Sunday, May 4, 2025

ত্রিপুরায় ফের আক্রান্ত তৃণমূল, বিধায়ককে ব্যাপক মার বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের

Date:

ত্রিপুরার(Tripura) মাটিতে ফিরে একবার তৃণমূলের(TMC) উপর বেলাগাম হামলা চালানোর অভিযোগ উঠল বিজেপি(BJP) আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। এবার হামলার শিকার হলেন তৃণমূল বিধায়ক আশিস দাস(Ashish Das)। আগরতলার ধর্মনগরের কাছে বিধায়কের গাড়ি আটকে মারধোর চালানো হয়। ছিঁড়ে দেওয়া হয় জামা কাপড়। বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের তরফে এই ন্যাক্কারজনক হামলার ঘটনায় তীব্র নিন্দা জানানো হয়েছে ত্রিপুরা তৃণমূলের তরফে।

জানা গিয়েছে, রবিবার সন্ধ্যায় দলীয় কর্মসূচিতে যোগ দিতে চাঁদপুর থেকে ধর্মনগরে যাচ্ছিলেন তৃণমূল বিধায়ক আশিস দাস। পথে তার গাড়ি ঘিরে ধরে বেশ কয়েক জন দুষ্কৃতী। ভেঙে দেওয়া হয় গাড়ির কাচ। এরপর কিল-ঘুসি-চড় চালানো হয় বিধায়কের ওপর। ছিড়ে দেওয়া হয় জামা কাপড়। এই দুষ্কৃতীরা বিপ্লব দেবের অনুগামী বলে অভিযোগ তুলেছেন বিধায়ক। ঘটনার পর থানায় অভিযোগ দায়ের করেছেন আক্রান্ত ওই বিধায়ক।

আরও পড়ুন:Ravi Shastri: হঠাৎ কেন টেস্ট থেকে অবসর নিয়েছিলেন ধোনি? জানালেন শাস্ত্রী

ন্যাক্কারজনক হামলার পর ঘটনার তীব্র নিন্দা করেছে তৃণমূল। লিখিত বিবৃতিতে গোটা ঘটনাকে বিজেপির গুন্ডারাজ বলে চিহ্নিত করা হয়েছে। এই ঘটনা একেবারেই মেনে নেওয়া যায় না বলে উল্লেখ করে বিজেপির বিরুদ্ধে সমবেত হওয়ার ডাক দিয়েছে তৃণমূল নেতৃত্ব। প্রসঙ্গত, এদিনই কাঞ্চনপুরে শতাধিক মানুষ আশিস দাসের হাত ধরে তৃণমূলে যোগ দিয়েছেন। ফলে আরও শক্তিশালী হয়েছে তৃণমূল। তা মেনে নিতে না পেরে বিধায়কের উপর বিজেপি এই হামলা চালিয়েছে বলে অভিযোগে সরব ত্রিপুরার ঘাসফুল শিবির। জানুয়ারিতেই ত্রিপুরা সফরে যাচ্ছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর সফরে এই বিষয়টি নিয়ে ফের প্রতিরোধ গড়ে উঠবে বলে মনে করা হচ্ছে।

Related articles

চল্লিশ চাঁদের আয়ু, উৎপল সিনহার কলম

আমার কবিতা অসহায় যত পাগলি মেয়ের প্রলাপ আমার কবিতা পোড়া ইরাকের ধ্বংসে রক্তগোলাপ আমার কবিতা মেধা পাটেকর শাহবানু থেকে গঙ্গা আমার কবিতা অলক্ষ্মীদের বেঁচে...

রোমারিও শেফার্ডের ঝোড়ো ইনিংস, ধোনিদের হারাল বিরাটরা

শেষ মুহূর্তে রোমারিও শেফার্ডের(Romario Shepherd) একটা ঝোরো ইনিংস। আর সেটাই যেন কলকাতা রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর(RCB) জয়ের রাস্তাটা প্রশস্ত...

যেতে পারেন: দিলীপ নিয়ে কর্মীদের ‘অস্বস্তিকর’ পোস্টে ব্যবস্থা নেওয়ার বার্তা শমিকের

দিলীপ ঘোষের সময়েই পরিসংখ্যানে বাংলায় বিজেপি সবথেকে ভালো অবস্থানে ছিল। সেই নেতার দিঘার জগন্নাথ মন্দির উদ্বোধনে যাওয়াকে ঘিরে...

লন্ডনে অ্যাডামাস টেক কনসালট্যান্সির অফিস উদ্বোধন বাবুল সুপ্রিয়র

বিশেষ সংবাদদাতা, লন্ডন: কলকাতার বাঙালির হাতে তৈরি কলকাতার সংস্থার অফিস উদ্বোধন লন্ডনে (London)। শনিবার, অ্যাডামাস টেক কনসালট্যান্সি, ইউ...
Exit mobile version