Saturday, November 15, 2025

নববর্ষে মোদির ‘উপহার’, পোস্ট অফিসে ১০ হাজারের বেশি জমা করলেই ন্যূনতম ২৫ টাকা চার্জ

Date:

নতুন বছরের শুরুতেই দেশবাসীর ওপর খরচের বোঝা আরো খানিক চাপিয়ে দিল মোদি সরকার(Modi government)। এখন থেকে ডাক বিভাগে ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাঙ্কে(India post payment Bank) টাকা রাখতে গেলেও গুনতে হবে চার্জ। মাসে ১০ হাজার টাকার বেশি জমা করলেই ০.৫ শতাংশ বাড়তি খরচ বহন করতে হবে চার্জ হিসেবে যা ন্যূনতম ২৫ টাকা। শুধু তাই নয় বিনামূল্যে টাকা তোলার সীমা বেঁধে দেওয়া হচ্ছে। এক্ষেত্রেও মাসে ২৫ হাজারের বেশি টাকা তুললে বাড়তি ০.৫ শতাংশ কর গুনতে হবে। ১ জানুয়ারি থেকে পোস্ট অফিসের সেভিংস ও কারেন্ট অ্যাকাউন্টের ক্ষেত্রে লাগু হয়েছে এই নিয়ম। স্বাভাবিকভাবেই এই ঘটনায় রীতিমতো ক্ষুব্ধ পোস্ট অফিসের গ্ৰাহকরা।

গত ৩০ ডিসেম্বর কেন্দ্র সরকারের নিয়ন্ত্রণে থাকা ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাঙ্কের তরফে জারি করা হয়েছিল এই নির্দেশিকা। যা লাগু হয়ে গিয়েছে ১ জানুয়ারি থেকে। কেন্দ্রে প্রকাশিত নির্দেশিকায় বলা হয়েছিল, মাসে চার বারের বেশি টাকা তুললে ০.৫ শতাংশ বাড়তি কর দিতে হবে। পাশাপাশি মাসে ১০ হাজার টাকার বেশি জমা করলেই ০.৫ শতাংশ বাড়তি খরচ বহন করতে হবে। তবে কেন্দ্রের এহেন সিদ্ধান্তে রীতিমতো সিঁদুরে মেঘ দেখছেন সাধারন মানুষ। আন্দোলন না হলে আগামী দিনে সমস্ত ব্যাংকের ক্ষেত্রে এই নিয়ম কার্যকর হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

আরও পড়ুন:অভিষেকের সংবর্ধনা অনুষ্ঠানের অনুমতি বাতিল: “কিসের এত ভয়?” বিপ্লবকে তোপ তৃণমূলের

তবে সরকারের এই সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানিয়েছে তৃণমূল। এ প্রসঙ্গে তৃণমূল বিধায়ক তথা রাজ্যের পূর্ত ও আ‌ইনমন্ত্রী মলয় ঘটক বলেন, দেশবাসীকে ভিক্ষার ঝুলি হাতে ধরানোর পরিকল্পনা নিয়েছে মোদি সরকার। মানুষকে টাকা জমা করতেও যদি সুদ দিতে হয় তাহলে টাকা কোথায় রাখবে? মোদি সরকার দেশের ব্যাঙ্কিং ব্যবস্থাকে ভেঙে দিতে চাইছে। দেশকে বিদেশি লগ্নিকারীদের হাতে তুলে দিতেই এই ধরনের জনবিরোধী সিদ্ধান্ত। অবিলম্বে কেন্দ্র এই সিদ্ধান্ত প্রত্যাহার করুক।

Related articles

কাপড়ের ব্যবসা করে জীবন কাটাচ্ছেন ধর্ষণের দায়ে জেল খাটা বলিউড নায়ক!

বলিউডের (Bollywood) একসময়ের নামকরা হিরো এখন রিয়েল লাইফে জিরো। 'গ্যাংস্টার'-এর মতো সুপারহিট সিনেমায় অভিনয়ের পর ধর্ষণের দায়ে সাত...

ডিসেম্বরেই সম্পন্ন হবে নিয়োগ প্রক্রিয়া! এসএসসির তালিকা প্রকাশ হতেই জানালেন শিক্ষামন্ত্রী

কারা ডাক পেলেন একাদশ-দ্বাদশ শ্রেণির ইন্টারভিউ তালিকায়, এবার সেই নাম প্রকাশ করল এসএসসি। শনিবার ২০ হাজার নামের এক...

চলতি মাসেই কাজ শেষের লক্ষ্য! এসআইআর ফর্ম সংগ্রহে কড়া নির্দেশ মুখ্য নির্বাচনী আধিকারিকের

রাজ্যের সমস্ত ভোটদাতার কাছ থেকে এসআইআর ফর্ম সংগ্রহের কাজে আরও গতি আনতে নির্দেশ দিলেন মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ...

পাঁচ দফা দাবিতে শিলিগুড়িতে বাংলা পক্ষের মহামিছিলে জনজোয়ার

পাঁচ দফা দাবিকে সামনে রেখে শনিবার শিলিগুড়িতে অনুষ্ঠিত হল বাংলা পক্ষের মহামিছিল। বাঙালি জাতীয়তাবাদী এই সংগঠনের ডাকে হাজার...
Exit mobile version