Thursday, November 13, 2025

করোনার সংক্রমণ বৃদ্ধির সময় কাউকে যেন না খেয়ে থাকতে না হয়, তার জন্য বিশেষ ব্যবস্থা নিল রাজ্য সরকার। দুঃস্থদের বাড়ি বাড়ি খাবার পৌঁছনোর নির্দেশ দিলেন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী (Harikrisna Dwivedi)। মঙ্গলবার, সব জেলাশাসককে এই নির্দেশ দেওয়া হয়েছে। চাল, ডাল, মুড়ি, বিস্কুট প্যাকেট করে পৌঁছে দেওয়া হবে। বাড়ি পর্যন্ত খাবার পৌঁছে দেওয়ার ব্যবস্থা করার নির্দেশ দেওয়া হয়েছে। প্রয়োজনে স্থানীয় পুলিশের (Police) সাহায্য নেওয়ার পরামর্শ দিয়েছে নবান্ন (Nabanna)।

রাজ্যে করোনার (Corona) সংক্রমণ রুখতে বেশ কিছু বিধিনিষেধ আরোপ করা হয়েছে। কলকাতা-সহ সংলগ্ন এলাকায় জারি হয়েছে কনটেনমেন্ট (Contentment) এবং মাইক্রো কনটেনমেন্ট জোন (Zone)। এতে দিনমজুরি করা মানুষের কর্মসংস্থানের সমস্যা হচ্ছে। সংক্রমণ বাড়লে আগামী দিনে এই সমস্যা আরও প্রকট হতে পারে। এই পরিস্থিতিতে রাজ্য সরকার কোনও ঝুঁকি নিতে চাইছে না বলেই নবান্ন সূত্রে খবর। একজন মানুষকেও যাতে না খেয়ে থাকতে না হয় তার জন্য প্রথম থেকেই প্রস্তুত রাজ্য সরকার। চাল, ডাল, বিস্কুট-সহ শুকনো খাবার দুঃস্থদের বাড়ি বাড়ি পৌঁছে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাজ্যের প্রত্যেক জেলাশাসককে এই বিষয়ে নির্দেশ দেওয়া হয়েছে। এর জন্য প্রয়োজনে জেলা প্রশাসনকে পুলিশের সাহায্য নেওয়ার কথা বলা হয়েছে।

পাশাপাশি, যাঁরা হোম আইসোলেশনে রয়েছেন, তাঁদেরও জন্যও নবান্নের তরফে এই ব্যবস্থা করতে বলা হয়েছে। তবে শুধু খাবার নয়, কোভিড পরিস্থিতিতে কোনও মানুষ যদি কোনও সমস্যায় পড়েন, বিশেষ প্রয়োজনীয় জিনিস, ওষুধ দরকার হয় তাহলে সাহায্যের জন্য জেলা প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে।

 

 

Related articles

CCTV ফুটেজের পরে DNA টেস্ট: উমরই হামলাকারী প্রমাণিত, মিলল লাল গাড়িও

জম্মু ও কাশ্মীরের পুলওয়ামার বাসিন্দা উমর নবিই দিল্লির লালকেল্লা মেট্রো স্টেশনের হামলাকারী, প্রমাণিত হল ডিএনএ টেস্টে (DNA test)।...

“রিচার নামে স্টেডিয়াম ইতিহাস হয়ে থাকবে”, উচ্ছ্বসিত ঝুলন

শিলিগুড়িতে রিচা ঘোষের(Richa Ghosh)  নামে স্টেডিয়াম হচ্ছে শিলিগুড়িতে। কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা করেছেন বিশ্বকাপজয়ী ক্রিকেটারের নামে...

‘হাঁটি হাঁটি পা পা’-র ট্রেলার-পোস্টার লঞ্চে ‘বাবা-মেয়ে’র রসায়নে চিরঞ্জিৎ-রুক্মিণী

অর্ণব মিদ্যার ছবি 'হাঁটি হাঁটি পা পা'-র ট্রেলার ও পোস্টার লঞ্চের জমজমাট অনুষ্ঠান হল ফ্লোটেলে। বৃদ্ধ বাবা ও...

লক্ষ্য ২০২৭! ২৫ নভেম্বর শুরু ঘাটাল মাস্টারপ্ল্যানের দ্বিতীয় পর্যায়ের কাজ

ঘাটাল মাস্টারপ্ল্যান প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হচ্ছে আগামী ২৫ নভেম্বর থেকে। রাজ্যের সেচ ও জলপথ মন্ত্রী মানস...
Exit mobile version