Snow Fall: দার্জিলিঙে প্রবল তুষারপাত, টাইগার হিল থেকে ঘুম ঢেকেছে বরফে

দার্জিলিঙের পাশাপাশি তুষারপাত হয়েছে সিকিমেও।

পূর্বাভাস ছিল দার্জিলিংয়ের উচ্চ এলাকায় তুষারপাত হতে পারে। তবে, বুধবার ভোর থেকে সাদা চাদরে ঢাকা পড়ল দার্জিলিংয়ের (Darjeeling) বিস্তীর্ণ এলাকা। টাইগার হিল (Tiger Hill), সান্দাকফু, ঘুম, ফালুট, জোড়বাংলো, সুখিয়া পোখারি-সহ বিভিন্ন জায়গায় প্রবল তুষারপাত হয়েছে। বরফ জমেছে টয় ট্রেনের (Toy Train) লাইনে। পাশাপাশি, তুষারপাত হয়েছে সিকিমেও।

আরও পড়ুন:Royal Bengal Tiger: অবশেষে স্বস্তি, সকালেই জঙ্গলে ছেড়ে দেওয়া হল কুলতলির খাঁচাবন্দি বাঘকে

ঘুম, টাইগার হিলের রাস্তায় পুরু বরফের আস্তরণ। সান্দাকফুতে তাপমাত্রার পারদ হিমাঙ্কের নীচে। আর দার্জিলিং শহরের তাপমাত্রা নেমেছে ৬ ডিগ্রি সেলসিয়াসে। প্রবল ঠাণ্ডা সঙ্গে তুষারপাত- আর এতেই বেজায় খুশি পাহাড়ের পর্যটকরা। তুষারপাতের খবর পেয়ে অনেকেই রওনা দিয়েছেন টাইগার হিল, জোড় বাংলোর উদ্দেশে। পাহাড়ে অনেকবার গেলেও, তুষারপাত দেখার অভিজ্ঞতা অনেকেরই প্রথম ফলে পর্যটকদের ঢল নেমেছে দার্জিলিং-সহ সংলগ্ন এলাকায়।

এদিন, প্রবল তুষারপাত হয়েছে সিকিমেও (Sikkim)। সাদা চাদরে ঢেকেছে লাচুং-সহ বিস্তীর্ণ এলাকা। বরফ ঢাকা নাথু লা, ইয়ামথাং দেখতে সিকিমের পর্যটকদের ভিড় জমে বলে আশা স্থানীয় ব্যবসায়ীদের।

Previous articleRoyal Bengal Tiger: অবশেষে স্বস্তি, সকালেই জঙ্গলে ছেড়ে দেওয়া হল কুলতলির খাঁচাবন্দি বাঘকে
Next articleSiliguri Corporation Election: এবার শিলিগুড়িতে জোট-ঘোঁট পাকাতে তৎপর বাম-কংগ্রেস