গত ২৫ ডিসেম্বর কলকাতা ময়দানে অনুষ্ঠিত হয় “২১ এর বড়দিন”। যার প্রধান উদ্যোক্তা ছিলেন অল ইন্ডিয়া টেকনিশিয়ান অ্যান্ড আর্টিস্ট অ্যাসোসিয়েশনের (All India Technician & Artist Association) সম্পাদক জয়ন্ত দাশগুপ্ত। এবং উপস্থিত ছিলেন সম্পাদক রুমা দাশগুপ্ত।পাশে ছিল স্ট্রিট অ্যান্ড মডেল ফটোগ্রাফি ওয়াকার্স ক্লাবের (Street & Model Photography Walker’s Club) সদস্যরা।

আরও পড়ুন: AFSPA: গুলিকাণ্ড নিয়ে বিতর্কের মাঝেই ৬ মাসের জন্য ফের নাগাল্যান্ডে বাড়লো আফস্পা
বড়দিনের এই অনুষ্ঠানে ছিল একের পর এক চমক। তার মধ্যে অন্যতম ছিল RAMP SHOW, Live Makeup, Live Art, নৃত্য ও সংগীত পরিবেশন সাথে মুখাভিনয়। এই মেল বন্ধনে যুক্ত হয়েছিলেন বহু ফটোগ্রাফার , মডেল, মেকআপ আর্টিস্ট এবং সাথে সাধারণ মানুষও।
