Sourav Ganguly: পূর্ব নির্ধারিত সূচি মেনেই হবে রঞ্জি ট্রফি, জানিয়ে দিলেন বিসিসিআই প্রেসিডেন্ট, প্রথম রঞ্জি ম্যাচের জন্য দল ঘোষণা বাংলার

ত্রিপুরার বিরুদ্ধে রঞ্জি ট্রফির প্রথম ম্যাচের দল ঘোষণা করে দেয় বাংলা। বাংলার অধিনায়ক করা হয়েছে অভিমন্যু ইশ্বরণকে।

0
1

দেশ জুড়ে করোনা (Corona) বাড়লেও পূর্ব নির্ধারিত সূচি মেনেই আয়োজিত হবে রঞ্জি ট্রফি( Ranji Trophy)। জানিয়ে দিলেন বিসিসিআই সভাপতি ( Bcci President) সৌরভ গঙ্গোপাধ্যায়( Sourav Ganguly)। আগামী ১৩ জানুয়ারি থেকে ২০ মার্চ অবধি চলবে এই টুর্নামেন্ট।

গত বছর করোনার কারণে বাতিল করে দেওয়া হয়েছিল রঞ্জি ট্রফি। তবে সব বাঁধা অতিক্রম করে চলতি বছর আয়োজিত হতে চলেছে রঞ্জি ট্রফি। তবে রঞ্জি ট্রফির আগেই করোনায় থাবায় আবার জর্জরিত গোটা দেশ। এরই মধ‍্যে প্রশ্ন দেখা দেয়, তবে কি এবারও বন্ধ করে দেওয়া হবে ঐতিহ্যবাহী এই টুর্নামেন্ট? আর এবার এই রঞ্জি ট্রফি নিয়ে মুখ খুললেন বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়। এদিন এক সর্বভারতীয় সংবাদ সংস্থাকে তিনি বলেন,” রঞ্জি ট্রফি পূর্বনির্ধারিত সূচি অনুযায়ীই চলবে। ”

আর এরপরেই ত্রিপুরার বিরুদ্ধে রঞ্জি ট্রফির প্রথম ম্যাচের দল ঘোষণা করে দেয় বাংলা। বাংলার অধিনায়ক করা হয়েছে অভিমন্যু ইশ্বরণকে। প্রত্যাশিত ভাবেই দলে রয়েছেন মনোজ তিওয়ারিও। বাংলা দলে যাঁরা করোনায় আক্রান্ত হয়েছেন, তাঁরা অনেকেই রয়েছেন প্রথম ম্যাচের দলে।

আরও পড়ুন:Covid19: করোনায় আক্রান্ত লক্ষ্মীরতন শুক্লা, অভিষেক ডালমিয়া