Monday, May 5, 2025

করোনার সংক্রমণ বৃদ্ধির সময় কাউকে যেন না খেয়ে থাকতে না হয়, তার জন্য বিশেষ ব্যবস্থা নিল রাজ্য সরকার। দুঃস্থদের বাড়ি বাড়ি খাবার পৌঁছনোর নির্দেশ দিলেন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী (Harikrisna Dwivedi)। মঙ্গলবার, সব জেলাশাসককে এই নির্দেশ দেওয়া হয়েছে। চাল, ডাল, মুড়ি, বিস্কুট প্যাকেট করে পৌঁছে দেওয়া হবে। বাড়ি পর্যন্ত খাবার পৌঁছে দেওয়ার ব্যবস্থা করার নির্দেশ দেওয়া হয়েছে। প্রয়োজনে স্থানীয় পুলিশের (Police) সাহায্য নেওয়ার পরামর্শ দিয়েছে নবান্ন (Nabanna)।

রাজ্যে করোনার (Corona) সংক্রমণ রুখতে বেশ কিছু বিধিনিষেধ আরোপ করা হয়েছে। কলকাতা-সহ সংলগ্ন এলাকায় জারি হয়েছে কনটেনমেন্ট (Contentment) এবং মাইক্রো কনটেনমেন্ট জোন (Zone)। এতে দিনমজুরি করা মানুষের কর্মসংস্থানের সমস্যা হচ্ছে। সংক্রমণ বাড়লে আগামী দিনে এই সমস্যা আরও প্রকট হতে পারে। এই পরিস্থিতিতে রাজ্য সরকার কোনও ঝুঁকি নিতে চাইছে না বলেই নবান্ন সূত্রে খবর। একজন মানুষকেও যাতে না খেয়ে থাকতে না হয় তার জন্য প্রথম থেকেই প্রস্তুত রাজ্য সরকার। চাল, ডাল, বিস্কুট-সহ শুকনো খাবার দুঃস্থদের বাড়ি বাড়ি পৌঁছে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাজ্যের প্রত্যেক জেলাশাসককে এই বিষয়ে নির্দেশ দেওয়া হয়েছে। এর জন্য প্রয়োজনে জেলা প্রশাসনকে পুলিশের সাহায্য নেওয়ার কথা বলা হয়েছে।

পাশাপাশি, যাঁরা হোম আইসোলেশনে রয়েছেন, তাঁদেরও জন্যও নবান্নের তরফে এই ব্যবস্থা করতে বলা হয়েছে। তবে শুধু খাবার নয়, কোভিড পরিস্থিতিতে কোনও মানুষ যদি কোনও সমস্যায় পড়েন, বিশেষ প্রয়োজনীয় জিনিস, ওষুধ দরকার হয় তাহলে সাহায্যের জন্য জেলা প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে।

 

 

Related articles

নিরাপত্তা পরিস্থিতি ঘিরে উদ্বেগ! নাইজারে অপহৃত ছয় ভারতীয় পরিযায়ী শ্রমিক

পশ্চিম আফ্রিকার নাইজারের তিল্লাবেরি অঞ্চলে ছয়জন ভারতীয় পরিযায়ী শ্রমিককে অপহরণ করেছে সশস্ত্র জঙ্গিরা। গত ২৫ এপ্রিল ঘটে যাওয়া...

কড়া নজরদারিতে রাজ্য নির্বিঘ্নে হল নিট পরীক্ষা

চলতি বছর রবিবার হয়ে গেল ডাক্তারি কোর্সে ভর্তির সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষা।  ন্যাশনাল টেস্টিং এজেন্সির তত্ত্বাবধানে গোটা দেশজুড়ে প্রায়...

পরপর ছয় বলে ছটা ছয়, ইতিহাস তৈরি রিয়ান পরাগের

ইডেন গার্ডেন্সে রাজস্থান রয়্যালস(RR) জিতে পারেনি ঠিকই। কিন্তু ঐতিহ্যের ইডেনেই ইতিহাস তৈরি করলেন রিয়ান পরাগ(Riyan Parag)। পরপর ছয়...

ব্যানার-হোর্ডিংয়ে ছেয়ে গিয়েছে এলাকা! মুর্শিদাবাদে মুখ্যমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত তৃণমূল 

সোমবার ঝটিকা সফরে মুর্শিদাবাদে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার সকালে বহরমপুর থেকে রওনা হয়ে তিনি পৌঁছাবেন ধুলিয়ানে। সূত্রের...
Exit mobile version