Monday, August 25, 2025

বস্তি উচ্ছেদ নয়, উন্নয়নকে প্রাধান্য দেওয়াই লক্ষ্য নতুন পুরবোর্ডের, বলছেন ডেপুটি মেয়র অতীন

Date:

ফের একবার কলকাতা পুরসভার (KMC) ডেপুটি মেয়রের (Deputy Meyor) দায়িত্ব নিলেন দীর্ঘদিনের কাউন্সিলর অতীন ঘোষ (Atin Ghosh). একই সঙ্গে তাঁর হাতে থাকছে পুরসভার স্বাস্থ্য দপ্তর (Health Department)। কলকাতার চিরাচরিত ডেঙ্গু-ম্যালেরিয়া হোক কিংবা গত দু’বছরে করোনা (Corona) মহামারি, শহরবাসীর সুরক্ষায় অতীন ঘোষের নেতৃত্বে তা কড়া হাতে মোকাবিলা করেছে কলকাতা পুরসভার স্বাস্থ্য দপ্তর।

ডেপুটি মেয়রের পাশাপাশি এবারও স্বাস্থ্য দপ্তরের দায়িত্ব তাঁর কাঁধেই ন্যস্ত হয়েছে। এর আগে ভ্যাকসিন থেকে শুরু করে টেস্ট, সবকিছুই করেছে কলকাতা পুরসভা। এখনও মহামারি থেকে পুরোপুরি মুক্ত হতে পারেনি তিলোত্তমা। গোদের ওপর বিষফোঁড়া মত থাবা বসাতে শুরু করেছে ওমিক্রন। যদিও ওমিক্রন নিয়ে এখনও সেভাবে চিন্তিত নন বলেই জানালেন অতীন ঘোষ। তবে করোনা যেভাবে মোকাবিলা করা হয়েছে। ওমিক্রনের বাড়বাড়ন্ত হলে মোকাবিলায় প্রস্তুত কলকাতা পুরসভা।

তবে একুশের বিধানসভা নির্বাচনে অতীন ঘোষ কাশীপুর-বেলগাছিয়া থেকে বিধায়ক নির্বাচিত হয়েছেন। ফলে পুরসভার পাশাপাশি বিদায় হিসেবে বাড়তি দায়িত্ব নিতে হচ্ছে তাঁকে। যদিও তিনি এটাকে কোনও চাপ হিসেবে মানতে রাজি নন। জানালেন, মানুষের জন্য কাজ করতে ভালো লাগে। সেটা আরও ভালোভাবে করতে হবে।

নতুন করে আবার দায়িত্ব পেলেন পুরসভার। অতীন ঘোষ বলছেন, নতুন নয়, পুরোনো দায়িত্ব নতুনভাবে। কী পদে আছেন সেটা নিয়ে ভাবনা নয়। অনেক কাজ করতে হবে এটা নিয়েই নতুন করে ভাবনা চিন্তা। দায়িত্ব ভাগ হওয়ার পর ঝাঁপিয়ে পড়ে কাজ করতে হবে।

দীর্ঘদিন কাউন্সিলর ও মেয়র পারিষদ থাকার সুবাদে নিজের ১১ নম্বর ওয়ার্ডকে ঢেলে সাজিয়েছেন। মডেল ওয়ার্ডের রূপ দিয়েছেন। কিন্তু উন্নয়নের কোনও সীমারেখা হয় না। তাই আরও বেশি বেশি উন্নয়ন করতে হবে বলেই মনে করেন অতীন ঘোষ।

নতুন পুরবোর্ড গঠিত হওয়ার পর কোন কাজটিকে অগ্রাধিকার দেবেন? অতীন ঘোষের কথায়, “মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতার বস্তিবাসী মানুষের জীবন আরও সুন্দর ও স্বাস্থ্যকর করার যে কথা বলেছেন, সেই কাজে অগ্রাধিকার দেওয়াই অন্যতম লক্ষ্য। কলকাতায় বস্তি থাকবে না। আর পাঁচজন মানুষ যেভাবে থাকে, বস্তিবাসীদের বসবাসের জন্য সেভাবেই আধুনিক ভাবনা-চিন্তা করা হচ্ছে পুরসভার তরফে।”

আরও পড়ুন:Vaccine: করোনা প্রতিরোধে আরও একধাপ এগোল ভারত, ছাড়পত্র পেল আরও দু’টি প্রতিষেধক

Related articles

গাজায় সাংবাদিকসহ ১৯ জনের মৃত্যু! নীরব নেতানিয়াহু

দুর্ভিক্ষপীড়িত গাজায় ফের রক্তক্ষয়ী হামলা চালাল ইজরায়েলি সেনা। সোমবার দুপুরে গাজার খান ইউনিসের নাসের হাসপাতালে একাধিক ক্ষেপণাস্ত্র ও...

শ্রমশ্রী প্রকল্পে ভুয়ো আবেদন রুখতে কড়া নজরদারি রাজ্যের 

ঘরে ফেরা পরিযায়ী শ্রমিকদের জন্য ঘোষিত শ্রমশ্রী প্রকল্পে প্রকৃত ও যোগ্য প্রার্থীরাই সুযোগ পান, তা নিশ্চিত করতে বিশেষ...

আদিবাসী উন্নয়ন আরও সুদূর প্রসারি করার বার্তা মুখ্যমন্ত্রীর, সৌজন্য উড়িয়ে বৈঠকে অনুপস্থিত বিজেপি

আদিবাসী উন্নয়ন নয়, রাজনীতিই যে তাদের লক্ষ্য তা আরও একবার প্রমাণ করল বিজেপি (BJP)। আমন্ত্রণ পেয়েও সৌজন্যের জবাব...

DHFC-র হারের পরই ক্লাব থেকে কর্তাদের ছোট করার চেষ্টা, জবাব দিলেন মানস

ডুরান্ড কাপের(Durand Cup) ফাইনালে পৌঁছে সকলকে চমকে দিয়েছিল ডায়মন্ডহারবার এফসি(DHFC)। বাংলার ফুটবলকে যে দল নতুন স্বপ্ন দেখাচ্ছে, তাদের...
Exit mobile version