষে সই করেছেন বিলটি।

এদিন গোটা বিষয়টি অস্বীকার করেন রাজ্যপাল (Jagdeep Dhankhar)। মুখ্যমন্ত্রী (CM) মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) ট্যাগ করে টুইটে ধনকড় লেখেন, ‘‘বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত রিপোর্ট যে পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনকড় হাওড়া মিউনিসিপ্যাল ​​কর্পোরেশন (সংশোধনী) বিল, ২০২১-এ অনুমোদন দিয়েছেন। কিন্তু তা ঠিক নয়। সংবিধানের ২০০ ধারার অধীনে বিবেচনাধীন রয়েছে। কারণ, এ বিষয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে কিছু তথ্য প্রত্যাশিত।”

আরও পড়ুন-BJP District Committee: সুকান্তের প্রভাব! রাজ্য কমিটির পরে বিজেপির জেলা কমিটিগুলিতেও রদবদল

সম্প্রতি, হাওড়া পুরসভা থেকে বালির ১৬টি ওয়ার্ডকে আলাদা করে ফের আগের মতো নতুন পুরসভা গঠন করার প্রস্তাব বিধানসভায় আনা হয়। এই নিয়ে রাজ্য বিধানসভায় ভোটাভুটিতে একটি সংশোধনী বিলও পাস হয়েছে। এর মধ্যেই রাজ্য সরকারের আর্জি মেনে গত ১৯ ডিসেম্বর কলকাতার সঙ্গে হাওড়া পুরভোটের প্রস্তুতি শুরু করে রাজ্য নির্বাচন কমিশন।

 

একইসঙ্গে রাজ্য নির্বাচন কমিশনের তরফে কলকাতা হাইকোর্টকে জানানো হয়েছে, আগামী ২২ জানুয়ারি রাজ্যের বাকি পুর নিগমগুলিতে ভোট করাতে চায় তারা৷ এর মধ্যে রয়েছে হাওড়াও৷ কিন্তু রাজ্যপাল হাওড়া পুরসভা সংশোধনী বিলে সই না করায় হাওড়ার পুরভোট কবে হবে, তা নিয়ে নতুন করে যে অনিশ্চয়তা তৈরি হল, তা বলার অপেক্ষা রাখে না।

Related articles

গণেশ চতুর্থীর সকালে খাঁড়া হাতে আগুন জ্বালালেন ‘রঘু রাজা’ দেব

পুজোয় সিনেপর্দা কাঁপাতে দোর্দণ্ডপ্রতাপ রঘু ডাকাতের (Raghu Dakat) আগমন সময়ের অপেক্ষা মাত্র। কিন্তু অনুরাগীদের কাছে নয়া মেজাজে ধরা...

মুখ পুড়ল বিরোধীদের, পুজো অনুদানে বাধা নেই জানালো হাইকোর্ট

বাংলায় দুর্গাপুজো অনুদান (Durga Puja grant) নিয়ে বড় নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়...

নির্বাসনের খাঁড়া ভারতীয় ফুটবলের জন্য মাথায়, কড়া পদক্ষেপের পথে ফিফা!

ভারতীয় ফুটবলের বর্তমান-ভবিষ্যৎ নিয়ে কি ছেলেখেলা চলছে? অনিয়ম-বিশৃঙ্খলা অব্যাহত। ক্লাব ও ফুটবলারদের নিয়ে কোনও সুনিশ্চিত পরিকল্পনা নেই। ক্ষমতা...

বিপর্যস্ত বৈষ্ণোদেবীর যাত্রাপথ, ধসে মৃতের সংখ্যা বেড়ে ৩০! 

ভারী বৃষ্টি আর ধসের জেরে বুধবার সকালেও বিপর্যস্ত জম্মু-কাশ্মীর (Jammu and Kashmir) । বন্ধ রাস্তাঘাট, বিচ্ছিন্ন যোগাযোগ ব্যবস্থা।...
Exit mobile version