Friday, August 29, 2025

Covid Vaccine:নতুন বছরের প্রথম দিনই ছোটদের টিকাকরণের রেজিস্ট্রেশন, কবে থেকে প্রথম ডোজ?

Date:

নতুন বছরের শুরুতেই শুরু হতে চলেছে ১৫ থেকে ১৮ বয়সিদের টিকাকরণ। একথা আগেই ঘোষণা করছিলেন প্রধানমন্ত্রী। সোমবার কেন্দ্রের তরফে জানানো হয়েছে, আগামী ১ জানুয়ারী থেকেই কো-উইন অ্যাপে টিকার জন্য নাম নথিভুক্ত করতে পারবে ছোটরা। আগামী ৩ জানুয়ারি থেকে টিকাকরণের কাজ শুরু হবে। আধার কার্ড না থাকলে ছোটদের নাম নথিভুক্তকরণের জন্য কী কী নথি লাগবে, সোমবার তার বিস্তারিত তথ্য দিলেন কো-উইন প্রধান চিকিৎসক আরএস শর্মা।

আরও পড়ুন:Corona:ফের ভয় ধরাচ্ছে করোনা,সংক্রমণের গ্রাফ ঊর্ধ্বমুখী হতেই নাইট কার্ফু জারি রাজধানীতে

নতুন ঘোষণায় বলা হয়েছে, কো-উইন অ্যাপে স্কুলের পরিচয় পত্র বা বার্থ সার্টিফিকেট দেখিয়ে ১ জানুয়ারি থেকেই নাম নথিভুক্ত করাতে পারবেন ১৫-১৮ বছর বয়সিরা। আধার কার্ডে না থাকলে কী ভাবে টিকা নেওয়া যাবে সে ব্যাপারে অনিশ্চয়তা প্রকাশ করেছিলেন অনেকেই। সে কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত বলে জানিয়েছেন কো-উইন প্রধান চিকিৎসক আরএস শর্মা।

প্রসঙ্গত, প্রতিনিয়তই ওমিক্রন আক্রান্তের সংখ্যা বাড়ছে। সেইসঙ্গে শীতকালীন উৎসবের মরসুম শুরু হতেই ফের চোখ রাঙাচ্ছে করোনা সংক্রমণ। দ্রুত গতিতে ক্রমশই উর্ধ্বমুখী হচ্ছে দেশের করোনা গ্রাফ। ইতিমধ্যেই সংক্রমণের রাশ টানতে একাধিক রাজ্যে নাইট কার্ফু জারি হয়েছে। পাশাপাশি করোনা নিয়ন্ত্রণে বুস্টার ডোজ দেওয়ার ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী। বিশেষজ্ঞরা আগেই আশঙ্কা করেছিল, করোনার তৃতীয় ঢেউয়ে ছোটরা বেশি আক্রান্ত হবে। তাই সময় থাকতেই ছোটদের ভ্যাকসিনের দিনক্ষণের ঘোষণা করল কেন্দ্র।

Related articles

রজতজয়ন্তীতে ডব্লিউবিএনইউজেএসকে উচ্চ প্রশংসা, মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ প্রধান বিচারপতির

কলকাতার পশ্চিমবঙ্গ জাতীয় আইন বিশ্ববিদ্যালয় (ডব্লিউবিএনইউজেএস)-এর উৎকর্ষতা এখন বেঙ্গালুরুর থেকেও এগিয়ে—রজতজয়ন্তী অনুষ্ঠানে এমন মন্তব্য করলেন কলকাতা হাই কোর্টের...

এসএসসি নিয়োগ পরীক্ষা পিছবে না, আবেদন খারিজ করল সুপ্রিম কোর্ট 

স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ পরীক্ষা পিছিয়ে দেওয়ার দাবিতে সুপ্রিম কোর্টে মামলা করেও লাভ হলো না কিছু প্রার্থীর। দেশের...

যাত্রীদের জন্য দুঃসংবাদ! রবিবার টালিগঞ্জ থেকে ক্ষুদিরাম পর্যন্ত বন্ধ মেট্রো 

কলকাতার ব্লু লাইনের যাত্রীদের জন্য দুঃসংবাদ। আগামী রবিবার মহানায়ক উত্তম কুমার (টালিগঞ্জ) থেকে শহিদ ক্ষুদিরাম স্টেশন পর্যন্ত বন্ধ...

এনএইচএম কর্মীদের বড় উপহার, উৎসবের মুখে বোনাস ঘোষণা রাজ্যের 

উৎসবের দোরগোড়ায় জাতীয় স্বাস্থ্য মিশনের কাজে নিযুক্ত রাজ্যের স্বেচ্ছাসেবক ও চুক্তিভিত্তিক কর্মীদের জন্য বড় ঘোষণা করল রাজ্য সরকার।...
Exit mobile version