MCCI: বার্ষিক সভায় বাণিজ্য বিনিয়োগের ডাক বাংলায়

বছরের শেষ দিন অর্থাৎ ৩১ ডিসেম্বর কলকাতার গ্র্যান্ড হোটেলে আয়োজিত হল মার্চেন্ট চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রি- এর ১২০তম বার্ষিক সাধারণ সভা। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে আমন্ত্রিত ছিলেন রাজ্যের শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।  MCCI- এর প্রেসিডেন্ট শ্রী আকাশ শাহ্ স্বাগতের বার্তা জানিয়ে উপস্থিত শ্রী ঋষভ কোঠারী ( MCCI- এর ভাইস প্রেসিডেন্ট) সহ বিশেষ অতিথি বস্ত্রমন্ত্রী শ্রী চন্দ্রনাথ সিনহা প্রদীপ উজ্জলনে অংশগ্রহণ নেন। মন্ত্রী পার্থ চ্যাটার্জী তার বক্তব্যে বাংলায় বাণিজ্য বিনিয়োগের কথা তুলে ধরেন। আগামী বছরে বাংলার শিল্পক্ষেত্রে হাত বাড়ানোর তালিকায় থাকল MCCI।

আরও পড়ুন- MP CUP: বছরের শুরুতেই বাইচুং-আলভিটোর দ্বৈরথে সরগরম MP কাপ ফাইনাল

Previous articleMP CUP: বছরের শুরুতেই বাইচুং-আলভিটোর দ্বৈরথে সরগরম MP কাপ ফাইনাল
Next articleBreakfast Sports: ব্রেকফাস্ট স্পোর্টস