Wednesday, May 7, 2025

চন্দননগর পুরনিগমের ভোটের দামামা আগেই বেজে গিয়েছে। বৃহস্পতিবার, এই পুরনিগমের ৩৩ টি আসনের পূর্ণ প্রার্থী তালিকা প্রকাশ করেছে তৃণমূল। এরপরেই তৎপরতা শুরু দলের অন্দরে। শুক্রবার, সকাল থেকেই শুরু হয়েছে দেওয়াল লেখা। নবীন ও প্রবীণের সমন্বয়ে এবার চন্দননগর (Chandannagar) পুরনিগমের প্রার্থী তালিকা প্রকাশ করেছে শাসকদল। বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে মহিলাদেরও। বেশকিছু প্রাক্তন কাউন্সিলরের ওয়ার্ড বদল হয়েছে এবার। উন্নয়নকে প্রধান হাতিয়ার করেই চন্দননগর পুরনিগমের ভোটে বিরোধীদের মাত করতে প্রস্তুত তৃণমূল (Tmc) শিবির।

দিন ঘোষণার পরেই চন্দননগরে জোরকদমে দেওয়াল লেখার মধ্য দিয়ে প্রচার শুরু করে দিয়েছে তৃণমূল। বিদায়ী ১৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বর্তমানে ১৩ নম্বর ওয়ার্ডের (Ward) তৃণমূল প্রার্থী শুভজিৎ সাউ বলেন, চন্দননগর পুরনিগম সব সময় মানুষের পাশে থেকে মানুষের উন্নয়নের জন্য কাজ করেছে। প্রত্যেক ওয়ার্ডে জল সমস্যা মেটাতে টিউবওয়েল বসানো হয়েছে। রাস্তাঘাটেরও উন্নতি করা হয়েছে। এছাড়াও এক বিশাল জল প্রকল্পের কাজ প্রায় শেষ। আগামী বছরেই উদ্বোধন করা হবে যাতে আগামী ৫০ বছর মানুষের পানীয় জল নিয়ে আর কোনো সমস্যা না হয়।

আরও পড়ুন- Tiger: কুলতলির পরে গোসাবা, ফের বাঘের পায়ের ছাপ ঘিরে ছড়াল আতঙ্ক

চন্দননগরের পর্যটন প্রসঙ্গ শুভজিৎ বলেন, যেহেতু চন্দননগরের বিধায়ক রাজ্যের পর্যটনমন্ত্রী ইন্দ্রনীল সেন তাই চন্দননগরের পর্যটনকেও আরও ঢেলে সাজানো হয়েছে। তৈরি হয়েছে অতিথি নিবাস। এছাড়াও গঙ্গার উপর ভাসমান ‘জলশ্রী’ বা ভাসমান রেস্টুরেন্ট পর্যটকদের আকর্ষণের কেন্দ্র বিন্দু। তৃণমূল নেতৃত্বের দাবি, এবার বিরোধী-শূন্য করে চন্দননগর পুরনিগমের সব আসনে জয় এখন শুধু সময়ের অপেক্ষা।

 

Related articles

রাষ্ট্রসঙ্ঘের দফতরের বাইরে পাক মিসাইল! প্রত্যাঘাতে ১১ ভারতীয় হত্য়া

অপারেশন সিন্দুর সফল করার পরই পাকিস্তানের প্রত্যাঘাতের আশঙ্কায় একাধিক বৈঠক চলছে ভারতে। অন্যদিকে পাকিস্তানও সীমান্তে আঘাতের পরিমাণ বাড়িয়ে...

২৮ সদস্যের সম্ভাব্য দল ঘোষণা ভারতের, প্রস্তুতি হবে কলকাতায়

ভারতীয় দলে(Indian Football Team) এবার মোহনবাগানের(MBSG) আরও এক ফুটবলর। এএফসি এশিয়ান কাপের(AFC Asian Cuo) যোগ্যতা অর্জন পর্বের জন্য...

বিকেলের পর থেকে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বৃষ্টির পূর্বাভাস!

সকালে গরমের দাবদাহ কাটিয়ে বুধের বিকেলেই বৃষ্টি ভেজার সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গবাসীর। আলিপুর হাওয়া অফিস (Alipore Weather Department) জানিয়েছে...

২ মহিলা সেনা ব্যোমিকা-সোফিয়ার কৃতিত্বের খতিয়ান

পহেলগামে সন্ত্রাসবাদী হামলার জবাবে ভারতের 'অপারেশন সিন্দুর'। পাক অধিকৃত কাশ্মীরে (Kashmir) এয়ার স্ট্রাইকের সেই বিবৃতি সংবাদ মাধ্যমের সামনে...
Exit mobile version