Friday, November 14, 2025

Covid Restriction:সংক্রমণের রাশ টানতে একনজরে দেখে নিন, কী কী পরিষেবা কতটা বন্ধ

Date:

রাজ্যে কোভিড পরিস্থিতি ভয়াবহ। রবিবার দৈনিক সংক্রমণের গণ্ডি ছ’হাজারের গণ্ডি ছাড়িয়েছে। সংক্রমণের উদ্বেগজনক পরিস্থিতির কথা ভেবে একগুচ্ছ বিধিনিষেধ জারি করেছে নবান্ন।রবিবার রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী জানিয়েছেন কোন কোন ক্ষেত্র আগামী ১৫ জানুয়ারি পর্যন্ত বন্ধ থাকবে ও খো‌লা রাখা যাবে। কোথায় কেমন নিয়ন্ত্রণ জারি থাকবে তাও ঠিক করে দেওয়া হয়েছে রাজ্যের পক্ষে।

আরও পড়ুন:Covid Restriction:বাতিল ব্রিটেনের বিমান, সপ্তাহে দু’দিন চলবে মুম্বই ও দিল্লির উড়ান

রবিবার নবান্নের তরফে জারি করা নির্দেশিকা অনুযায়ী, সোমবার থেকে মোট আসন সংখ্যার ৫০ শতাংশ মানুষ প্রবেশ করতে পারবেন পানশালা ও রেস্তরাঁয়। খোলা থাকবে রাত ১০টা পর্যন্ত। যদিও রাত ১০টা থেকেই চালু হবে নৈশ কার্ফু। শপিং মল, সিনেমা হল এবং থিয়েটার হলও খোলা থাকবে। তবে এক্ষেত্রেও মাত্র ৫০ শতাংশ মানুষ প্রবেশ করতে পারবে। এছাড়াও সেইসঙ্গে মাস্ক পড়ার ওপর কড়া বিধিনিষেধ জারি হয়েছে। মুখ্যসচিব জানিয়েছেন রাত ১০টা থেকে ভোর ৫টা অবধি নৈশকালীন কার্ফু জারি থাকবে। ট্রেন ও মেট্রো চলাচলের উপরও জারি হয়েছে বিধিনিষেধ। নির্দেশিকায় বলা হয়েছে ,করোনা বিধি মেনে লোকাল ট্রেন এবং মেট্রোয় ৫০ শতাংশ যাত্রী সফর করতে পারবেন। সন্ধে ৭টার পর থেকে বন্ধ থাকবে লোকাল ট্রেন পরিষেবা।

এক নজরে দেখে নিন, কী কী বন্ধ, কতটা বন্ধ:



উল্লেখ্য, রাজ্যে দিনকে দিন ভয়াবহ হয়ে উঠছে করোনা পরিস্থিতি। রাজ্যে এক লাফে দেড় হাজার বাড়ল সংক্রমণ। কলকাতার অবস্থা দেখে কার্যত শিউড়ে উঠছেন চিকিৎসকরাই। রবিবার স্বাস্থ্য দফতর প্রকাশিত বুলেটিন অনুযায়ী একদিনে রাজ্যে করোনা সংক্রমিতের সংখ্যা ৬ হাজার ১৫৩ জন। এর মধ্যে ৩ হাজার ১৯৪ জনই কলকাতার।

Related articles

সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানি! গ্রেফতার RG Kar আন্দোলনের ‘বিপ্লবী’ ডাক্তার

উত্তর ২৪ পরগনা জেলার বারাসাতে সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানির অভিযোগে। ঘটনায় গ্রেফতার বারাসাত মেডিকেল কলেজ ও হাসপাতালের...

আন্দুল রোডে বিধ্বংসী অগ্নিকাণ্ড! ভস্মীভূত দুই স্পঞ্জ কারখানা 

রাতের হাওড়ায় ভয়াবহ আগুনে কার্যত ছারখার হয়ে গেল আন্দুল রোডের পাশে হাঁসখালি পোল এলাকার দুটি স্পঞ্জ তৈরির কারখানা।...

সোনারপুরে শুরু হচ্ছে প্রবীণদের জন্য বিনামূল্যে নিউমোনিয়া ও ফ্লু টিকাকরণ কর্মসূচি

শীতের আগমনের সঙ্গে সঙ্গেই নিউমোনিয়ার সংক্রমণ বাড়ছে রাজ্যজুড়ে। বিশেষ করে প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে এই রোগ অনেক সময় প্রাণঘাতী...

প্রকাশিত হল আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি

প্রকাশিত হল আগামী বছরের দশম এবং দ্বাদশ শ্রেণির আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি। কাউন্সিলের তরফে এদিন বিজ্ঞপ্তি জারি...
Exit mobile version