Tuesday, May 6, 2025

রাজ্যজুড়ে একের পর এক নির্বাচনে ভরাডুবি। সাংগঠনিক দুর্বলতা, অন্তর্ঘাত, গোষ্ঠীদ্বন্দ্ব চরমে। নতুন রাজ্য ও জেলা কমিটি গঠনের পর উত্তাল গেরুয়া শিবিরের অন্তর্কলহ। একের পর এক নেতা বিধায়কদের হোয়াটসঅ্যাপ গ্রুপ বর্জন। প্রকাশ্যে দলের শীর্ষ নেতৃত্বের ওপর ক্ষোভ। মারপিট। দলবদল। এইসবের মাঝেই আজ, সোমবার ন্যাশনাল লাইব্রেরিতে সাংগঠনিক বৈঠক বসতে চলেছে রাজ্য বিজেপির (BJP)। সুকান্ত মজুমদার (Sukanta Majumder) নতুন রাজ্য সভাপতি মনোনীত হওয়ার পর এই প্রথম এতবড় বৈঠক বিজেপির। যেখানে দলের নতুন পদাধিকারী থেকে শুরু করে বিভিন্ন জেলার সভাপতি, ইনচার্জ, পর্যবেক্ষক, কনভেনর, জনপ্রতিনিধি, বিধায়ক, সাংসদেরা যোগ দেবেন এই বৈঠকে। আর এই বৈঠককে কেন্দ্র করে বিজেপির অভ্যন্তরীণ রাজনীতি আরও উত্তাল হতে চলেছে তা বলাই বাহুল্য।

আরও পড়ুন:CPIM: বিকল্প মুখ নেই, শিলিগুড়ি পুরভোটে অশোককেই দায়িত্ব নেওয়ার আর্জি বুদ্ধর

বিজেপির নতুন রাজ্য কমিটি গঠন নিয়ে আদি-নব্য ফের প্রকাশ্যে চলে এসেছে। একাধিক গোষ্ঠীর নেতাদের মধ্যে সংঘাত চরমে। নতুন রাজ্য ও জেলা কমিটি নিয়ে বিজেপি প্রাক্তন রাজ্য সভাপতি তথা বর্তমান সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh) শিবিরের সঙ্গে শুভেন্দু-সুকান্ত শিবিরের দ্বন্দ্ব তুঙ্গে। এদিন বৈঠকে সেই আঁচও পড়তে পারে বলে মনে করা হচ্ছে।

সামনেই রাজ্যের ১১১টি পুরসভার ভোট। তার আগে বিজেপির গৃহযুদ্ধ ও বিদ্রোহের আগুন ব্যাপক আকারে ছড়িয়ে যাতে না পড়ে তার জন্য এই দিনের বৈঠকে উপস্থিত থাকছেন বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক (সংগঠন) বিএল সন্তোষ (BL Santosh)। সব মিলিয়ে নির্বাচনে ভরাডুবির মাঝে নতুন রাজ্য ও জেলা কমিটি গঠন নিয়েও যে অসন্তোষ তৈরি হয়েছে তাব বিজেপি নেতৃত্ব কতটা সামাল দিতে পারে সেটাই দেখার।

Related articles

আজও রাজ্যে ঝড়বৃষ্টির পূর্বাভাস, উইকেন্ডে চড়বে পারদ!

মঙ্গলে কালবৈশাখীর সম্ভাবনা দক্ষিণবঙ্গ জুড়ে। বিকেলের পর বৃষ্টি (Rain) ভিজতে পারে কলকাতাসহ পার্শ্ববর্তী একাধিক জেলা। বৃহস্পতিবার থেকে হালা...

প্রথম ভারতীয় পুরুষ হিসেবে মেট গালার মঞ্চে শাহরুখ, মন জিতলেন অনুরাগীদের 

তিনি বলিউডের বাদশা, যেখানেই যান সেখানেই আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে ওঠেন। এবার বিশ্বমানের ফ্যাশন ইভেন্ট মেট গালা ২০২৫- এও...

NRI কোটায় মেডিক্যালে ভর্তির তদন্তে সাতসকালে শহর জুড়ে ইডি হানা

মেডিক্যালে ভর্তির দুর্নীতি (Medical scam) নিয়ে তদন্তে মঙ্গলের সকালে কলকাতার একাধিক জায়গায় তল্লাশি অভিযানে এনফোর্সমেন্ট ডিরেক্টটের (ED )আধিকারিকরা।...

টানা ১২ দিন ধরে সীমান্তে গোলাবর্ষণ পাকিস্তানের, কাশ্মীরের নিয়ন্ত্রণরেখার বাড়ছে উত্তেজনা

সীমান্ত সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন করে একটানা ১২ দিন ধরে ভারতীয় সেনা (Indian Army Camp) ছাউনিকে টার্গেট করে...
Exit mobile version