Friday, August 22, 2025

Chandannagar: প্রার্থী তালিকা প্রকাশ হতেই তৃণমূলের দেওয়াল লেখা শুরু চন্দননগরে

Date:

চন্দননগর পুরনিগমের ভোটের দামামা আগেই বেজে গিয়েছে। বৃহস্পতিবার, এই পুরনিগমের ৩৩ টি আসনের পূর্ণ প্রার্থী তালিকা প্রকাশ করেছে তৃণমূল। এরপরেই তৎপরতা শুরু দলের অন্দরে। শুক্রবার, সকাল থেকেই শুরু হয়েছে দেওয়াল লেখা। নবীন ও প্রবীণের সমন্বয়ে এবার চন্দননগর (Chandannagar) পুরনিগমের প্রার্থী তালিকা প্রকাশ করেছে শাসকদল। বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে মহিলাদেরও। বেশকিছু প্রাক্তন কাউন্সিলরের ওয়ার্ড বদল হয়েছে এবার। উন্নয়নকে প্রধান হাতিয়ার করেই চন্দননগর পুরনিগমের ভোটে বিরোধীদের মাত করতে প্রস্তুত তৃণমূল (Tmc) শিবির।

দিন ঘোষণার পরেই চন্দননগরে জোরকদমে দেওয়াল লেখার মধ্য দিয়ে প্রচার শুরু করে দিয়েছে তৃণমূল। বিদায়ী ১৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বর্তমানে ১৩ নম্বর ওয়ার্ডের (Ward) তৃণমূল প্রার্থী শুভজিৎ সাউ বলেন, চন্দননগর পুরনিগম সব সময় মানুষের পাশে থেকে মানুষের উন্নয়নের জন্য কাজ করেছে। প্রত্যেক ওয়ার্ডে জল সমস্যা মেটাতে টিউবওয়েল বসানো হয়েছে। রাস্তাঘাটেরও উন্নতি করা হয়েছে। এছাড়াও এক বিশাল জল প্রকল্পের কাজ প্রায় শেষ। আগামী বছরেই উদ্বোধন করা হবে যাতে আগামী ৫০ বছর মানুষের পানীয় জল নিয়ে আর কোনো সমস্যা না হয়।

আরও পড়ুন- Tiger: কুলতলির পরে গোসাবা, ফের বাঘের পায়ের ছাপ ঘিরে ছড়াল আতঙ্ক

চন্দননগরের পর্যটন প্রসঙ্গ শুভজিৎ বলেন, যেহেতু চন্দননগরের বিধায়ক রাজ্যের পর্যটনমন্ত্রী ইন্দ্রনীল সেন তাই চন্দননগরের পর্যটনকেও আরও ঢেলে সাজানো হয়েছে। তৈরি হয়েছে অতিথি নিবাস। এছাড়াও গঙ্গার উপর ভাসমান ‘জলশ্রী’ বা ভাসমান রেস্টুরেন্ট পর্যটকদের আকর্ষণের কেন্দ্র বিন্দু। তৃণমূল নেতৃত্বের দাবি, এবার বিরোধী-শূন্য করে চন্দননগর পুরনিগমের সব আসনে জয় এখন শুধু সময়ের অপেক্ষা।

 

Related articles

সোনা জয়ী অভিনবকে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপ জুনিয়র (Asian Shooting Championship) এয়ার রাইফেল বিভাগে বাংলার অভিনব সাউয়ের (Abhinaba Shaw)। তাঁর এই সাফল্যই...

পুজোর আগে রাজ্য পুলিশের শীর্ষস্তরে রদবদল! পরিবর্তন হল ৬ জেলার এসপি-ডিসি

পুজোর মুখে রাজ্য পুলিশের শীর্ষ পদে বড়সড় রদবদল করল নবান্ন। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, একাধিক জেলায় পুলিশ...

‘নোরা ফাতেহি’ হতে হবে! স্ত্রীকে জোর করে শরীরচর্চা করিয়ে গর্ভপাত শিক্ষকের

যোগীরাজ্যে স্কুলশিক্ষকের ফ্যান্টাসির চূড়ান্ত নমুনা! স্ত্রীকে হতে হবে রোগা ছিপছিপে চেহারার। আর সেই চেহারা বানাতে গিয়েই স্বামীর নির্মম...

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...
Exit mobile version