Saturday, August 23, 2025

বিধি-নিষেধের কড়াকড়িতে বাঙালির উইক-এন্ডের দুই সেরা ডেস্টিনেশন দিঘা-সোনাঝুরি শুনশান

Date:

দু’দিন আগে পর্যন্ত যেখানে তিল ধারণের জায়গা ছিল না, শুধু কালো মাথার ভিড়, ঠিক সেখানেই কয়েক ঘন্টার মধ্যে শুনশানের চেহারা। ঠিক ধরেছেন, বাঙালির উইক-এন্ডের সেরা ডেস্টিনেশন দিঘা (Digha) এখন খাঁ খাঁ করছে। রাজ্যে করোনা (Corona) এবং ওমিক্রনের (Omicron) প্রকোপ বাড়তেই নিমেষে ফাঁকা হয়ে গিয়েছে দিঘার সমুদ্র সৈকত। কড়া বিধি-নিষেধের জেরে আজ, সোমবার সকাল থেকেই শুনশান দিঘা। সমুদ্রের প্রতিটি প্রতিটি এন্ট্রান্স-এ যাওয়ার রাস্তায় ট্রাফিক ব্যারিকেড দিয়ে ঘিরে দেওয়া হয়েছে। নজরদারি চালানোর জন্য মোতায়েন করা হয়েছে পুলিশ। সবকটি পার্কের গেট বন্ধ করে দেওয়া হয়েছে। এদিন সকাল থেকে পর্যটকরা দল বেঁধে দিঘা ছাড়তে শুরু করেছেন। অথচ এই দিঘাতেই বড়দিনের লম্বা ছুটিতে গত ১০ বছরের ভিড়ের সমস্ত রেকর্ড ভেঙে গিয়েছিল।

আরও পড়ুন:Covid-19: করোনার কবলে চিত্তরঞ্জন সেবাসদন, চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী সমেত আক্রান্ত মোট ৩৬

অন্যদিকে, ভ্রমণপিপাসু বাঙালির আরেক উইক-এন্ড গন্তব্য
সোনাঝুরির (Sonajhuri) হাট বন্ধ করল পুলিশ-প্রশাসন। করোনা ও ওমিক্রন সংক্রমনের উত্তরোত্তর বৃদ্ধির কারণে শান্তিনিকেতনের সোনাঝুরি লাগোয়া খোয়াইয়ের হাট বন্ধ করলো শান্তিনিকেতন পুলিশ। শীত কমতেই নভেম্বর মাস থেকে সোনাঝুরি হাট নিয়মিত বসতে শুরু করে। অহরহ পর্যটক সমাগম হতে থাকে সেখানে। ফলে করোনা সংক্রমণ ঠেকাতে আজ, সোমবার সকালে পসরা নিয়ে বসা শিল্পী ও ব্যবসায়ীদের উঠে যাওয়ার নির্দেশ দিল পুলিশ-প্রশাসন। পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত সোনাঝুরির হাট বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে হাট কমিটিকে।

সোনাঝুরির পাশাপাশি শান্তিনিকেতনের বিভিন্ন পিকনিক স্পট, সৃজনী শিল্প গ্রাম কোপাই ও অজয় নদীর চরেও পর্যটক সমাগমে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে প্রশাসনের তরফে। গত রবিবার পর্যন্ত সোনাঝুরির হাটে কয়েক হাজার পর্যটক ভিড় করেছিলেন। কিন্তু এদিন পুলিশ প্রশাসন হাট খালি করে দেওয়ার পর কার্যত শুনশান খোয়াই।

Related articles

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...

রাজ্যে শুরু SIR প্রস্তুতি: একাধিক পদক্ষেপ নির্বাচন কমিশনের

গোটা দেশেই এসআইআর লাগু হবে ঘোষণা করে দিয়েছিলেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার (Gyanesh Kumar)। বিহারে ৬৫ হাজার...

আস্থা কোথায়? প্রধানমন্ত্রীর সভার দিন বুঝিয়ে দিলেন দিলীপ, কটাক্ষ তৃণমূলের

দৃশ্য এক, বিজেপির নক্ষত্রখচিত মঞ্চ। মালা, উত্তরীয়তে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (Narendra Modi) বরণ করছেন একের পর এক বঙ্গবিজেপির...
Exit mobile version