Monday, August 25, 2025

স্টার থিয়েটারে সোশ্যাল মিডিয়া সাহিত্য সম্মেলনে নতুন প্রজন্মকে উৎসাহিত করলেন কুণাল

Date:

বছর শেষ, জমবে বেশ। নতুন প্রাণের জোয়ার আসুক সোশ্যাল মিডিয়ায়। প্রযুক্তি ও ডিজিটাল যুগে এখন হাতের মুঠোয় গোটা দুনিয়া। তা থেকে কেন বাদ থাকবে সাহিত্য জগৎ? এমন ভাবনা থেকেই বছর তিনেক আগে পথ চলা শুরু হয়েছিল ভারতের সবচেয়ে বড় সোশ্যাল মিডিয়া পেজ ফেস্ট (SMLM)-এর। এবার তৃতীয় বর্ষে সোশ্যাল মিডিয়া সাহিত্য সম্মেলন। উত্তর কলকাতার ঐতিহ্যবাহী ও ঐতিহাসিক স্টার থিয়েটারে তিনদিন ব্যাপী চলবে সোশ্যাল মিডিয়ার এই সাহিত্য উৎসব। নটী বিনোদিনী মেমোরিয়াল থিয়েটারে খোলা আকাশের নিচে প্রানের স্পন্দন নিয়ে ৩১ ডিসেম্বর পর্যন্ত প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত সোশ্যাল মিডিয়া ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হবে। যেখানে ৪৫ টি ফেসবুক পেজের প্রায় ৭০০ সদস্য অংশগ্রহণ করবেন। এবং যা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে প্রায় ৬ লক্ষ মানুষের কাছে পৌঁছে যাবে। উদ্বোধনী অনুষ্ঠানে শৌর্যদীপ সান্যালের অসাধারণ সঙ্গীত সকলের মন জয় করে নেয়।

সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম নতুন প্রজন্মের উঠতি কবি, সাহিত্যিক, লেখক, ব্লগারদের জন্য SMLM একটি দারুণ সময়োপযোগী উদ্যোগ। সোশ্যাল মিডিয়ার এই উৎসবকে আকর্ষণীয় করে তুলতে আয়োজকরা একাধিক অভিনব ইভেন্ট রেখেছে এই তিনদিনে। যার মধ্যে শব্দবাজি আয়োজিত বাংলা শব্দের খেলা আর আড্ডা অন্যতম। একই সঙ্গে সামাজিক দায়বদ্ধতা থেকে জঙ্গলমহলের ১০০ শিশুকে শিক্ষা সামগ্রী প্রদান করবে SMLM.

আজ, বুধবার স্টার থিয়েটারে প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে তৃতীয় বর্ষের সোশ্যাল মিডিয়া সাহিত্য সম্মেলনে বা SMLM-এর উদ্বোধন করেন বিশিষ্ট সাংবাদিক কুনাল ঘোষ। অনুষ্ঠানে হাজির ছিলেন শুকতারা ও নবকল্লোল পত্রিকার সম্পাদক রূপা মজুমদার, বিশিষ্ট সাহিত্যিক ঋজুরেখ চক্রবর্তী, বাচিকশিল্পী রয় সহ সমাজের বিভিন্ন পেশার ব্যক্তিবর্গ। এছাড়াও ছিলেন সংস্থার ডিরেক্টর সৌরভ বিশাই, চেয়ারপার্সন সুদীপ্তা রায় চৌধুরী মুখোপাধ্যায়, বার্ষিক মুখপত্র মালঞ্চ-এর সম্পাদক প্রাণেশ ভট্টাচার্য, মহাশ্বেতা মুখোপাধ্যায়, সোহিনী চক্রবর্তী, অর্ঘ্য বিশ্বাস, সিতেশ দাস, সৌভিক ঘোষ, অমরাবতী বসু, কৌশিক চৌধুরি, স্বপ্ননীল আপেক্ষিক সহ আরও অনেকে।

সোশ্যাল মিডিয়া সাহিত্য সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়ে নতুন প্রজন্মকে উৎসাহিত করলেন বিশিষ্ট সাংবাদিক কুণাল ঘোষ। তিনি প্রথমেই এমন একটি উদ্যোগের জন্য সৌরভ বিশাই ও তাঁর টিমকে ধন্যবাদ জানিয়েছেন।

কুণাল ঘোষ বলেন, “আমরা যদি বাংলা ভাষা ও সাহিত্যকে ভালবেসে থাকি, তাহলে এই উদ্যোগ ও উদ্যোক্তাদের দিকে সাহায্যের হাত বাড়ানো উচিত। সমালোচনা তো প্রচুর হয়। কিন্তু নতুন ভাবনা ও সৃষ্টিকেও কুর্নিশ জানাতে হয়। এখন বাংলা ভাষা, গল্প, প্রবন্ধ, ছড়া লেখা হচ্ছে না সেটা আমি বিশ্বাস করি না। আসলে সোশ্যাল মিডিয়া হল পাহাড় ভাঙার গান। বাধা ভেঙেছে। আপনি পড়তে বাধ্য। সে গল্প, সাহিত্য হোক কিংবা সংবাদ। আগামিদিনে ডিজিটাল মিডিয়াই লেখার বা সাহিত্যের অন্যতম মাধ্যম হতে চলেছে, যাকে আপনি অস্বীকার করতে পারবেন না। তাই সোশ্যাল মিডিয়া সাহিত্য সম্মেলনে ৪৫টি পেজ, ৭০০ লেখক-লেখিকার জন্য বড় প্লাটফর্ম। সময়পযোগী উদ্যোগ। এর সদব্যবহার করতে হবে। নতুন প্রজন্মর সুন্দর প্রচেষ্টা। স্টার থিয়েটার নটী বিনোদিনীর প্রানের জায়গা। নাটককে সাধনা মনে করে যিনি জীবন দিয়ে চলে গেলেন, তাঁর সেই স্মৃতি বিজড়িত থিয়েটারে এমন উদ্যোগকে সাধুবাদ জানাই। সকলকে শুভেচ্ছা।”

আরও পড়ুন- Mamata Banerjee: পিপিপি মডেলে মহেশতলার টেক্সটাইল হাব তৈরির কাজ দ্রুত শেষ করার নির্দেশ মুখ্যমন্ত্রীর

Related articles

একগুচ্ছ প্রকল্পের শিলান্যাস! মঙ্গলে জেলা সফরে বর্ধমানে মুখ্যমন্ত্রী

আগামিকাল, মঙ্গলবার বর্ধমানে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জেলা সফর ঘিরে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। ইতিমধ্যেই সাজিয়ে তোলা হয়েছে...

বিদ্যাপতি সেতুর সংস্কার শুরু, ধাপে ধাপে সরানো হবে দোকান

শিয়ালদহ ফ্লাইওভার বা বিদ্যাপতি সেতুর সংস্কার কাজ শুরু করতে চলেছে কেএমডিএ। তার আগে সেতুর নীচে গড়ে ওঠা দোকানগুলিকে...

দার্জিলিংয়ে প্রথম ইঞ্জিনিয়ারিং কলেজ, তাকদায় সূচনা নতুন দিগন্তের

চলতি সপ্তাহেই নতুন দিগন্ত খুলতে চলেছে দার্জিলিং পাহাড়ে। প্রথমবারের জন্য পাহাড় পাচ্ছে একটি ইঞ্জিনিয়ারিং কলেজ। সরকারি-বেসরকারি যৌথ উদ্যোগে...

ঘোষণা ছাড়াই টালিগঞ্জ থেকেই ঘুরছে মেট্রো! স্বস্তি উড়েছে যাত্রীদের

কথা দিয়ে কথা রাখছে না মেট্রো! কোনও ঘোষণা ছাড়াই নিজেদের ইচ্ছেমতো ট্রেন চালাচ্ছে মেট্রো কর্তৃপক্ষ। আর তাতেই ক্ষোভ...
Exit mobile version