Sunday, August 24, 2025

Belur Math:করোনার জের, অনির্দিষ্টকালের জন্য বন্ধ বেলুড় মঠ, বটানিক্যাল গার্ডেন

Date:

রাজ্যজুড়ে লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণ। মাথাচাড়া দিয়েছে করোনার নতুন স্ট্রেন ওমিক্রনও। এমতাবস্থায় রবিবারই পর্যটনকেন্দ্রগুলি বন্ধের নির্দেশ দিয়েছে নবান্ন। সেই নির্দেশ মেনে আজ থেকেই অনির্দিষ্টকালের জন্য বেলুড় মঠ বন্ধের সিদ্ধান্ত নিয়েছে মঠ কর্তৃপক্ষ।

আরও পড়ুন:বিধি-নিষেধের কড়াকড়িতে বাঙালির উইক-এন্ডের দুই সেরা ডেস্টিনেশন দিঘা-সোনাঝুরি শুনশান

রবিবার রাতেই মঠ কর্তৃপক্ষের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘সকলের অবগতির জন্য জানানো হচ্ছে যে, পুনরায় সরকারের তরফে না জানানো পর্যন্ত বেলুড় মঠ প্রাঙ্গন ভক্ত ও দর্শনার্থীদের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। পশ্চিমবঙ্গ সরকারের ২ জানুয়ারি ২০২২ তারিখের কোভিড-১৯ সংক্রান্ত নির্দেশিকা অনুসারে উপরোক্ত সিদ্ধান্তটি নেওয়া হয়েছে।’ এর আগেই ১ জানুয়ারি থেকে ৪ জানুয়ারি পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত জানানো হয়েছিল। ১ জানুয়ারি কল্পতরু উৎসবেও এবার ভক্তদের প্রবেশ নিষেধ রাখা হয়েছিল।

নবান্নের নির্দেশ মেনে বেলুড় ছাড়া অন্য মন্দির ও তীর্থস্থানগুলিও ভক্ত ও দর্শনার্থীদের জন্য দরজা বন্ধের পথে হাঁটবে। রবিবারই তারাপীঠ মন্দির কর্তৃপক্ষ জানিয়েছিলেন, দ্রুত তারা বৈঠক করে এ নিয়ে সিদ্ধান্ত নেবেন।সরকারি নির্দেশ মেনে সোমবার বটানিক্যাল গার্ডেনও বন্ধের সিদ্ধান্ত নিয়েছে। বিজ্ঞপ্তি জারি করে এই সিদ্ধান্তে কথা জানা হয়েছে।

রবিবার সাংবাদিক বৈঠকে মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী জানান, সোমবার থেকে স্কুল,কলেজ ,বিশ্ববিদ্যালয়-সহ সমস্ত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখা হবে। পাশাপাশি চিড়িয়াখানা ও বিনোদন পার্ক বন্ধেরও নির্দেশ দেওয়া হয়েছে।

Related articles

পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্পে নাম নথিভুক্তি শুরু

পরিযায়ী শ্রমিকদের সুবিধার্থে এবার আরও এক পদক্ষেপ রাজ্য সরকারের। ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচির আওতায় দুয়ারে সরকার শিবিরেও...

‘নিখুঁত ভুলগুলি’, উৎপল সিনহার কলম

একটা দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান হয়ে ওঠে ...একটি দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান...

ষোলতেই ১৩০ কেজি! ছেলের খাবার জোগাতেই নাজেহাল বাবা-মা

মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার কাবিলপুর পঞ্চায়েতের মথুরাপুর গ্রাম। এখানেই থাকেন দিনমজুর মুনশাদ আলি। তাঁর ছোট ছেলে জিশান আলি...

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...
Exit mobile version