Tuesday, May 6, 2025

রাজ্যজুড়ে একের পর এক নির্বাচনে ভরাডুবি। সাংগঠনিক দুর্বলতা, অন্তর্ঘাত, গোষ্ঠীদ্বন্দ্ব চরমে। নতুন রাজ্য ও জেলা কমিটি গঠনের পর উত্তাল গেরুয়া শিবিরের অন্তর্কলহ। একের পর এক নেতা বিধায়কদের হোয়াটসঅ্যাপ গ্রুপ বর্জন। প্রকাশ্যে দলের শীর্ষ নেতৃত্বের ওপর ক্ষোভ। মারপিট। দলবদল। এইসবের মাঝেই আজ, সোমবার ন্যাশনাল লাইব্রেরিতে সাংগঠনিক বৈঠক বসতে চলেছে রাজ্য বিজেপির (BJP)। সুকান্ত মজুমদার (Sukanta Majumder) নতুন রাজ্য সভাপতি মনোনীত হওয়ার পর এই প্রথম এতবড় বৈঠক বিজেপির। যেখানে দলের নতুন পদাধিকারী থেকে শুরু করে বিভিন্ন জেলার সভাপতি, ইনচার্জ, পর্যবেক্ষক, কনভেনর, জনপ্রতিনিধি, বিধায়ক, সাংসদেরা যোগ দেবেন এই বৈঠকে। আর এই বৈঠককে কেন্দ্র করে বিজেপির অভ্যন্তরীণ রাজনীতি আরও উত্তাল হতে চলেছে তা বলাই বাহুল্য।

আরও পড়ুন:CPIM: বিকল্প মুখ নেই, শিলিগুড়ি পুরভোটে অশোককেই দায়িত্ব নেওয়ার আর্জি বুদ্ধর

বিজেপির নতুন রাজ্য কমিটি গঠন নিয়ে আদি-নব্য ফের প্রকাশ্যে চলে এসেছে। একাধিক গোষ্ঠীর নেতাদের মধ্যে সংঘাত চরমে। নতুন রাজ্য ও জেলা কমিটি নিয়ে বিজেপি প্রাক্তন রাজ্য সভাপতি তথা বর্তমান সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh) শিবিরের সঙ্গে শুভেন্দু-সুকান্ত শিবিরের দ্বন্দ্ব তুঙ্গে। এদিন বৈঠকে সেই আঁচও পড়তে পারে বলে মনে করা হচ্ছে।

সামনেই রাজ্যের ১১১টি পুরসভার ভোট। তার আগে বিজেপির গৃহযুদ্ধ ও বিদ্রোহের আগুন ব্যাপক আকারে ছড়িয়ে যাতে না পড়ে তার জন্য এই দিনের বৈঠকে উপস্থিত থাকছেন বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক (সংগঠন) বিএল সন্তোষ (BL Santosh)। সব মিলিয়ে নির্বাচনে ভরাডুবির মাঝে নতুন রাজ্য ও জেলা কমিটি গঠন নিয়েও যে অসন্তোষ তৈরি হয়েছে তাব বিজেপি নেতৃত্ব কতটা সামাল দিতে পারে সেটাই দেখার।

Related articles

ICSE-তে তৃতীয় সম্পূর্ণা সংবর্ধিত মোহনবাগানে

আইসিএসই(ICSE)-তে তৃতীয়। সামনে উজ্জ্বল ভবিষ্যত্। কিন্তু সেই সম্পূর্ণাকে(Sampurna Sinha) যদি পড়াশোনা এবং মোহনবাগানের(Mohunbagan) মধ্যে কোনও একটা বেছে নিতে...

ফের কলকাতায় দিনেদুপুরে লুট! ট্যাক্সি থেকে গায়েব ২.৫ কোটি টাকা

ফের নগরবাসীর চোখের সামনে দিনেদুপুরে নগদ টাকা লুটের ঘটনা। সোমবার সকাল পৌনে বারোটা নাগাদ ফের খাস কলকাতার এন্টালির...

গোপীবল্লভপুরের বাড়িতে সস্ত্রীক দিলীপ, শ্বশুরবাড়িতে নতুন পদ রাঁধবেন নববধূ রিঙ্কু

রাজনীতি থেকে বহুদূরে এখন নতুন শ্বশুরবাড়িতে খোশ মেজাজে রিঙ্কু ঘোষ মজুমদার। সোমবার দুপুরে নববধূ রিঙ্কু ও মাকে নিয়ে...

মুখ্যমন্ত্রীর মুর্শিদাবাদ সফর নিয়ে শুভেন্দুর মন্তব্যের পাল্টা কড়া জবাব কুণালের

সঠিক সময়ে তিনি মুর্শিদাবাদ যাবেন- আগেই জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মতোই সোমবার দুদিনের সফরে গিয়েছেন তিনি। আর...
Exit mobile version