Wednesday, December 17, 2025

শিলিগুড়িতে তৃণমূলের প্রার্থী তালিকায় গৌতম, অশোকের বিরুদ্ধে আলম, শঙ্করের চ্যালেঞ্জ প্রতুল

Date:

Share post:

সদ্য সমাপ্ত কলকাতা পুরভোটে রেকর্ড গড়ে বিরাট জয়ের রেশ কাটতে না কাটতেই নতুন বছরের শুরুতেই রাজ্যের আরও চার পুরনিগমের ভোটের বাদ্যি বেজেছে। যার মধ্যে অন্যতম উত্তরবঙ্গের শিলিগুড়ি পুরনিগম। ২২ জানুয়ারি ভোট। তার আগে বৃহস্পতিবার বিকেলে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে প্রার্থী তালিকা চূড়ান্ত করতে বৈঠকে বসেছিল তৃণমূল শীর্ষ নেতৃত্ব। এবং রাত ১০টা নাগাদ আনুষ্ঠানিকভাবে সেই প্রার্থী তালিকা প্রকাশ করা হয়।

চার পুরনিগমের ভোটে এবার আগ্রহের কেন্দ্রবিন্দুতে শিলিগুড়ি পুরসভা। কারণ, বিধাননগর, চন্দননগর এবং আসানসোল পুরবোর্ড ২০১৫ সালের শেষ নির্বাচনে তৃণমূলের দখলে আসে। একমাত্র শিলিগুড়ি পুরসভা ভোট পরবর্তী জোট করে দখল করেছিল বাম-কংগ্রেস। মেয়র হয়েছিলেন প্রাক্তন মন্ত্রী তথা সিপিএম নেতা অশোক ভট্টাচার্য। এরপর মেয়াদ উত্তীর্ণ হয়ে যাওয়ায় শিলিগুড়ি পুরবোর্ডে প্রশাসক নিয়োগ করে রাজ্য সরকার। বিদায়ী মেয়র অশোক ভট্টাচার্যকে সরিয়ে প্রশাসক বোর্ডের চেয়ারম্যান করা হয় রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা তৃণমূল নেতা গৌতম দেবকে।

এরই মাঝে ফের ভোট চলে এসেছে। অশোক ভট্টাচার্যকে মুখ করে আংশিক প্রার্থী তালিকা ঘোষণা করেছে বামেরা। বিধায়ক শঙ্কর ঘোষকে মুখ করে শিলিগুড়ির ৪৭টি আসনে প্রার্থী তালিকা ঘোষণা করেছে বিজেপিও। আর বৃহস্পতিবার অন্য তিন পুরনিগমের সঙ্গে শিলিগুড়ি পুরসভার জন্যও পূর্ণাঙ্গ প্রার্থী তালিকা ঘোষণা করল রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস।

এবার ৩৩ নম্বর ওয়ার্ড থেকে লড়ছেন গৌতব দেব। উল্লেখযোগ্যভাবে ১৫ নম্বর ওয়ার্ড থেকে প্রার্থী হয়েছেন
প্রাক্তন জেলা সভাপতি রঞ্জন সরকার। তবে সকলের নজর ছিল ৬ এবং ২৪ নম্বর ওয়ার্ডের দিকে। ৬ নম্বর ওয়ার্ডে বামেদের প্রার্থী হেভিওয়েট অশোক ভট্টাচার্য। তাঁর বিরুদ্ধে তৃণমূলের প্রতীকে লড়বেন মহম্মদ আলম। ২৪ নম্বর ওয়ার্ড থেকে বিজেপি প্রার্থী করেছে বিধায়ক শঙ্কর ঘোষকে। ওই আসনে তৃণমূলের বাজি পুরোনো সৈনিক প্রতুল চক্রবর্তী। এছাড়াও তালিকায় রয়েছে বেশকিছু নতুন মুখও। অভিজ্ঞ-তারুণ্যের মাঝে প্রার্থী তালিকায় প্রাধান্য পেয়েছেন মহিলারাও। ১৮ জন মহিলাকে প্রার্থী করেছে ঘাসফুল শিবির।

আরও পড়ুন:বিধাননগরে আবার তৃণমূল প্রার্থী সব্যসাচী, বিজেপিতে হাহাকার

spot_img

Related articles

ফের আলিপুর চিড়িয়াখানায় বাঘিনী মৃত্যু! গত তিনমাসে মৃত ৩ রয়্যাল বেঙ্গল

ফের আলিপুর চিড়িয়াখানায় বাঘিনীর (Tigress) মৃত্যু। বুধবার সকালে একটি  সাব অ্যাডাল্ট রয়্যাল বেঙ্গল বাঘিনীর  মৃত্যু হয়। এই নিয়ে...

ঘাটাল মাস্টার প্ল্যানে অগ্রগতি, শিলাবতী ও কাটান খালে সমীক্ষার সিদ্ধান্ত রাজ্যের

ঘাটাল মাস্টার প্ল্যান (Ghatal Master Plan) রূপায়ণের পথে আরও এক ধাপ এগোল রাজ্য সরকার। দীর্ঘদিন আটকে থাকা এই...

তৃণমূল কাউন্সিলর খুনে সাজা ঘোষণা, তিনদোষীর যাবজ্জীবন

পানিহাটির তৃণমূল কাউন্সিলার অনুপম দত্ত খুনের মামলায় তিন অভিযুক্তকে যাবজ্জীবন কারাদণ্ডের (TMC Councillor Murder) সাজা শোনাল ব্যারাকপুর আদালত।...

ঢাকায় হুমকি হাইকমিশনে: বাংলাদেশের হাই কমিশনারকে তলব বিদেশ মন্ত্রকের

বাংলাদেশে ভারতীয় দূতাবাসে ক্রমাগত হুমকি। অথচ বাংলাদেশের মহম্মদ ইউনূস (Mohammed Yunus) পরিচালিত অন্তর্বর্তী সরকার নীরব। প্রতিবেশী দেশ ভারতের...