Monday, August 25, 2025

ত্রিপুরা বিধানসভা নির্বাচনকে(Tripura assembly election) পাখির চোখ করে ইতিমধ্যেই ময়দানে নেমে পড়েছে তৃণমূল(TMC)। আর এই শীতের মরশুমে রাজনীতির পারদ ক্রমশ চড়ছে প্রতিবেশী রাজ্যে। নতুন বছরের শুরুতেই ত্রিপুরা সফর করতে চলেছেন তৃণমূল বিজেপির হেভিওয়েট নেতারা। ২ জানুয়ারি ত্রিপুরা সফর করবেন তৃণমূলের সর্বভারতীয় সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়(Abhishek Banerjee)। তার সফরের পরই ত্রিপুরায় পা রাখতে চলেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি(Narendra Modi) ও বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা(JP nadda)। হাইপ্রোফাইল নেতৃত্তের ত্রিপুরা সফরে স্বাভাবিকভাবেই রাজনৈতিক উত্তাপ বাড়ছে এই রাজ্যে।

জানা গিয়েছে ২ জানুয়ারি আগরতলা সফরে যাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার এই সফরে তিনি সাক্ষাৎ করবেন সেখানকার আক্রান্ত তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে। এরপর ৩ জানুয়ারি কলকাতায় ফিরবেন তিনি। অভিষেকের ত্রিপুরা শহরের পরদিনই আগরতলায় পা রাখতে চলেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও বিজেপি সভাপতি জেপি নাড্ডা। সম্প্রতি ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব প্রধানমন্ত্রীর এই সফরের বিষয়টি প্রকাশ্যে এনেছেন। জানা গিয়েছে, আগরতলার আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।

আরও পড়ুন:Modi:’ওমিক্রনের বিরুদ্ধে সকলকে লড়তে হবে’, মন কি বাতে বার্তা প্রধানমন্ত্রীর

এদিকে তৃণমূলের আহ্বায়ক সুবল ভৌমিক জানান, অভিষেক বন্দ্যোপাধ্যায় আসবেন ২ জানুয়ারি। ৩ জানুয়ারি তাঁর কলকাতায় ফিরে যাওয়ার কথা রয়েছে। এই সফরে আক্রান্ত তৃণমূল কর্মীদের সাথে কথা বলবেন অভিষেক। বৈঠক করবেন দলের শীর্ষ নেতাদের সাথে। তবে অভিষেকের ত্রিপুরা সফরের পর প্রধানমন্ত্রীর ত্রিপুরা সফল রাজনৈতিক দিক থেকে যে বেশ তাৎপর্যপূর্ণ হতে চলেছে তা বলার অপেক্ষা রাখে না।

উল্লেখ্য, আর মাত্র দেড় বছরের মধ্যে ত্রিপুরা বিধানসভা নির্বাচন। আর সেই নির্বাচনকে পাখির চোখ করে কোমর বেঁধে ময়দানে নেমেছে তৃণমূল। ত্রিপুরা সদ্যসমাপ্ত পুরনির্বাচনে ২০ শতাংশ ভোট পেয়েছে ঘাসফুল শিবির। ফলে বিগত কয়েক মাসে এই রাজ্যের তৃণমূলের ঘাঁটিতে বেশ শক্ত হয়েছে তা বলার অপেক্ষা রাখে না। এবার বিধানসভা নির্বাচনকে নজরে রেখে ময়দানে নেমে পড়ল তৃণমূল-বিজেপি দুই শিবির।

Related articles

তৃণমূল–সমাজবাদী পার্টির পথে এবার আম আদমি পার্টি! জেপিসিতে থাকছে না আপও 

সংবিধান সংশোধনী বিল খতিয়ে দেখতে গঠিত যৌথ সংসদীয় কমিটি (জেপিসি) থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিল আম আদমি পার্টি।...

মোদির বিরুদ্ধে সরব! হিটলারি কোপে লাদাখের সোনম ওয়াংচু

দফা এক দাবি এক। লাদাখের জন্য একই দাবিতে আজও অনড় সমাজকর্মী সোনম ওয়াংচু (Sonam Wangchuk)। লাদাখের জমি, যা...

শান্তিপুরে মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীর ভোটে গোহারা বিজেপি! ২৬-৪-এ জয়ী তৃণমূল 

এসআইআর ইস্যু নিয়ে রাজ্যে বিজেপির মাতামাতির মধ্যে নদিয়ার শান্তিপুরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির নির্বাচনে বড় সাফল্য পেল...

DHFC-র পারফরম্যান্স নিয়ে গর্বিত অভিষেক, দিলেন শুভেচ্ছা বার্তা

ডুরান্ড অভিষেকেই সকলকে চমকে দিয়েছে ডায়মন্ডহারবার এফসি(DHFC)। ডুরান্ড কাপের ফাইনালে হয়ত তারা পারেনি নর্থইস্ট ইউনাইটেডের কাছে। কিন্তু গোটা...
Exit mobile version