Sunday, August 24, 2025

Covid Restriction:বাতিল ব্রিটেনের বিমান, সপ্তাহে দু’দিন চলবে মুম্বই ও দিল্লির উড়ান

Date:

করোনা সংক্রমণ রুখতে সোমবার থেকে চালু হচ্ছে একগুচ্ছ বিধিনিষেধ। রবিবার নবান্নে সাংবাদিক বৈঠকে বেশ কিছু বিধিনিষেধের কথা ঘোষণা করেন রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী। লোকাল ট্রেন ও মেট্রো পরিষেবার বিষয়ে নিষেধাজ্ঞা জারি করলেও মুখ্যসচিব বলেন, “সোমবার থেকে ব্রিটেনের কোনও বিমানকে শহরে নামতে দেওয়া হবে না।”পাশাপাশি দিল্লি ও মুম্বইগামী বিমানের ক্ষেত্রে কিছু নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।আপাতত ১৫ জানুয়ারি পর্যন্ত এই বিধিনিষেধ জারি হয়েছে।

আরও পড়ুন:Covid Restrictions:লোকাল ট্রেন ও মেট্রোয় বিধিনিষেধ, বাস-অটোয় আপাতত ছাড়

রবিবার নবান্ন থেকে একাধিক বিধিনিষেধের কথা ঘোষণা করেছেন মুখ্যসচিব। বৈঠকে হরিকৃষ্ণ দ্বিবেদী বলেন, আপাতত মুম্বই এবং দিল্লি থেকে সপ্তাহে দু’দিন(সোম এবং শুক্রবার) বিমান পরিষেবা চালু থাকবে।বাকি দিনগুলিতে এই দুটি শহর থেকে আসা বিমান কলকাতা বিমানবন্দরে নামার অনুমতি দেওয়া হবে না। একইসঙ্গে আন্তর্জাতিক বিমান থেকে আসা সকল বিমানযাত্রীদের জন্য কড়া বিধিনিষেধ জারি করা হয়েছে। নির্দেশিকায় বলা হয়েছে  ঝুঁকিপূর্ণ ছাড়াও বাকি দেশগুলি থেকে আসা যাত্রীদের জন্য বিমানবন্দরে কোভিড টেস্ট বাধ্যতামূলক করা হয়েছে। ১০ শতাংশ যাত্রীর আরটিপিসিআর টেস্ট করা হবে। বাকি ৯০ শতাংশ যাত্রীর র‍্যাপিড অ্যান্টিজেন টেস্ট করতে হবে। নিজেদের খরচেই এই টেস্ট করা বাধ্যতামূলক। র‍্যাপিড আন্টিজেন টেস্টের রিপোর্ট পজিটিভ এলে RTPCR টেস্ট করতে হবে।

এছাড়াও বিমানবন্দরে ভিড় এড়ানোর জন্য যাত্রীদের আগে থেকে টেস্ট বুক করে রাখতে হবে। বিমান সংস্থাগুলিকেই এব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে।

Related articles

পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্পে নাম নথিভুক্তি শুরু

পরিযায়ী শ্রমিকদের সুবিধার্থে এবার আরও এক পদক্ষেপ রাজ্য সরকারের। ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচির আওতায় দুয়ারে সরকার শিবিরেও...

‘নিখুঁত ভুলগুলি’, উৎপল সিনহার কলম

একটা দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান হয়ে ওঠে ...একটি দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান...

ষোলতেই ১৩০ কেজি! ছেলের খাবার জোগাতেই নাজেহাল বাবা-মা

মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার কাবিলপুর পঞ্চায়েতের মথুরাপুর গ্রাম। এখানেই থাকেন দিনমজুর মুনশাদ আলি। তাঁর ছোট ছেলে জিশান আলি...

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...
Exit mobile version