Sunday, August 24, 2025

বর্ণবিদ্বেষের বিরুদ্ধে আজীবন লড়াই করে যাওয়া নোবেলজয়ী আর্চবিশপ ডেসমন্ড টুটু(Archbishop Desmond Tutu) মৃত্যুতে শোকাহত গোটা বিশ্ব। দক্ষিণ আফ্রিকা(South Africa) বাসিন্দা আর্চবিশপ ছিলেন কন্ঠহীনের কণ্ঠস্বর। শুধুমাত্র বর্ণবিদ্বেষ নয় সমলিঙ্গের সমানাধিকারের দাবিতে তার লড়াই নাড়িয়ে দিয়েছিল গোটা পৃথিবীকে। ৯০ বছর বয়সে প্রয়াত হয়েছেন শান্তিতে নোবেলজয়ী এই আন্দোলনকারী। তাঁর প্রয়াণে রবিবার শোকবার্তা জানালেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)।

ডেসমন্ড টুটুর মৃত্যুতে শ্রদ্ধা জ্ঞাপন করে রবিবার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন, “আর্চবিশপ ডেসমন্ড টুটু ছিলেন কণ্ঠহীনের কণ্ঠ। তিনি সমাজকে উন্নত দিনের দিকে চালনা করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন এবং সারা বিশ্বের মানুষের হৃদয়ে একটি বিশেষ স্থান দখল করেছিলেন।” মুখ্যমন্ত্রী আরও লেখেন, “আমি তাঁর মৃত্যুতে গভীরভাবে শোকাহত এবং তার পরিবার ও অনুসারীদের প্রতি গভীর সমবেদনা জানাই।”

৯০ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ডেসমন্ড টুটু। তাঁর আন্দোলন ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে চিরকাল। দক্ষিণ আফ্রিকায় বর্ণবিদ্বেষ বিরোধী অহিংসা আন্দোলনে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন তিনি। এমনকি সমলিঙ্গ মানুষদের অধিকারের জন্যও লড়াই করেছেন। যুক্ত ছিলেন তাঁদের আন্দোলনের সঙ্গে।

১৯৮৪ সালে শান্তির জন্য নোবেল পুরস্কার পান তিনি। তবে এই মহান ব্যক্তির শরীরে বাসা বাঁধে মারণ রোগ ক্যান্সার। তবুও তাঁকে গৃহবন্দি করা যায়নি। ক্যান্সারের সঙ্গে লড়াইয়ের পাশাপাশি লড়াই করেছেন সমাজের উপেক্ষিত মানুষদের জন্য। সারা বিশ্বে তাঁর অনুগামীর সংখ্যাও কম নয়। তাঁর মৃত্যুতে শোকাহত তাঁরা।

আরও পড়ুন- Belur Math:রামকৃষ্ণ মিশনের ১২৫ বছর পূর্তিতে বেলুড় মঠে আসতে পারেন প্রধানমন্ত্রী

 

 

Related articles

রবির দুপুরে ব্যাহত এয়ারটেল পরিষেবা, বিপাকে গ্রাহকরা

ছুটির দুপুরে সমস্যায় পড়লেন এয়ারটেল (Airtel Telecom) টেলিকম গ্রাহকরা। বেশ কয়েক ঘণ্টার জন্য দেশজুড়ে ব্যাহত হল পরিষেবা। বন্ধ...

মোদির মঞ্চ আলো করে দলবদলুরা! বিজেপিকে কেন ভোট দেবে মানুষ: দিলীপ ঘোষ

প্রধানমন্ত্রীর মঞ্চে কারা ছিলেন, ভালো করে দেখবেন সবকটা দলবদলু। শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari), তাপস রায়, অর্জুন সিং (Arjun...

পদ্মবিভীষণ! দেশের প্রয়াত অর্থমন্ত্রীকে চরম অশ্রদ্ধা বিজেপি নেত্রী অগ্নিমিত্রার

কতটা অশ্রদ্ধা থাকলে দেশের প্রাক্তন মন্ত্রী তথা নিজের দলের জাতীয় নেতাকে একজন বিধায়ক সম্মান জানাতে গিয়েও নক্কারজনক শব্দ...

পথ দুর্ঘটনায় প্রয়াত জম্মু ও কাশ্মীরের ক্রিকেটার ফারিদ, সিসিটিভি ফুটেজ দেখেই হতবাক সকলে

পথ দুর্ঘটনাতে প্রয়াত জম্মু ও কাশ্মীরের(Jammu&Kashmir) ক্রিকেটার ফারিদ হুসেন(Frid Hussain)। তাঁর দুর্ঘটনার সিসিটিভ ফুটেজ প্রকাশ্যে আসতেই হৈচৈ পড়ে...
Exit mobile version