Friday, November 28, 2025

Anupam Hazra: কে যে প্রার্থী বাছাই করে! পুরভোটে বিজেপির ব্যর্থতায় নেতৃত্বকে তোপ অনুপমের

Date:

Share post:

কলকাতা পুরসভা নির্বাচনে(Kolkata municipal election) গেরুয়া শিবিরে ভয়াবহ খারাপ ফলাফলের জন্য অন্তর্দ্বন্দ্বকেই দায়ী করেছে রাজনৈতিক মহল। চলতি মাসেই রাজ্যের ৪ পুরনিগমে নির্বাচন। তার আগে প্রার্থী বাছাই নিয়ে দলীয় নেতৃত্বের বিরুদ্ধে এবার রীতিমতো আক্রমণাত্মক হয়ে উঠলেন বিজেপির কেন্দ্রীয় সম্পাদক অনুপম হাজরা(Anupam Hazra)।

বিজেপি(BJP) অন্দরের কলহ ইতিমধ্যেই ভয়াবহ আকার নিয়েছে রাজ্য জুড়ে। জায়গায় জায়গায় চলছে হোয়াটসঅ্যাপ গ্রুপ ত্যাগের হিড়িক। চলতি মাসে চার পুরনিগমের নির্বাচনের আগে আসানসোলের এক প্রার্থী মনোনয়ন জমা দিতে যাওয়ার পথে দল বদল করেছেন। এই ঘটনাতেই রাজ্য বিজেপির উপর বেজায় চটেছেন কেন্দ্রীয় সম্পাদক অনুপম হাজরা। এ ঘটনায় টুইটারে নিজের ক্ষোভ উগরে দিয়ে অনুপম হাজরা লেখেন, “কে যে প্রার্থী বাছাই করে!!!??? আর কিসের ভিত্তিতে যে প্রার্থী বাছাই করা হয়, ভগবান জানে!!!” শুধু তাই নয় নিজের পোস্টে তিনি আরো লিখেছেন, দলের এই ধরনের সিদ্ধান্তে তিনি অত্যন্ত বিরক্ত এবং লজ্জিত।

আরও পড়ুন:পাইলটের অসতর্কতায় রাওয়াতের কপ্টার দুর্ঘটনার কবলে? তদন্তে চাঞ্চল্যকর ইঙ্গিত

প্রসঙ্গত, সোমবার মনোনয়ন জমার শেষদিনে সব প্রার্থী যখন ব্যস্ত, ঠিক তখনই মনোনয়ন কেন্দ্রে না গিয়ে ২৫ নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী পিন্টু মুখোপাধ্যায় গোপনে পৌঁছে যান মন্ত্রী মলয় ঘটকের বাড়িতে। সেখানে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেন তিনি। যদিও বিজেপি তোলা দাবি করা হয়েছে এই পিন্টু তাদের প্রার্থী পিন্টু নয়। তবে আসল পিন্টুকে তাকে অবশ্য বিজেপি হাজির করাতে পারেনি। এই ঘটনাকে হাতিয়ার করেই এদিন দলের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করলেন অনুপম হাজরা।

spot_img

Related articles

টানা তিন দিন ধরে রাজ্য পুলিশের বড়সড় রদবদল

বুধবার ও বৃহস্পতিবারের পর শুক্রবারও রাজ্য সরকার পুলিশ আধিকারিকদের বদলি সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। গত তিনদিন ধরে রাজ্য...

গম্ভীরের মন্তব্যে চটেছে বিসিসিআই! টি২০ বিশ্বকাপ পর্যন্ত সময়সীমা হেড কোচের?

টেস্টে খারাপ পারফরম্যান্স করার পরও গৌতম গম্ভীরের (Gautam Gambhir)আস্থা হারাচ্ছে না বিসিসিআই। তবে গম্ভীরের উপর বিসিসিআই পুরোপুরি খুশি...

বিচারক নিয়োগ নিয়ে PSC-র বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করে মামলা হাই কোর্টে

বিচারক নিয়োগে পাবলিক সার্ভিস কমিশন বা পিএসসি-র জুডিশিয়াল সার্ভিস (Judicial Service) পরীক্ষার জন্যে জারি করা বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করে...

ইচ্ছে মতো নয়, সেমিস্টার পিছু ফি বেঁধে দিল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ

সেমিস্টারের নামে অতিরিক্ত ফি (Fee) নেওয়াতে রাশ টানতে নির্দেশ দিল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ (Council Of Higher Secondary...