Wednesday, November 12, 2025

Covid Restrictions:লোকাল ট্রেন ও মেট্রোয় বিধিনিষেধ, বাস-অটোয় আপাতত ছাড়

Date:

রাজ্যে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। বাংলায় গত চার দিনে চার গুণ বৃদ্ধি পেয়েছে সংক্রমণ। এই পরিস্থিতিতে শিক্ষাপ্রতিষ্ঠানগুলির পুরোপুরি বন্ধের সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। পাশাপাশি রাজ্যের অন্যতম লাইফ লাইন লোকাল ট্রেন চলাচলে নেওয়া হয়েছে কড়া পদক্ষেপ। সকাল থেকে ট্রেন চলাচল স্বাভাবিক থাকলেও সোমবার থেকেই সন্ধে ৭টার পরে লোকাল ট্রেন চলাচল বন্ধ থাকবে। রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী জানিয়েছেন, কোনও প্রান্তিক স্টেশন থেকে সন্ধ্যা ৭টার পরে কোনও লোকাল ট্রেন ছাড়বে না। পাশাপাশি মেট্রো রেলের ক্ষেত্রেও কড়া বিধিনিষেধ জারি হয়েছে। বলা হয়েছে ৫০ শতাংশ যাত্রী নিয়েই চলবে মেট্রো রেল।

আরও পড়ুন:কড়া বিধিনিষেধ লাগু রাজ্যে: বন্ধ স্কুল-কলেজ,চিড়িয়াখানা এবং বিনোদন পার্কও

সংক্রমণ নিয়ন্ত্রণে করোনা বিধি মেনে লোকাল ট্রেন এবং মেট্রোয় ৫০ শতাংশ যাত্রী সফর করতে পারবেন বলে জানানো হয়েছে। নির্দেশিকায় আরও বলা হয়েছে লোকাল ট্রেনের প্রতিটি বগিতে যতগুলি আসন থাকে তার অর্ধেক যাত্রী উঠতে পারবেন। পাশাপাশি করোনা বিধি মেনে একটি করে আসন ছেড়ে বসতে হবে ট্রেনে। রেলকর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে যাত্রী সুবিদার্থে ফের চালু করা হবে স্টাফ স্পেশাল ট্রেন। মেট্রোর ক্ষেত্রেও টোকেন ব্যবস্থা বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। সেক্ষেত্রে আগের মতো শুধুমাত্র স্মার্ট কার্ডেই মেট্রোয় ওঠা যাবে। তবে দূরপাল্লার ট্রেনের ক্ষেত্রে কোনওরকম বিধিনিষেধ আরোপ করা হয়নি। এছাড়াও সরকারি এবং বেসরকারি বাস ও অটো চলাচলের ক্ষেত্রে কোনও বিধিনিষেধের কথা নির্দেশিকায় জানানো হয়নি।


তবে নির্দেশিকায় জানানো হয়েছে, সরকারি ও বেসরকারি ক্ষেত্রে আপাতত ৫০ শতাংশ কর্মী নিয়ে কাজ হবে । স্কুল, কলেজও বন্ধ থাকবে। এর ফলে লোকাল ট্রেনের উপরে যাত্রী চাপও কমবে।

Related articles

ভয়াবহ! পথকুকুরদের হামলায় চিড়িয়াখানায় মৃত্যু কমপক্ষে ১০ হরিণের

কেরলে চিড়িয়াখানায় হরিণদের উপর ভয়াবহ হামলা পথ কুকুরদের(Street Dog)। ত্রিশূরে নবনির্মিত পুথুর চিড়িয়াখানা উদ্বোধন হয়েছে একমাসও হয়নি। তার...

ইডেনে অল-রাউন্ডারদের অতিরিক্ত গুরুত্ব, জুরেলকে নিয়ে ভারতীয় থিঙ্ক ট্যাঙ্কের ভাবনা কী?

ভারত দক্ষিণ আফ্রিকা প্রথম টেস্টে(Ind vs Sa Test) শুরু হওয়ার আগে চর্চার কেন্দ্রবিন্দুতে  ইডেনের পিচ। মঙ্গলবার অনুশীলনের দফায়...

দিল্লি বিস্ফোরণে ছিন্নভিন্ন দেহ সনাক্তকরণে ট্যাটু- টি-শার্টে ভরসা!

লালকেল্লার সামনে ভয়াবহ বিস্ফোরণের (Delhi blast near Red fort) জেরে মৃতদের সনাক্তকরণে বাড়ছে সমস্যা (Deadbody Identification)। দেহ ছিন্নভিন্ন...

দিল্লি বিস্ফোরণে ধৃত বেড়ে ১৫, তদন্তে দশ সদস্যের NIA টিম

লালকেল্লায় কাছে বিস্ফোরণ পরিকল্পনা মাফিক নয় বরং তাড়াহুড়োর জেরেই ঘটেছে এই ঘটনা, কি খাবার কেন্দ্রীয় রিপোর্টে উঠে এলো...
Exit mobile version