Monday, May 5, 2025

রাজ্যে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণ। কলকাতা মহানগরীতে সংক্রমণ যথেষ্ট উদ্বেগজনক।ইতিমধ্যেই স্কুল কলেজ, বিশ্ববিদ্যালয় বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে রাজ্যসরকার। জারি করা হয়েছে একাধিক কঠোর বিধিনিষেধ। এবার করোনা সংক্রমণের এই পরিস্থিতির জেরে বিধানসভার স্ট্যান্ডিং কমিটির বৈঠকও বাতিল করা হল। পশ্চিমবঙ্গের বিধানসভায় স্ট্যান্ডিং ও হাউস মিলিয়ে মোট ৪১ টি কমিটি রয়েছে। সেই সবগুলিতেই আপাতত সমস্ত বৈঠক বন্ধ করা হয়েছে। অন্যান্য সব কমিটির বৈঠকও বাতিল করা হয়েছে। পাশাপাশি বিভিন্ন জায়গায় কমিটির সদস্যদের পরিদর্শনও বাতিল করা হয়েছে। একইসঙ্গে বিধানসভার কর্মীদের হাজিরাও ৫০ শতাংশ করা হল। পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত এই ব্যবস্থা কার্যকরী থাকবে। মূলত বিধানসভার চৌহদ্দির মধ্যে সংক্রমণ যাতে কিছুতেই না ছড়ায় সেটাই নিশ্চিত করা হচ্ছে।

রাজ্যে লাফিয়ে লাফিয়ে বাড়ছে সংক্রমণ। রাজ্যে সাধারণভাবে রবিবার করোনা পরীক্ষার হার কিছুটা কম থাকে। কিন্তু তারপরেও ৬ হাজারের উপরে দৈনিক সংক্রমণ। উল্লেখ্য, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৬,০৭৮ জন। এরমধ্যে কলকাতায় নতুন করে আক্রান্ত হয়েছেন ২,৮০১ জন। উত্তর ২৪ পরগনাতেও হাজারের গন্ডি পেরিয়েছে সংক্রমণ। নতুন করে আক্রান্ত হয়েছেন ১,০৫৭ জন। রাজ্যে পজিটিভি রেট পৌঁছে গিয়েছে ২০ শতাংশের কাছাকাছি। মৃত্যু হয়েছে ১৩ জনের। প্রসঙ্গত, রাজ্যে করোনা সংক্রমণের গ্রাফ ঊর্ধ্বমুখী হতেই রবিবার রাজ্যজুড়ে একাধিক কড়া বিধিনিষেধ আরোপের কথা ঘোষণা করে রাজ্য সরকার। সোমবার থেকে লাগু হয়েছে সেইসব বিধিনিষেধ।

আরও পড়ুন- Akhilesh Yadav: ‘‌শ্রীকৃষ্ণ স্বপ্নে বলেছেন আমিই রাম–রাজ্য গড়ব’‌, দাবি অখিলেশ যাদবের

Related articles

কড়া নজরদারিতে রাজ্য নির্বিঘ্নে হল নিট পরীক্ষা

চলতি বছর রবিবার হয়ে গেল ডাক্তারি কোর্সে ভর্তির সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষা।  ন্যাশনাল টেস্টিং এজেন্সির তত্ত্বাবধানে গোটা দেশজুড়ে প্রায়...

পরপর ছয় বলে ছটা ছয়, ইতিহাস তৈরি রিয়ান পরাগের

ইডেন গার্ডেন্সে রাজস্থান রয়্যালস(RR) জিতে পারেনি ঠিকই। কিন্তু ঐতিহ্যের ইডেনেই ইতিহাস তৈরি করলেন রিয়ান পরাগ(Riyan Parag)। পরপর ছয়...

ব্যানার-হোর্ডিংয়ে ছেয়ে গিয়েছে এলাকা! মুর্শিদাবাদে মুখ্যমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত তৃণমূল 

সোমবার ঝটিকা সফরে মুর্শিদাবাদে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার সকালে বহরমপুর থেকে রওনা হয়ে তিনি পৌঁছাবেন ধুলিয়ানে। সূত্রের...

পাক রেঞ্জারের বদলে পূর্ণম কুমার! কতটা আশার আলো দেখছেন স্ত্রী

পাকিস্তানের সেনার হাতে বন্দি রিষড়ার বিএসএফ (BSF) জওয়ান পূর্ণম কুমার সাউ। স্বামীকে ফিরিয়ে আনতে ফিরোজপুর সীমান্ত পর্যন্ত গিয়েছিলেন...
Exit mobile version