Sunday, August 24, 2025

বাংলা সহ গোটা দেশজুড়েই ফের দাবানলের গতিতে ছড়িয়ে পড়েছে করোনা সংক্রমণ। বিশেষজ্ঞদের মধ্যে অনেকেই এটাকে কোভিদের তৃতীয় ঢেউ বলছেন। গোদের উপর বিষ ফোঁড়ার মতো উদ্বেগ বাড়িয়েছে ওমিক্রনও।

কিন্তু এই ওমিক্রনের উপসর্গ কী?

বিশিষ্ট চিকিৎসক ডাক্তার কুণাল সরকার জানাচ্ছেন, ওমিক্রন সংক্রমণে মূলত হালকা জ্বর, নাক দিয়ে ক্রমাগত জল পড়া, গলা খুসখুস, হালকা কাশির মতো একাধিক উপসর্গ দেখা যায়। এই ভাইরাস মূলত গলা পর্যন্ত গিয়ে আটকে যাচ্ছে।ফুসফুসের উপর খুব একটা প্রভাব ফেলতে পারছ না। দুটি ভ্যাকসিন নেওয়ার আছে যাঁদের, তাঁরা আক্রান্ত হলে ঝুঁকি অনেকটাই কম। তবে ওমিক্রন অনেক দ্রুত সংক্রমণ ছড়াতে সক্ষম।

আরও পড়ুন:রাজ্যে সংক্রমণের বাড়বাড়ন্তের মাঝেই শুরু ১৫-১৮ বয়সসীদের টিকাকরণ

প্রাথমিক ভাবে বিশেষজ্ঞদের ধারণা, উপসর্গ মৃদু হলেও সংক্রমণ ক্ষমতায় অন্য রূপগুলিকে স্বচ্ছন্দে টেক্কা দিতে পারে ওমিক্রন। আপনার শরীরে এই ধরণের কোনও উপসর্গ দেখা দিলেন চিকিৎসকদের পরামর্শ নিয়ে টেস্ট করানোর উপদেশ দিচ্ছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা।

ওমিক্রনের উপসর্গ নিয়ে ডাক্তার শুভ্রজ্যোতি ভৌমিক বলছেন, মাথা ধরা, নাক থেকে জল পড়া, হাঁচি বা ক্লান্ত লাগার মতো লক্ষণ দেখা যাচ্ছে অনেক বেশি।

তবে এই উপসর্গগুলি ছাড়া আরও দু’টি লক্ষণ ওমিক্রন আক্রান্তদের মধ্যে বেশ প্রবল বলে মত গবেষকদের। এই দু’টি লক্ষণ হল, বমি ও ক্ষুধামান্দ্য। অনেকের ক্ষেত্রে আবার দেখা যাচ্ছে, হাতে-পায়ের ঘা, ক্ষত ও চুলকানির মতো সমস্যাও।
দু’টি টিকা সম্পূর্ণ হয়ে গিয়েছে এমন মানুষদের মধ্যেও এই উপসর্গগুলি দেখা যাচ্ছে। কাজেই টিকা নেওয়া থাকলেও ভাইরাস আক্রান্ত হওয়ার আশঙ্কা কিন্তু রয়েই যাচ্ছে। তবে যাঁরা টিকা নিয়েছেন, তাঁদের ওমিক্রন খুব একটা কাবু করতে পারবে না বলেই ভরসা দিচ্ছেন বিশেষজ্ঞরা।

Related articles

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...

ফলতা প্রাথমিক বিদ্যালয়ে ইলিশ উৎসব, পড়ুয়াদের জন্য পাতে ভাপা–ভাজা ইলিশ

বাজারে ইলিশের যা আগুন ছোঁয়া দাম তাতে উচ্চবিত্তদেরই পাতে ইলিশ জোটাতে হিমশিম খাওয়ার জোগাড়। কিন্তু সেই  দুর্মূল্যের বাজারেই...

আমেরিকায় চিঠি–পার্সেল পাঠানোয় বিধিনিষেধ, সিদ্ধান্ত কেন্দ্রীয় ডাক বিভাগের 

ভারত–মার্কিন শুল্কযুদ্ধের জেরে এবার বড়সড় প্রভাব পড়ল ডাক পরিষেবায়। আমেরিকায় চিঠি ও পার্সেল পাঠানোর প্রক্রিয়ায় বিধিনিষেধ জারি করল...

ডেঙ্গি সংক্রমণ রুখতে তৎপর রাজ্য! জেলাগুলিকে একগুচ্ছ কড়া নির্দেশ মুখ্যসচিবের 

রাজ্যে ডেঙ্গি সংক্রমণ ক্রমশ বাড়তে থাকায় শনিবার নবান্নে জেলাশাসক ও স্বাস্থ্য দফতরের আধিকারিকদের নিয়ে জরুরি বৈঠকে বসেন মুখ্যসচিব...
Exit mobile version