১) করোনায় আক্রান্ত লিওনেল মেসি। রবিবার এমনটাই জানান হল পিএসজির পক্ষ থেকে। শুধু মেসি নন, করোনায় আক্রান্ত দলের আরও তিন ফুটবলার। এরা হলেন, জুয়ান বার্নাট, সার্জিও রিকো এবং ন্যাথন বিটুমাজালা।
২) সোমবার জোহানেসবার্গে নামার আগে ভারত অধিনায়ক বিরাট কোহলির প্রশংসায় মাতলেন টিম ইন্ডিয়ার কোচ রাহুল দ্রাবিড়। মানসিক দিক থেকে দল অনেক ভাল জায়গায় রয়েছে এবং বিরাট এ ব্যাপারে বাকিদের নেতৃত্ব দিচ্ছে’, বললেন দ্রাবিড়।
৩) গোলাপি টেস্টের আগে করোনায় আক্রান্ত হলেন অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেটার গ্লেন ম্যাকগ্রা। ৫ জানুয়ারি থেকে শুরু হচ্ছে অস্ট্রেলিয়া-ইংল্যান্ড চতুর্থ টেস্ট। এই টেস্টটি গোলাপি টেস্টে নামেই পরিচিত। সেই টেস্টে তিনি উপস্থিত থাকতে পারবেন না বলেই মনে করা হচ্ছে।
৪) ফের একবার ভারতকে খোঁচা পাকিস্তান অধিনায়ক বাবর আজমের। বললেন,’দল হিসাবে আমাদের বড় প্রাপ্তি ছিল ভারতের বিরুদ্ধে জয়। সেই ১৯৯২ সাল থেকে বিশ্বকাপে ভারতকে হারাতে পারিনি’।
৫) সোমবার জোহানেসবার্গে একাধিক রেকর্ডের সামনে দাঁড়িয়ে বিরাট কোহলি। সেক্ষেত্রে টপকে যাওয়ার সুযোগ রয়েছে ভারতের প্রাক্তন ক্রিকেটার রাহুল দ্রাবিড়, নিউজিল্যান্ডের প্রাক্তন ব্যাটার জন রিডকে।