Saturday, November 15, 2025

অভিষেকের সংবর্ধনা অনুষ্ঠানের অনুমতি বাতিল: “কিসের এত ভয়?” বিপ্লবকে তোপ তৃণমূলের

Date:

একগুচ্ছ কর্মসূচিসহ দু’দিনের সফরে ত্রিপুরায় পা রেখেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়(Abhishek Banerjee)। এদিন চতুর্দশ দেবতার মন্দিরে পুজো দেওয়ার পর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যাওয়ার কথা ছিল বড়মুড়া আদিবাসীদের এক সংবর্ধনা অনুষ্ঠানে। তবে শেষ মুহূর্তে সেই অনুষ্ঠানের অনুমতি বাতিল করে দিল ত্রিপুরা প্রশাসন(Tripura government)। শেষ বেলায় হঠাৎ এই অনুমতি বাতিল পুরোপুরি রাজনৈতিক ষড়যন্ত্র হিসেবে দেখছে ঘাসফুল শিবির(TMC)। স্বাভাবিকভাবেই এই ঘটনার নিন্দা করে কড়া ভাষায় তোপ দাগা হয়েছে তৃণমূলের তরফে। এক টুইটে ত্রিপুরা তৃণমূলের তরফে লেখা হয়েছে, কিসের এত ভয় বিপ্লব দেব?

রবিবার প্রশাসনের তরফে অনুষ্ঠানের অনুমতির শেষবেলায় বাতিল করার পর ত্রিপুরা তৃণমূলের তরফে বিপ্লব দেবের সরকারকে তোপ দেগে টুইটে লেখা হয়েছে, “কিসের এত ভয় বিপ্লব দেব? আজ বারামুড়া ইসিও পার্কে অভিষেকের অনুষ্ঠান শেষ মুহূর্তে বাতিল করেছে প্রশাসন। লজ্জা।
তবে বিজেপির এই ভয় দেখানোর কৌশলে আমরা ভয় পাবো না।” এদিকে এই অনুমতি বাতিল প্রসঙ্গে ত্রিপুরা প্রশাসনের তরফে জানানো হয়েছে ওই এলাকায় আগে থেকে একটি অরাজনৈতিক সংগঠনের অনুষ্ঠান রয়েছে যার জন্য নতুন করে সংবর্ধনা অনুষ্ঠানের অনুমতি দেওয়া যাবে না। তবে অনুষ্ঠানের শেষ বেলায় কেন এভাবে অনুমতি বাতিল করা হলো তার কোনো সদুত্তর নেই প্রশাসনের কাছে।

এদিকে আজ ত্রিপুরার মাটিতে পা দেখিয়ে চাঁচাছোলা ভাষায় বিজেপিকে আক্রমণ জানিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিপ্লব দেবকে তোপ দেগে তিনি বলেন, “বিপ্লব দেব রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে গেছে। আর তার নেতৃত্বে হার্মাদের উল্লাসমঞ্চে পরিণত হয়েছে ত্রিপুরা। মানুষের উপর অত্যাচার ও দুয়ারে গুন্ডা মডেল চলছে এখানে। তবে এটা বেশিদিন চলবে না এখানে ‘দুয়ারে সরকার’ হবে।

শুধু তাই নয়, উন্নয়নকে হাতিয়ার করে পশ্চিমবঙ্গ মডেল তুলে ধরে অভিষেক বন্দ্যোপাধ্যায় এদিন সরাসরি চ্যালেঞ্জ জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে। অভিষেক বলেন, “ত্রিপুরাতে কোনরকম উন্নয়ন হয়নি। এখানকার রাস্তাঘাট মরণ ফাঁদে পরিণত হয়েছে। কটা বিশ্ববিদ্যালয় হয়েছে? কটা মেডিকেল কলেজ হচ্ছে? লড়াই করতে হলে উন্নয়নের মডেলে লড়াই হোক। বিরোধীদের ওপর গুন্ডা দিয়ে হামলা চালিয়ে নয়। বিজেপি সরকারের আমলে কি উন্নয়ন হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাঁর রিপোর্ট কার্ড আনুন, পশ্চিমবঙ্গে কী উন্নয়ন হয়েছে আমরা রিপোর্ট কার্ড আনব। দেখি কারা কত কাজ করেছে।”

Related articles

শনির সকালে বড়বাজারে ভয়াবহ আগুন, এজরা স্ট্রিটে জ্বলছে একের পর এক বিল্ডিং! 

সকালের আলো ভালো করে ফোটার আগেই শহরে ভয়াবহ অগ্নিকাণ্ড। শনিবার এজরা স্ট্রিটের ইলেকট্রিক সামগ্রীর দোকানে বিধ্বংসী আগুন থেকে...

বাজেয়াপ্ত করা বিস্ফোরকেই বিস্ফোরণ! জম্মু ও কাশ্মীরের নওগাম থানায় আহত অন্তত ৮

দিল্লি বিস্ফোরণের প্রেক্ষিতে দিল্লি পুলিশের পাশাপাশি, হরিয়ানা পুলিশ ও জম্মু ও কাশ্মীর পুলিশ (Jammu and Kashmir police) লাগাতার...

জনজাতীয় গৌরব দিবস: বীরসা মুন্ডার জন্মদিনে শ্রদ্ধা ও আদিবাসী ঐতিহ্য উদযাপন

সি পি রাধাকৃষ্ণণ, ভারতের উপ-রাষ্ট্রপতি আজ আদিবাসী আন্দোলনের অন্যতম নেতা বীরসা মুন্ডার (Birsa Munda) জন্মদিবস। এই দিনটিকে জনজাতীয় গৌরব...

রবীন্দ্র সরোবরের ছয় ক্লাবের সঙ্গে চুক্তি: সম্পূর্ণ আইনি পথে কর্পোরেশন

প্রায় পাঁচ দশক পর রাবীন্দ্র সরোবর চত্বরে অবস্থিত ছ’টি ক্লাবের সঙ্গে প্রথমবারের মতো আনুষ্ঠানিক ভাড়ার চুক্তি করল কলকাতা...
Exit mobile version