India Team: প্রোটিয়াদের বিরুদ্ধে প্রথম টেস্ট দিয়ে ২০২১ শেষ করেছে ভারত, ২০২২ সালে ঠাসা সূচি, একনজরে ভারতের সিরিজ সূচি

প্রোটিয়াদের বিরুদ্ধে তিন টেস্ট ম‍্যাচের সিরিজে প্রথম টেস্টে জয় পেয়েছে টিম ইন্ডিয়া। ২০২২ এর শুরুতেই ভারতকে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজের বাকি দুই টেস্ট ও তিনটি একদিনের ম‍্যাচ খেলতে নামবে।

শুরু হয়ে গিয়েছে ২০২২। ২০২১ এর মতই, ২০২২ সালেও একাধিক ম‍্যাচ খেলতে চলেছে বিরাট কোহলি( Virat Kohli), রোহিত শর্মারা(Rohit Sharma)। বর্তমানে, ভারতীয় দল( India Team) দক্ষিণ আফ্রিকা( South Africa) সফরে রয়েছে। ইতিমধ্যেই প্রোটিয়াদের বিরুদ্ধে তিন টেস্ট ম‍্যাচের সিরিজে প্রথম টেস্টে জয় পেয়েছে টিম ইন্ডিয়া। ২০২২ এর শুরুতেই ভারতকে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজের বাকি দুই টেস্ট ও তিনটি একদিনের ম‍্যাচ খেলতে নামবে।

একনজরে দেখে নেওয়া যাক টিম ইন্ডিয়ার ২০২২ এর সূচি :

৩-৭ জানুয়ারি – দ্বিতীয় টেস্ট, জোহানেসবার্গ
১১-১৫ জানুয়ারি – তৃতীয় টেস্ট, কেপটাউন
১৯ জানুয়ারি – প্রথম একদিনের ম‍্যাচ, পার্ল
২১ জানুয়ারি – দ্বিতীয় একদিনের ম‍্যাচ, পার্ল
২৩ জানুয়ারি – তৃতীয় একদিনের ম‍্যাচ, কেপটাউন

এরপরই ফেব্রুয়ারি মাসে ভারত সফরে আসবে ওয়েস্ট ইন্ডিজ। সেখানে তিনটি একদিনের ও তিনটি টি-২০ ম্যাচ খেলবে এই দুই দেশ।

৬ ফেব্রুয়ারি – প্রথম একদিনের ম‍্যাচ, আহমেদাবাদ
৯ ফেব্রুয়ারি – দ্বিতীয় একদিনের ম‍্যাচ, জয়পুর
১২ ফেব্রুয়ারি – তৃতীয় একদিনের ম‍্যাচ, কলকাতা
১৫ ফেব্রুয়ারি – প্রথম টি-২০, কটক
১৮ ফেব্রুয়ারি – দ্বিতীয় টি-২০, বিশাখাপত্তনম
২০ ফেব্রুয়ারি – তৃতীয় টি-২০, ত্রিবান্দ্রম

ওয়েস্ট ইন্ডিজের পর ফেব্রুয়ারি-মার্চে ভারতে সিরিজ রয়েছে শ্রীলঙ্কার। সেখানে দুটি টেস্ট ও তিনটি টি-২০ ম্যাচের সিরিজ খেলবে শ্রীলঙ্কা ও ভারত।

২৫ ফেব্রুয়ারি – প্রথম টেস্ট, বেঙ্গালুরু
৫ মার্চ – দ্বিতীয় টেস্ট, মোহালি
১৩ মার্চ – প্রথম টি-২০, মোহালি
১৫ মার্চ – দ্বিতীয় টি-২০, ধর্মশালা
১৮ মার্চ – তৃতীয় টি-২০, লখনউ

এরপর জুন মাসে দক্ষিণ আফ্রিকা দল আসবে ভারত সফরে। সেখানে মোট পাঁচটি টি-২০ ম‍্যাচ খেলবে এই দুই দেশ।

৯ জুন – প্রথম টি-২০, চেন্নাই
১২ জুন – দ্বিতীয় টি-২০, বেঙ্গালুরু
১৪ জুন – তৃতীয় টি-২০, নাগপুর
১৭ জুন – চতুর্থ টি-২০, রাজকোট
১৯ জুন – পঞ্চম টি-২০, দিল্লি

২০২১ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতের স্থগিত হওয়া পঞ্চম টেস্টটি আয়োজিত হবে জুন মাসে। এছাড়া ব্রিটেনে তিনটি টি-২০ ও তিনটি একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলবে ইংল্যান্ড ও ভারত।

১ জুলাই – পুনর্নিধারিত পঞ্চম টেস্ট, বার্মিংহ্যাম
৭ জুলাই – প্রথম টি-২০, সাউদাম্পটন
৯ জুলাই – দ্বিতীয় টি-২০, বার্মিংহ্যাম
১০ জুলাই – তৃতীয় টি-২০, নটিংহ্যাম
১২ জুলাই – প্রথম একদিনের ম‍্যাচ, লন্ডন
১৪ জুলাই – দ্বিতীয় একদিনের ম‍্যাচ, লন্ডন
১৭ জুলাই – তৃতীয় একদিনের ম‍্যাচ, ম‍্যাঞ্চেস্টার

সেপ্টেম্বর মাসে শ্রীলঙ্কায় এশিয়া কাপ খেলতে যাবে ভারতীয় দল। টি-২০ বিশ্বকাপের কথা মাথায় রেখে এবারেও এশিয়া কাপের ফর্ম্যাট হবে টি-২০। এরপর সেপ্টেম্বর থেকে নভেম্বরে ভারতে বর্ডার-গাভাস্কার ট্রফি খেলতে আসবে অস্ট্রেলিয়া। চারটি টেস্ট ও তিনটি টি-২০ ম‍্যাচ খেলবে এই দুই দেশ।

১৬ অক্টোবর থেকে ১৩ নভেম্বর অস্ট্রেলিয়ায় আয়োজিত হবে টি-২০ বিশ্বকাপ। এরপর নভেম্বরে দুটি টেস্ট ও তিনটি একদিনের ম‍্যাচ খেলতে বাংলাদেশে যাবে ভারত। আর বছরের শেষে ডিসেম্বরে শ্রীলঙ্কা পাঁচটি একদিনের ম‍্যাচ খেলতে আসবে ভারতে।

আরও পড়ুন:Babar Azam: ফের একবার ভারতকে খোঁচা পাকিস্তান অধিনায়ক বাবর আজমের

Previous articleCovid Restrictions:লোকাল ট্রেন ও মেট্রোয় বিধিনিষেধ, বাস-অটোয় আপাতত ছাড়
Next articleKAFHIL KHAN: বাংলার ঢঙে উত্তরপ্রদেশেও বিজেপি-বিরোধী মঞ্চ গড়া জরুরি, মন্তব্য কাফিল খানের