Sunday, November 9, 2025

Abhishek Banerjee: বিধানসভা ভোটের আগে ফের তিনদিনের গোয়া সফরে গেলেন অভিষেক

Date:

আগামী ফেব্রুয়ারিতে দ্বীপরাজ্য গোয়ায় বিধানসভা নির্বাচন (Goa Assembly Election). বাংলার বাইরে যে রাজ্যগুলিকে তৃণমূল (TMC) টার্গেট করেছে তার মধ্যে গোয়া অন্যতম। পুজোর পর থেকেই গোয়ায় সংগঠন বিস্তারে ছাপিয়েছে ঘাসফুল শিবির। প্রাক্তন মুখ্যমন্ত্রী থেকে রাজনৈতিক ব্যক্তিত্ব, কিংবা সমাজের বিশিষ্টজনেরা একের পর এক যোগ দিয়েছেন তৃণমূলে। নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banarjee) থেকে শুরু করে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Avishek Banarjee) কিংবা সাংসদ-বিধায়ক-নেতা-মন্ত্রীরা গোয়ায় সংগঠন বিস্তারের ঝাঁপিয়েছেন। স্থানীয় রাজনৈতিক দলগুলোর সঙ্গে সমঝোতা হয়েছে তৃণমূলের। সবমিলিয়ে বাইশের বিধানসভা নির্বাচনের আগে বেশ সুবিধাজনক জায়গায় রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল।

ঠিক সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে মঙ্গলবার ফের ৩ দিনের গোয়া সফরে গেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ৩০ ডিসেম্বর, বৃহস্পতিবার কলকাতায় ফিরবেন তিনি। তৃণমূল সূত্রে খবর, আসন্ন বিধানসভার ব্লু-প্রিন্ট তৈরি করতে এবং একাধিক দলীয় বৈঠকে যোগ দিতে অভিষেকের এই গোয়া সফর। বুধবার সকালে স্থানীয় রুদ্রেশ্বর মন্দিরে পুজোও দেবেন অভিষেক। আর বিকেলে যাবেন একটি মঠে।

চলতি মাসেই গোয়া সফরে গিয়েছিলেন অভিষেক। দল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে একাধিক রাজনৈতিক কর্মসূচিতে যোগ দিয়েছিলেন তিনি। ফিরে কলকাতা পুরভোটের প্রচারে নেমে অভিষেক দীপ্ত কণ্ঠে জানিয়েছিলেন, এবার বিধানসভা ভোটে গোয়ায় হয় তৃণমূল ক্ষমতা আসবে, নয়তো প্রধান বিরোধী শক্তি হবে। এর মাঝামাঝি কিছু হবে না। এর কিছুদিনের মধ্যেই ফের তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের গোয়া সফর রাজনৈতিকভাবে বেশ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল।

আরও পড়ুন- বাবু চলে বাজার, কুত্তা ভোকে হাজার! শুভেন্দুর উদ্দেশে কেন এমন বললেন ফিরহাদ?

Related articles

বেঁচে থাকলে রবীন্দ্রনাথ-নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত! পুরুলিয়ার সভা থেকে বিজেপিকে আক্রমণ দেবাংশুর

ভাগ্যিস রবীন্দ্রনাথ, নজরুল বেঁচে নেই। নইলে বিজেপি রবীন্দ্রনাথকে রোহিঙ্গা ও নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত। শনিবার পুরুলিয়া শহরের...

টাকা পেয়েও কাজে দেরি! ‘বাংলার বাড়ি’ নিয়ে কড়া প্রশাসন, রিপোর্ট চাইল নবান্ন

প্রথম দফায় ১ লক্ষ ২০ হাজার টাকা পাওয়ার পরও বহু উপভোক্তা এখনও ‘বাংলার বাড়ি’ প্রকল্পের কাজ শুরু করেননি।...

ঝুলনের চোখে বাংলার সেরা ক্রিকেটার রিচা, মহিলা ক্রিকেটের প্রশংসায় পঞ্চমুখ সৌরভ

বাংলার বিশ্বকাপ জয়ী একমাত্র ক্রিকেট তারকা রিচা ঘোষের (Richa Ghosh) সম্বর্ধনা অনুষ্ঠানে শনিবার ইডেন গার্ডেন্সে বিশেষ অনুষ্ঠানের আয়োজন...

সৌরভ ছাড়া অন্য কারও ICC সভাপতি থাকার কথা নয়: বললেন ‘ঠোঁটকাটা’ মমতা

ছিল বিশ্বজয়ী ক্রিকেটার রিচা ঘোষের (Richa Ghosh) সংবর্ধনা অনুষ্ঠান। শনিবার ইডেনে সেই অনুষ্ঠানে বোমা ফাটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের...
Exit mobile version